WBCHSE Class 11 history question paper 2022 with answer || 2022 Class 11 history question paper solved

0

WBCHSE Class 11 history question paper 2022 with answer || 2022 Class 11 history question paper solved

WBCHSE Class 11 history question paper 2022 with answer || 2022 Class 11 history question paper solved
WBCHSE Class 11 2022 history question paper Solution


আজকের এই ব্লগে আমরা একাদশ শ্রেণির ইতিহাস 2022 প্রশ্নপত্রের ( wbbse class 11 history question paper 2022 ) এর MCQ & SAQ এর সম্পূর্ণ সমাধান তোমাদের সঙ্গে শেয়ার করবো।। আজকের এই ব্লগে আমি WBCHSE Class 11 history question paper 2022 এর শুধুমাত্র MCQ & SAQ প্রশ্নের উওর গুলো শেয়ার করলাম। wbchse class 11 history question paper 2022 এর 8 Mark এর বড় প্রশ্ন গুলোর মধ্যে অনেক বড় প্রশ্নের উওর আমাদের ওয়েবসাইটে শেয়ার করা হয়েছে।। আমাদের ওয়েবসাইটে যদি "Class 11 History Question Answer" লিখে search করো, তাহলে তোমরা Class 11 History Question Answer & Notes এর অনেক পোস্ট খুজে পাবে। 

WBCHSE Class 11 history question paper 2022 with answer || 2022 Class 11 history question paper solved

GROUP-A

সঠিক উত্তরটি নির্বাচন করো (বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী) :


i) ‘নব্যপ্রস্তর যুগে বিপ্লব' কথাটি প্রথম উদ্ভাবন করেন - 

a) বিউরি

b) গর্ডন চাইল্ড

c) উইলিয়াম জোন্স

d) ড্যানিয়েল উইলসন 

Ans: b) গর্ডন চাইল্ড


ii) ‘মেঘদূত’-এর রচয়িতা ছিলেন

a) কালিদাস

b) মেগাস্থিনিস

c) পিনি

d) মার্কো পোলো ।

ans: a) কালিদাস


iii) ‘মুদ্রারাক্ষস' গ্রন্থের রচয়িতা

a) বিশাখ দত্ত

b) ভাস

c) কালিদাস

d) ভারবি ।

ans: a) বিশাখ দত্ত


iv) “ফতোয়া-ই-জাহান্দারি”তে আলোকপাত করা হয়েছে

a) সমাজতত্ত্ব

b) রাষ্ট্রনীতি

c) বিজ্ঞান

d) অর্থনীতি ।

ans : রাষ্ট্রনীতি

Read More👇

What Is Car Insurance? Best Car Insurance Plan & Companies সম্পর্কে জানতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন।

What Is Car Insurance | Types Of Car Insurance | Best Car Insurance Plan For You

v) মিশরের সবথেকে বড় পিরামিড হ'ল - 

a) খুফুর

b) নেফরার

c) মেনকুরার

d) রামেসিসের ।

ans : a) খুফুর


vi) সুলতানি যুগের ঐতিহাসিক নন

I) তুলসি দাস

II) বিষেন দাস

III) সন্ধ্যাকর নন্দী

IV) জিয়াউদ্দিন বারণি ।

বিকল্পসমূহঃ

a) (I), (II) সঠিক এবং (III), (IV) ভুল

b) (I), (III) সঠিক এবং (II), (IV) ভুল

c) (I), (IV) সঠিক এবং (II), (III) ভুল

d) (I), (II), (III) সঠিক এবং (IV) ভুল ।

উওর : d) (I), (II), (III) সঠিক এবং (IV) ভুল ।

একাদশ শ্রেণির ইতিহাস বিভিন্ন অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের ওপর অনলাইন মকটেস্ট দিতে নিচের লিঙ্কগুলোতে ক্লিক করো👇👇

1- একাদশ শ্রেণির ইতিহাস  প্রথম অধ্যায়ের মকটেস্ট
2- একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের মকটেস্ট
3- একাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের মকটেস্ট
4- একাদশ শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায়ের মকটেস্ট
5- একাদশ শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের MCQ

◆- একাদশ শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের মকটেস্ট

6- একাদশ শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের মকটেস্ট
আরও দেখো👇
1- একাদশ শ্রেণির বাংলা ডাকাতের মা গল্পের অনলাইন মকটেস্ট
2- একাদশ শ্রেণির বাংলা তেলেনাপোতা আবিষ্কার গল্পের অনলাইন মকটেস্ট
3- একাদশ শ্রেণির বাংলা কর্তার ভূত গল্পের অনলাইন মকটেস্ট
4- একাদশ শ্রেণির বাংলা সাহিত্যের ইতিহাসের অনলাইন মকটেস্ট

