আজের এই পোস্টের মাধ্যমে সপ্তম শ্রেণির ইতিহাস অষ্টম অধ্যায় মোঘল সাম্রাজ্যের সংকট (WBBSE Class 7 History Question Answer & Notes in Bengali ) অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো (WBBSE Class vii Question Answer & Suggestion 2022 )। আর আমরা প্রতিদিন তোমাদের জন্য নোটস শেয়ার করে যাবো। তাই তোমরা আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে থাকো।।
সপ্তম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর 2022 || WBBSE Class 7 History Question Answer 2022
1- সর্বপ্রথম কোথায় বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়?
উওর, সর্বপ্রথম ঋকবেদের ঐতয়েব আরণ্যেকে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়।
2- সকলউত্তর পথনাথ উপাধি ছিল কার?
উওর : হর্ষবর্ধনের উপাধি ছিল সকলোত্তরপথনাথ।
3- সুবা কথার অর্থ কি?
উওর : সুবা কথার অর্থ হল রাজ্য বা অঞ্চল।
Read More👇
What Is Car Insurance? Best Car Insurance Plan & Companies সম্পর্কে জানতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন।
What Is Car Insurance | Types Of Car Insurance | Best Car Insurance Plan For You
4- ইউরোপীয় ভ্রমণকারী এবং বণিকরা বাংলার কি নাম দিয়েছিলেন?
উওর : ইউরোপীয় ভ্রমণকারী এবং বণিকরা বাংলার বেঙ্গালাবনাম দিয়েছিলেন।
5- পুন্ড্রবর্ধন কি?
উওর, ভারতে গুপ্ত যুগে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ন্যে গঠিত একটি বৃহৎ অঞ্চলের নাম ছিল পুন্ড্রবর্ধন।
6- চট্টগ্রামের উপকূল অঞ্চল কি নামে পরিচিত ছিল?
উওর ; চট্টগ্রামের উপকূল অঞ্চল হরিকেল নামে পরিচিত ছিল।
7- বাংলায় কত খ্রিস্টাব্দে সেন রাজাদের শাসন শুরু হয়েছিল?
উওর, বাংলায় আনুমানিক খ্রিষ্টীয় একাদশ শতকে সেন রাজাদের শাসন শুরু হয়েছিল।
8- বাংলায় কত খ্রিস্টাব্দে তুর্কি আক্রমণ ঘটেছিল?
উওর, ১২০৩ খ্রিষ্টাব্দে ইফতিয়ারউদ্দিন বখতিয়ার খলজীর নেতৃত্বে বাংলায় তুর্কি আক্রমণ ঘটেছিল।
9- বাংলায় তুর্কি আক্রমণের সময় সেন বংশের রাজা ছিলেন কে?
উওর : লক্ষণ সেন।
10- সুলতানি যুগের একজন ঐতিহাসিকের নাম লেখ।
উওর, সুলতানি যুগের একজন ঐতিহাসিক হলেন মিনহাজ ই-সিরাজ।
11- শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল?
উওর, শশাঙ্কের রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ।
12- কোন চীনা পর্যটক এর রচনায় বৌদ্ধবিহারের উল্লেখ রয়েছে?
উওর, চীনা পর্যটক হিউয়েন সাং এর বিবরণীয়ে বৌদ্ধবিহারের উল্লেখ রয়েছে।
14- পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
উওর, পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল।
15- পাল রাজাদের আদি নিবাস কোথায় ছিল?
উওর, পাল রাজাদের আদি নিবাস ছিল সম্ভবত বরেন্দ্র অঞ্চলে।
16- সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল?
উওর, সেন রাজাদের আদি নিবাস ছিল মূলত দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চলে অর্থাৎ মহীশূর এবং তার আশপাশের এলাকায়।
17- চোল রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উওর, বিজয়লাল হলো চোল রাজ্যের প্রতিষ্ঠাতা।
18- কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম লেখ।
উওর, কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম হল ভীম।
19- রামচরিত কাব্যের লেখক কে?
উওর, রামচরিত কাব্য লাখো করেন সন্ধ্যাকর নন্দী।
20- কে প্রথম রাজেন্দ্র উপাধি নিয়েছিলেন?
উওর, গঙ্গাইকোন্ডচোল সর্বপ্রথম রাজেন্দ্র উপাধি নিয়েছিলেন।
21- পুন্ড্রবর্ধন বলতে এখনকার কোন অঞ্চলকে বোঝানো হয়?
উওর, পুন্ড্রবর্ধন বলতে এখনকার উত্তরবঙ্গকে বোঝায়।
Tags :