ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উত্তর || WBBSE Class 10 Geography Question Answer Chapter 5

0


ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উত্তর || WBBSE Class 10 Geography Question Answer Chapter 5
মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর ও সাজেশন 2023

এখন থেকে আমাদের ওয়েবসাইটে মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ ( WBBSE Class 10 Geography Question Answer Chapter 5 ) এর বিভিন্ন প্রশ্নের উওর গুলো কিছু কিছু করে তোমাদের সঙ্গে নোটস আকারে প্রতিদিন শেয়ার করবো। তাই যারা WB Class 10 Geography Question Answer & Notes গুলো পেতে চাও, তারা আমাদের ওয়েবসাইট ফলো করতে পারো।।

1-মেঘালয় মালভূমি বলতে কী বোঝো?


উওরঃ মেঘালয় মালভূমি বলতে বোঝায় মেঘালয় প্রদেশ এ অবস্থিত মিকির, গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়ি অঞ্চল নিয়ে গঠিত মালভূমি।

বৈশিষ্ট্য -

•  মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হল শিলং শৃঙ্গ।

• মেঘালয় মালভূমি আসলে দাক্ষিণাত্য মালভূমি বিচ্ছিন অংশ।।

• মেঘালয় মালভূমির গড় উচ্চতা 600 থেকে 1600 মিটার।

• মেঘালয় মালভূমির গারো,, খাসিও জয়ন্তিয়া পাহাড় হলো  মেঘালয়ের প্রধান ক্ষয়জাত পাহাড়।

• মেঘালয় মালভূমি গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল নক্ রেক।

2- ডেকান ট্রাপ বলতে কী বোঝো?


উওরঃ উপদ্বীপীয় মালভূমি এর উত্তর-পশ্চিমাংশে ব্যাসল্ট লাভা গঠিত পূর্বাংশে ধাপযুক্ত অঞ্চলকে ডেকানট্র্যাপ বলা হয়।।

• আজ থেকে প্রায় ছয় থেকে সাত কোটি বছর আগে ভূত্বকের প্রশস্ত ফাটল পথে ভূগর্ভস্থ লাভা নিঃসৃত হয়ে এই অঞ্চলটিকে  স্তরে স্তরে চাদরের মতো ঢেকে দেয়। এবং এভাবেই আস্তে আস্তে ডেকানট্রাপ অঞ্চলটির সৃষ্টি হয়েছিল।। পরবর্তীকালে বায়ু, বৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে লাভা স্তরের পার্শ্বদেশে সিঁড়ির মতো ধাপে ধাপে উপর থেকে নেমে গেছে।  এজন্য এই লাভায় ঢাকা  মালভূমি অঞ্চলকে ডেকানট্রাপ বলে, যার অর্থ হলো সেটি সিঁড়ি বা ধাপ।।

3- তাল কী? উদাহরণ দাও।


উওরঃ উত্তরে কুমায়ুন হিমালয়ে হিমবাহের ক্ষয়কার্যের ফলে অনেক গভীর উপত্যকার সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে সেই সব গভীর উপত্যকায় জল জমে তখন সেগুলো অনেক বড় বড় হ্রদে পরিণত হয় । কুমায়ুন হিমালয়এ হিমবাহ সৃষ্ট এই হ্রদগুলিকেই স্থানীয় ভাষায় তাল বলা হয়।।। ভারতের কয়টি বিখ্যাত তার হলো - নৈনিতাল, ভীম তাল, সাততাল ইত্যাদি।

4- ‘কয়াল কী?


উত্তরঃ কেরালার মালাবার উপকূল বার বার ভূআন্দোলনের ফলে সৃষ্টি হয়েছে হয়েছে। বার বার মালাবার উপকূল ত্থান ও পতনের ফলে সেখানে অনেক উচু-নীচু জায়গা তৈরি হয়েছে। কেরালার মালাবার উপকূলের সে সমস্ত ভূভাগে পরবর্তীতে জল জমে যে সমস্ত জলাভূমির সৃষ্টি হয়েছে, তাদের দের স্থানীয় ভাষায় কয়াল বলে। যেমন ভেম্বানাদ, অষ্টমুড়ি প্রভৃতি।

• কেরালার ভেম্বনাদ হলো বিখ্যাত কয়াল।

5- ‘দুন’ বলতে কী বােঝাে?


উত্তরঃ হিমাদ্রি হিমালয় ও হিমাচল হিমালয় থেকে উৎপন্ন নদীগুলি শিবালিকের উত্তরদিকে যে উপত্যকা গঠন করেছে তাকে দুন উপত্যকা বলে। এই উপত্যকা উর্বর হওয়ায় কৃষিকার্য ভালাে হয় এবং জনবসতি ঘন।

• উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন ভারতের বৃহত্তম দুন উপত্যকা।

Tags :

ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উত্তর | মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর | ক্লাস টেন ভূগোল প্রশ্ন উত্তর | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | wb class 10 geography question answer | class 10 geography suggestion | class 10 geography notes


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top