শিকড় আলগা শিল্প কাকে বলে? Foot Loose Industry কাকে বলে? | কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন?

0

ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উত্তর || WBBSE Class 10 Geography Question Answer Chapter 5 

শিকড় আলগা শিল্প কাকে বলে? Foot Loose Industry কাকে বলে? | কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন?
মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর 


শিকড় আলগা শিল্প কাকে বলে? Foot Loose Industry কাকে বলে? | কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন?


উওরঃ শিকড় আলগা শিল্প বলতে বোঝায় যে সকল শিল্প প্রধানত বিশুদ্ধ কাঁচামাল এর উপর ভিত্তি করে গড়ে ওঠে সেই সকল শিল্পকে শিকড় আলগা শিল্প বলে।।শিকড় আলগা শিল্প গুলি বিশুদ্ধ কাঁচামাল উৎপাদক অঞ্চল এর নিকটবর্তী বা বাজারের নিকটবর্তী বা বাজার ও কাঁচামাল উৎপাদক অঞ্চলের যেকোনো জায়গায় গড়ে উঠতে পারে।।

কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন?


উওরঃ কার্পাস বয়ন শিল্প হল একটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প।। বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প গুলির ক্ষেত্রে শিল্পে যে পরিমাণ বিশুদ্ধ কাঁচামাল ব্যবহার করা হয়, তা থেকে সমপরিমাণ শিল্পজাত দ্রব্য উৎপাদন করা যায়। যার ফলে এই প্রকার শিল্প গুলি যে কোনো জায়গাতে অর্থাৎ,, বাজারে, কাঁচামালের উৎসকেন্দ্রে বা  বাজার ও কাঁচামালের মধ্যবর্তী স্থানে যেকোনো স্থানে গড়ে ওঠতে পারে।। এবং কার্পাস বয়ন শিল্পের ক্ষেত্রেও ঠিক একই।। সেই কারণেই কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয়।।

Tags :

ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের প্রশ্ন উত্তর | মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর | ক্লাস টেন ভূগোল প্রশ্ন উত্তর | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | wb class 10 geography question answer | class 10 geography suggestion | class 10 geography notes


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top