মঙ্গল পান্ডে কে ছিলেন বা মঙ্গল পান্ডে স্মরণীয় হয়ে আছেন কেন?? || দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উওর

0

প্রশ্নঃ মঙ্গল পান্ডে কে ছিলেন বা মঙ্গল পান্ডে স্মরণীয় হয়ে আছেন কেন??

মঙ্গল পান্ডে কে ছিলেন বা মঙ্গল পান্ডে স্মরণীয় হয়ে আছেন কেন?? || দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উওর


উত্তরঃ  ১৮৫৭ খ্রিষ্টাব্দের সিপাহী বিদ্রোজের সঙ্গে জড়িত এক উজ্জ্বল নাম হল মঙ্গল পান্ডে। মঙ্গল পান্ডেই ছিলেন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। ১৮২৭ খ্রিস্টাব্দে ২৭ শে জুলাই উত্তরপ্রদেশের বালিয়া জেলায় জন্মগ্রহণকারী মঙ্গল পান্ডে ছিলেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 34 নং বেঙ্গল আর্মির একজন হিন্দু সিপাহী।। 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের মূল কারণ ছিল হিন্দু এবং মুসলিম সিপাহীদের মধ্যে এন্ডফিল্ড রাইফেলের প্রচলণ। যখন সিপাহিদের মধ্যে এনফিল্ড রাইফেল প্রচলন শুরু করার কথা ওঠে, তখন মঙ্গল পান্ডে এনফিল্ড রাইফেলের ব্যবহার নিয়ে ব্যারাকপুরে সেনাছাউনিতে বিদ্রোহ ঘোষণা করেন।


মঙ্গল পান্ডে 29 শে মার্চ 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ ঘোষনা করেন।। তিনি তার লেফটেন্যান্ট বোগকে আক্রমণ করায় বিচারে ৮ এপ্রিল ১৮৫৭ খ্রিস্টাব্দে মঙ্গল পান্ডেএর ফাঁসি হয়। এবং এভাবেই মঙ্গল পান্ডে মৃত্যুবরণ করে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হন।। মঙ্গল পান্ডের মৃত্যুর পরেই সিপাহী বিদ্রোহের কথা' সর্বত্র ছড়িয়ে পড়ে এবং হিন্দু এবং মুসলিম সিপাহীরা মিলিত ভাবে সিপাহী বিদ্রোহে শুরু করে।।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top