5- একাদশ শ্রেণির নীলধ্বজের প্রতি জনা কবিতার অনলাইন মকটেস্ট প্রথম পর্বদ্বিতীয় পর্ব এবং তৃতীয় দ্বিতীয় পর্ব

6- একাদশ শ্রেণির বাংলা নুন কবিতার অনলাইন মকটেস্ট 
7- একাদশ শ্রেণির বাংলা বাড়ির কাছে আরশিনগর কবিতা অনলাইন মকটেস্ট

vii) খুফুর খ্যাতির কারণ

a) ফ্যারাও ও পিরামিড

b) নেতা

c) গায়ক

d) নাট্যকার ।

ans : ফ্যারাও ও পিরামিড


viii) দক্ষিণ ভারতের মহাজনপদ (খ্রিষ্টপূর্ব ৬ষ্ঠ শতক) –

a) কোশল

b) মগধ

c) ভজ্জি 

d) অস্মক।

ans : অস্মক


ix) গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন

a) শ্রীগুপ্ত

b) স্কন্দগুপ্ত

c) কুমারগুপ্ত

d) জীবগুপ্ত । 

Ans : শ্রীগুপ্ত


x) আইন বিশেষজ্ঞ সোলোন ছিলেন

a) চিনের

b) ভারতের

c) এথেন্সের

d) মিশরের।

ans : এথেন্সের


xi) মগধের প্রাচীন এবং প্রথম রাজধানীর নাম

a) গিরিব্রজ

b) হস্তিনাপুর

c) ইন্দ্ৰপ্ৰস্থ

d) কাশী 

ans : গিরিব্রজ


xii কোন সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন ?

a) সিন্ধু সভ্যতার মানুষ

b) মেসোপটেমিয়ার মানুষ

c) মিশরীয় সভ্যতার মানুষ

d) সুমেরীয় সভ্যতার মানুষ

ans : সুমেরীয় সভ্যতার মানুষ


xiii) প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ হলেন।

a) লাইকারগাস

b) সোফোক্লেস

c) সিসেরো

d) পিনি।

ans : সিসেরো

(xiv) 'লেভিয়াথান' গ্রন্থ রচয়িতা

a) টমাস হবস

b) রুশো

c) প্লেটো

d) লক।

ans : টমাস হবস


xv) প্রথম দাসবিদ্রোহ হয়েছিল

a) সিসিলিতে

b) মিশরে

c) ইতালিতে

d) ফ্লোরেন্সে ।

ans : সিসিলিতে


xvi) ‘টাইথ’ করটি ছিল

a) বেগার শ্রম

b) ধর্মকর

c) ভূমিকর

d) পরোক্ষ কর ।

ans : ধর্মকর


xvii) ইবাদতখানা' তৈরি করেন

a) বাবর

b) আকবর

c) আলাউদ্দিন

d) বলবন।

ans : আকবর


xviii) প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ণ শুরু হয়েছিল ?

a) খ্রিষ্টপূর্ব ১ম শতকে

b) খ্রিষ্টপূর্ব ৬ষ্ঠ শতকে

c) খ্রিষ্টপূর্ব ৩য় শতকে

d) খ্রিষ্টিয় ৬ষ্ঠ শতকে।

ans : খ্রিষ্টপূর্ব ৬ষ্ঠ শতকে


xix ) প্রাচীন কোন সভ্যতায় দাসপ্রথা সংক্রান্ত নথি পাওয়া যায় ?

a) মিশর

b) সুমের

c) ব্যাবিলন 

d) হরপ্পা।

ans : মিশর


xx) “গান্ধব রীতি" সম্পর্কিত

a) বিবাহ রীতির সাথে

b) যুদ্ধ বিগ্রহের সাথে

c) বৈদেশিক নীতির সাথে

d) কোনোটিই নয় ।

ans : বিবাহ রীতির সাথে


xxi) মৌর্যযুগে ভারতে দাসপ্রথার অস্তিত্ব ছিল না বলেছেন

a) মেগাস্থিনিস

b) কৌটিল্য

c) ফা-হিয়েন

d) হিউয়েন সাঙ ।

ans : মেগাস্থিনিস


xxii) দিল্লির কোন সুলতান সর্বপ্রথম খলিফার স্বীকৃতি পান ?

a) ইলতুৎমিস

b) কুতুবউদ্দিন আইবক

c) আলাউদ্দিন

ans : ইলতুৎমিস

d) বলবন।


xxiii) "ফিয়ালটি” শব্দ -এর সাথে সংযুক্ত।

a) সামন্ততন্ত্র

b) ধর্ম

c) শিক্ষা

d) দাতব্য ।


xxiv) “ক্যাসিয়াস দিও" হলেন

a) রোমান সিনেটর

b) গ্রীক সিনেটর

c) চৈনিক সিনেটর

d) ভারতীয় সিনেটর ।

Ans : রোমান সিনেটর


GROUP B

2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) :

i) "প্রায়-ইতিহাস" কি ?

