বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে??
উওরঃ জলীয় বাষ্পপূর্ণ আদ্র বায়ু প্রবাহিত হওয়ার সময় যখন তা কোনো পাহাড়ে বা উঁচু জায়গায় জায়গায় বাধা পায়, তখন তা কিছুটা উপরে উঠে যায়।। উপরে ওঠার পর জলীয় বাষ্পপূর্ণ সেই আদ্র বায়ু পর্বতের প্রতিবাত স্থানের প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়।। পর্বতের প্রতিবাত ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটনার সেই বায়ুতে জলীয়বাষ্প থাকে না বললেই চলে।।
পর্বতের প্রতিবাদ ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটানোর পর এরপর যখন ওই প্রায় শুষ্ক বায়ু পাহাড় অতিক্রম করে যখন পাহাড়ের অপর দিকে অনুবাত ঢালে যায়, তখন সে বায়ুতে জলীয়বাষ্প কম থাকে বলে পর্বতের অনুবাত ঢালে বৃষ্টিপাত কম হয়।। পর্বতের অনুবাত ঢালে অবস্থিত বৃষ্টিহীন বিস্তীর্ণ অঞ্চলকেই ' বৃষ্টিচ্ছায় অঞ্চল " বলে।
উদাহরণঃ পশ্চিমঘাট পর্বতশ্রেণীর পূর্বঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চলের সৃষ্টি হয়।।
Tags :