কোনি উপন্যাসে বারুণীর দিন গঙ্গার ঘাটের যে দৃশ্য ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো।
ভূমিকাঃ মতি নন্দীর রচিত কোনি উপন্যাসের শুরু হয়েছে গঙ্গার ঘাটের একটি অসাধারণ দৃশ্য দিয়ে। কোনি উপন্যাসের শুরু হয় বিষ্টু ধর, ক্ষিতীশ সিংহ, মালিশ ওয়ালা এবং আরও কয়েকজনের হাত ধরে। বারুণীর দিন প্রত্যেকেরই তারা সেখানে নিজেদের কাজকর্মের জন্য গিয়েছিলেন। এবং এই তিনজন ছাড়াও আরও নানা চরিত্রের মধ্য দিয়ে আমরা কোনি উপন্যাসে বর্ণিত দিন গঙ্গার ঘাটে বারুণীর যে দৃশ্য ফুটে উঠেছিল তা দেখতে পাই। যেমন -
• বারণী হলো হিন্দুদের একটি ধর্মীয় উৎসব যেই ধর্মীয় উৎসবে হিন্দুরা বিশেষ করে বাঙালিরা গঙ্গার ঘাটে পুজো দিতে আসেন এবং পূজা দেওয়া শেষ হলে তারা দেবতাদের উদ্দেশ্য করে কাঁচা আম নদীতে ভাসিয়ে দেন।
• কোনি উপন্যাসে আমরা বারুণীর সেই বৈশিষ্ট্যটি খুব ভালো করে লক্ষ্য করতে পারি যে, গঙ্গার ঘাটে পুণ্যার্থীরা যখন জলে ডুব দিয়ে দেবতাদের উদ্দেশ্য করে আম উৎসর্গ করেন, তখন একদল ছেলে ছোকরা সেই আমগুলি কুড়িয়ানার জন্য গঙ্গায় সাতার দেয় এবং আম সংগ্রহ করে এনে তা কোনো এক জায়গায় জমা করে রাখে এবং পরবর্তীতে সেই আম তারা কম দামে বিক্রি করে অর্থ উপার্জন করে।
• আম উৎসর্গ এবং আম সংগ্রহের পরবর্তীতে আমরা যে দৃশ্যটি দৃশ্যটি রয়েছে তাহল গঙ্গা স্নান করার পুণ্যার্থীদের বেশ কিছুটা জায়গা কাদা মাড়িয়ে ডাঙায় আসতে হয়। এবং স্নান করার পর আবারও পায়ে কাদা লাগানোর বিষয়টি মোটেও পুণ্যার্থীদের খুব ভালো লাগে না। তাই তাদের মুখে দেখা যায় একরাশ বিরক্তি।
• অনেকে আবার ঘাটের মাথায় বা ট্রেম লাইনের দিকে মুখ করে বসে থাকা বামুনের দিকে যায় কারণ তাদের কাছে রয়েছে সামান্য কিছু পয়সার বিনিময়ে জামাকাপড় রাখা, গায়ে মাখার তেল, কপালে চন্দনের ছাপ দেওয়া ইত্যাদির ব্যবস্থা।
• সবশেষে আমরা দেখতে পাই পুণ্যার্থীরা রাস্তার ধারে দেবদেবীর মাথায় জল ঢালতে ঢালতে বাড়ি ফিরে যান এবং গঙ্গার ঘাট থেকে বাড়িতে ফিরে আসার পথে তারা বাড়ির জন্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র কিনে আনেন। এবং সবশেষে তারা দ্রুত গতিতে বাড়ির দিকে রওনা হন।
উপসংহার, কোনি উপন্যাসে মূলত আমরা হিন্দুদের ধর্মীয় উৎসব, বারুনিতে যে সমস্ত ঘটনাগুলো ঘটে থাকে অথবা বারুণীর দিন যে সমস্ত ঘটনা গুলি ঘটতে দেখা যায়, সেই ঘটনাগুলির প্রায় সমস্ত ঘটনাই আমরা কোনি উপন্যাসের মধ্যে দেখতে পাই।
Tags :