উওর : প্রায় ইতিহাস বলতে সেই যুগের ইতিহাসকে বোঝায়, যে যুগে লিখন পদ্ধতি আবিষ্কার হয়েছে অথবা বিভিন্ন লিখিত উপাদান পাওয়া গেছে কিন্তু তার পাঠোদ্ধার আজও সম্ভব হয়নি। সেই যুগের ইতিহাসকে প্রায় ইতিহাস বলে

ii) “প্যালিওগ্রাফি" বলতে কি বোঝো?

উওর : প্যালিওগ্রাফি বলতে, বিভিন্ন প্রাচীন লিপির বিষয়বস্তু অধ্যায়নকে প্যালিওগ্রাফি বলা হয়।


অথবা

নিম্নবর্গের ইতিহাসচর্চা বলতে কি বোঝো?

উওর: নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে সেই ইতিহাস চর্চাকে বোঝায়, যে ইতিহাস চর্চার মাধ্যমে সমাজের নিম্নস্তর অথবা নিম্নবর্গীয় মানুষের নিয়ে ইতিহাস চর্চা করা হয়।।

iii) "হেলট' কাদের বলা হয় ?

উওর : প্রাচীন গ্রিসের পলিস স্পার্টার ক্রীতদাসদের হেলট বলা হত।

iv) 'নগররাষ্ট্র' বলতে কী বোঝায় ?

উওর : প্রাচীন গ্রিসে যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাম নিয়ে ক্ষুদ্র রাষ্ট্র গড়ে উঠেছিল, তাকেই নগররাষ্ট্র অথবা পলিস বলা হত।

অথবা

জনপদ কী ?


উওর : প্রাচীন ভারতে আর্যদের আগমনের পর আর্যদের কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠত গোত্র।এরপর কয়েকটি গোত্র নিয়ে গঠিত হতো একটি বিশ। এবং কয়েকটি বিশের সমন্বয়ে আর্যদের যে বসতি গড়ে উঠতো,তাকে বলা হতো জনপদ।

v) পোতিন' কী?

উওর : ভারতের প্রাচীন সাতবাহন রাজাদের যে মুদ্রা ছিল, সাতবাহন রাজাদের সেই মুদ্রার নাম ছিল পোতিন

vi) 776 খ্রিষ্টপূর্বাব্দের গুরুত্ব লেখো।

অথবা

প্রাচীন ভারতে মহাজনপদগুলির উত্থান মূলত কোথায় হয়েছিল ?

উওর : প্রাচীন ভারতের মহাজনপদ গুলির উত্থান মূলত উত্তর ভারতেই হয়েছিল।। ভারতের ষোড়শ মহাজনপদ এর মধ্যে শুধুমাত্র একটি মহাজনপদ দক্ষিণ ভারতে গড়ে উঠেছিল।


vii) "উলেমা" কারা ?

উওর : উলেমা বলতে মুসলিমদের মধ্যে বিভিন্ন শিক্ষিত পন্ডিত বা ব্যক্তিকে বোঝানো হয়,যারা বিভিন্ন ধরনের কাজ করে থাকতেন।।

অথবা,

"ইক্তা" শব্দের অর্থ কী?

উওর : ইক্তা শব্দের অর্থ হলো এক অংশ।

viii) “সপ্তাঙ্গ তত্ব’ কি?

উওর : চন্দ্রগুপ্ত মৌর্য যুগের মন্ত্রী কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে' রাষ্ট্র সম্পর্কিত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 7 টি উপাদান আ অঙ্গের কথা বলেছেন। কৌটিল্য রাষ্ট্র সম্পর্কিত এই সাতটি উপাদান বা অঙ্গের তত্ত্ব সপ্তাঙ্গ তত্ত্ব নামে পরিচিত।


অথবা,

'অগ্রহার জমি ব্যবস্থা কী ?

উওর : প্রাচীনকালে বিভিন্ন রাজা মহারাজা অথবা ধনী ব্যক্তি সর্গলাভ বা পুণ্য অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন মন্দিরে অথবা পুরোহিতদের মধ্যে যে নিষ্কর জমি প্রদান করতেন সেই জমি প্রদানের ব্যবস্থাকেই অগ্রহার ব্যবস্থা বলা হতো।

ix) গিল্ডের প্রধান কাজ কী ছিল ?

