WBBSE Class 10 Life Science Suggestion 2023 Chapter 3 || মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ এর সাজেশন 2023

0

WBBSE Class 10 Life Science Suggestion 2023 Chapter 3 || মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ এর সাজেশন 2023


WBBSE Class 10 Life Science Suggestion 2023 Chapter 3 || মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ এর সাজেশন 2023
দশম শ্রেণির জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায়


আজকের এই পোস্টে আমরা তোমাদের সঙ্গে, তোমাদের সামনের মাধ্যমিক জীবনবিজ্ঞান তৃতীয় অধ্যায়  বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ ( WBBSE Class 10 Life Science Suggestion 2023 Chapter 3 ) থেকে কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন তোমাদের সঙ্গে শেয়ার করবো। ( WBBSE Madhyamik Life Science Suggestion 2023 | মাধ্যমিক ২০২৩ জীবন বিজ্ঞান সাজেশন ) আজকে আমরা শুধুমাত্র 5 মার্কের সাজেশন শেয়ার করবো। কারণ 1 মার্কের কোনো সাজেশন হয়না। তোমাদের যদি ভালো করে নিজেদের বই খুটিয়ে পড়ো তাহলে MCQ & SAQ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কারণ খুব সম্ভবত তোমাদের বইয়ের বাইরে কোনো MCQ & SAQ আসবে না। পরবর্তীকালে আমরা ক্লাস টেনের জীবন বিজ্ঞান বিভিন্ন অধ্যায়ের MCQ & SAQ Question Answer তোমাদের জন্য আমাদের ওয়েবসাইটেই শেয়ার করবো। তোমরা সেখান থেকেই সমস্ত প্রশ্নের উওর পেয়ে যাবে।।


দশম শ্রেণির জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ || মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগের সাজেশন 2023 


1. মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্য উল্লেখ করো। মেন্ডেলের সাফল্যের কারণ গুলি আলোচনা করো।

2. মেন্ডেল মটর গাছের যে যে চরিত্রগুলি নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকটির বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ফিনোটাইপ ও জিনোটাইপ এর পার্থক্য লেখ।

3. TT ও tt মটর গাছের এক সংকর জনন পরীক্ষায় F1 জনুতে সব মটর গাছ দীর্ঘ হওয়া এবং F2 জনুতে লম্বা ও বেঁটে মটর গাছ 3 : 1 অনুপাতে উৎপন্ন হওয়ার ঘটনাকে মেন্ডেল কীভাবে ব্যাখ্যা করেন সংক্ষেপে আলোচনা করো।

4.  মেন্ডেলের একসকের জননের প্রতীক্ষাটি বিবৃত করে এর থেকে প্রাপ্ত সুত্রটি লেখো। 

5. মেন্ডেলের দ্বিসংকত জনন পরীক্ষাটিকে চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই পরীক্ষা থেকে প্রাপ্ত সুত্রটি লেখো।

6. YYRR (বিশৃদ্ধ প্রকট বৈশিষ্ট্যের গোল ও হলুদ বীজযুক্ত) মটর গাছ ও yyrr (বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সবুজ ও কুষিত বীজযুক্ত) মটর গাছের মধ্যে সংকরায়ণ ঘটানো হলে প্রথম অপত্য জনুতে প্রাপ্ত উদ্ভিদগুলির জিনোটাইপ কী হবে। উক্ত দ্বিসংকর জননের F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাতটি লেখো।

7.  বিশুদ্ধ কালো (BB) এবং বিশুদ্ধ সাদা (bb) গিনিপিগের একসংকর জনন পরীক্ষার দ্বারা মেন্ডেলের প্রথম সূত্রটি বুঝিয়ে দাও। হেমোজাইগাস ও হেটারোজাইগাসের দুটি পার্থক্য লেখ

8. সন্তানের লিঙ্গ নির্ধারণের পিতার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ - বক্তব্যটি একটি ছকের সাহায্যে এবং বিশ্লেষন করে বুঝিয়ে দাও। স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন?

9. হোমোজাইগাস ও হেটারোজাইপাসের মুক্তি পার্থক্য লেখো। গিনিপিগের দ্বিসংকরজনন চেকার বোর্ডের সাহায্যে উল্লেখ করে সুত্রটি উল্লেখ করো। 


10. থ্যালাসেমিয়া রোগে মানবদেহের কোন তিনটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? থ্যাললসেমিয়া রোগের লক্ষণ গুলি আলোচনা করো।

11. থ্যালাসেমিয়া রোগের কারণ গুলি এবং লক্ষণ গুলি আলোচনা করো। 

12.  থ্যালাসেমিয়া রোগাক্রান্ত সন্তান কীভাবে দুজন আপাত স্বাভাবিক পিতামাতা থেকে জন্মলাভ করে তা চেকার বোর্ড ক্রসের সাহায্যে দেখাও।

13. হিমোফিলিয়া রোগের দুটি জিনগত কারণ লেখো। একজন স্বাভাবিক বাহক মহিলার সঙ্গে একজন হিমোফিলিক পুরুষের বিবাহ হলে সন্তানদের ক্ষেত্রে যে ফল প্রকাশ পাবে তা চেকার বোর্ড বা ছকের সাহায্যে দেখাও।

14. একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক স্ত্রীলোকের সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্র এবং কন্যাদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতখানি তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন? 

15. একজন স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহে উৎপন্ন সম্ভাব্য হিমোফিলিক পুত্র বা কন্যা কত শতাংশ হবে? (চেকার বোর্ডসহ) 

16. একজন স্বাভাবিক বর্ণান্ধতা বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে, কীরুপ ফলাফল দেখা যায় লেখো। বর্ণান্ধতার কারণ ও লক্ষণগুলি লেখো।


17.  অনেক সময় দেখা যায় যে, বাবা ও মা উভয়েই স্বাভাবিক। কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে। এটি কীভাবে সম্ভব হয় তা একটি চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো।

18.  একটি বিশুদ্ধ কালো ও অমসৃণ সংযুক্ত গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের মধ্যে সংকরায়নের ফলাফল F2 জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরায়ন পরিক্ষা থেকে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা বিবৃত করো।।

Tags : 

ক্লাস 10 জীবন তৃতীয় অধ্যায় বিজ্ঞান বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ অধ্যায়ের সাজেশন ২০২৩ | মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৩ | দশম শ্রেণীর মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন | wb class 10 Life Science suggestion 2023 | wb madhyamik Life Science suggestion 2023 | wb madhyamik Life Science question and answer | Madhyamik Life Science Suggestion 2023

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top