সপ্তম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উওর || WBBSE Class 7 Science Question Answer

0
সপ্তম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন উওর


1- তাপ কী?

উওর : তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহনে বস্তু গরম হয় এবং বর্জন সবচেয়ে বর্জন করলে বস্তু ঠান্ডা হয়ে যায়।

2- সিজিএস পদ্ধতিতে তাপের একক কি?

উত্তর, CGS পদ্ধতিতে তাপের একক হল ক্যালোরি।

3- এস আই পদ্ধতিতে তাপের একক কি?

উওর, এস আই পদ্ধতিতে তাপের একক জুল।

4- তাপ কয় প্রকার এবং কি কি?

উত্তর, তাপ হলো তিন প্রকারের।

যথা- লিনতাপ, বোধগম্য তাপ এবং বিকীর্ণ তাপ।


5-  কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি?

উত্তর, জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি।

6- মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?

উত্তর, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হলো 37 ডিগ্রি সেলসিয়াস।

7-  লীন তাপ কাকে বলে?

উত্তর, যে তাপ গ্রহণে বা বর্জন করলে বস্তুর উষ্ণতার পরিবর্তন না হয়ে  শুধুমাত্র তার অবস্থার পরিবর্তন হয়, তাকে লীনতাপ বলে।

8-  আলো কাকে বলে?

উওর : আলো হচ্ছে এমন এক প্রকার শক্তি যা কোনো কিছুকে দৃশ্যমান হতে সাহায্য করে।

9-  আলোক রশ্মি কাকে বলে?

উত্তর, যেই পথে আলো চলাচল করে সেই পথকেই আলোকরশ্মি বলে।


10- প্রতিফলিত রশ্মি কাকে বলে?উত্তর, প্রতিফলক থেকে প্রতিফলিত হয়েছে আলোক রশ্মি প্রথম মাধ্যমে ফিরে আসে, সেই আলোক রশ্মি প্রতিফলিত রশ্মি বলে।

11-  প্রতিফলন কোণ কাকে বলে?

উত্তর, প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোন উৎপন্ন করে তাকে প্রতিফলন কোণ বলে।

12-  চুম্বক শলাকা কাকে বলে?

উত্তর, চুম্বক সংক্রান্ত নানা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য দুই প্রান্ত ছুচোলো এবং একটি কারাদণ্ডের উপর যুক্ত অবস্থায় রাখা থাকে, তাকে বলা হয় চুম্বক শলাকা।


13- সবচেয়ে ভালো তড়িৎ পরিবাহী পদার্থের নাম কি?

উওর, সবচেয়ে ভালো তড়িৎ পরিবাহী পদার্থের নাম হলো রুপা।

14- কোন অবস্থায় তড়িৎ প্রবাহ ঘটে? উত্তর, যখন পরিবাহীর দুই প্রান্তে স্থায়ী বিভব প্রভেদের সৃষ্টি হয়, তখন তড়িৎ প্রবাহ ঘটে।

15- LED এর পুরো নাম কি?

উওর, Light Emitting Diade

Tags : সপ্তম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উওর | WBBSE Class 7 Science Question Answer 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top