উওর : গিল্ড গুলি যেহেতু প্রথমদিকে ব্যবসায়ীদের নানা কাজকর্ম নিয়ন্ত্রণ করার জন্যই প্রতিষ্ঠিত হয়েছিল সে ক্ষেত্রে গিল্ডের প্রধান কাজ ছিল ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা এবং ব্যবসা-বাণিজ্যের উন্নতি ঘটানো।


x) 'মিনেসিঙ্গার' কাদের বলা হয় ?

উওর : মধ্যযুগে সামন্ততন্ত্রের নাইটদের বীরত্বের কাহিনী তাদের আদর্শ এবং নাইটদের প্রেমের কাহিনী ইউরোপে একদল চারণকবি গ্রাম ও শহরের বিভিন্ন স্থানে ভ্রমণ করে শোনাতেন। সেই সকল চারণ কবিদের দক্ষিণ ফ্রান্সে ট্রুবাদুর, ইংল্যান্ডে মিনস্ট্র এবং জার্মানিতে মিনেসিঙ্গার বলা হতো।

xi ' স্ত্রীধন বলতে কি বোঝো?

উওর: প্রাচীনকালে ভারতীয় সমাজে নারীরা যে সকল সম্পত্তি বিভিন্ন উপায়ে তাদের মিত্র,পিতামাতা এবং আত্মীয় পরিজনদের কাছ থেকে লাভ করতেন, নারীদের সেই সকল সম্পত্তিকে একত্রে স্ত্রীধন বলা হত।


xii) হিজরি সাল কবে সূচিত হয় ? 

অথবা

‘ইতিহাসের পরীকরণ' ( Periodization of History) কি?

xiii) “শকারি’ কে ছিলেন ?

উওর : গুপ্ত বংশের একজন উল্লেখযোগ্য সম্রাট দ্বিতীয় গুপ্ত শকদের পরাজিত করেছিলেন বলে তিনি শকারি উপাধি গ্রহণ করেন।

অথবা

কোন প্রাচীন ভারতীয় রাজা 'ভারতের রক্ষাকর্তা' নামে পরিচিত?

উওর : গুপ্ত বংশের সম্রাট স্কন্দগুপ্ত বিদেশি হুনদের আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেছিলেন বলে স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয়।


xiv) 'কণ্টকশোধন' কি?

উওর : চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্যে যে  বিচারালয় গুলো ছিল সেই,,বিচারালয় গুলোকে কণ্টকশোধন বলা হতো।

অথবা

"অ্যাই অফ অ্যাপিলস" কবে চালু হয়?

xv) De Officiis' কার লেখা?

উওর : De Officiis গ্রন্থটি প্রাচীন প্রখ্যাত রোমান আইনজ্ঞ এবং রাজনীতিবিদ সিসেরোর লেখা।

অথবা

অভিকর্ষ সূত্র' কে আবিষ্কার করেন ?

উওর : বিজ্ঞানী আইজ্যাক নিউটন অভিকর্ষ সূত্রটি আবিষ্কার করেন

xvi) কলম্বাস কবে সমুদ্রযাত্রা করেন?

উওর : ক্রিস্টোফার কলম্বাস ১৪৯২ খ্রিষ্টাব্দে সমুদ্র যাত্রা করেন


GROUP-C 8× 5 - 40

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)।

a) নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। এই যুগের গুরুত্ব লেখো।


অথবা

হরপ্পা সভ্যতার বিশেষত্ব লেখো। এই সভ্যতার পতন কেন হয়?

(b) মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো।

অথবা

পারস্যের ক্ষত্র এবং চিনের ম্যান্ডারিন-এর বিবরণ দাও

c) মৌর্য সাম্রাজ্য এবং ম্যাসিডোনিয় সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো ।

অথবা

অর্থশাস্ত্রে কৌটিল্য রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তার ব্যাখ্যা লেখো ।

d) ভারতীয় এবং ইওরোপীয় সামন্ততন্ত্রের তুলনামূলক আলোচনা করো ।

অথবা

ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দো-রোম বাণিজ্যের প্রভাব লেখো। ভারতীয় উপমহাদেশের তৃতীয় নগরায়ণের কারণ ব্যাখ্যা করো ।

e) প্রাচীন ভারতের প্রথম নগরায়ণ এবং বাণিজ্য সম্পর্কে সংক্ষেপে লেখো।


Tags :  

WBCHSE Class 11 history question paper 2022 with answer | ক্লাস 11 ইতিহাস প্রশ্নপত্রের সমাধান 2022 | 2022 Class 11 History Question Paper Solution 2022 | 2020 | ক্লাস 11 ইতিহাস প্রশ্ন পত্রের সমাধান | 2022 Class 11 History Question Paper with Solution | Class 11 History Question Paper with answer | previous year question paper solutions | wb class 11 History question paper with solutions | ২০২২ ক্লাস 11 ইতিহাস প্রশ্ন পত্র | একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন পত্র 2022


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top