ভারতে নগরায়ণের সমস্যাগুলি আলােচনা করাে। || মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উওর

0

ভারতে নগরায়ণের সমস্যাগুলি আলােচনা করাে। || মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উওর

ভারতে নগরায়ণের সমস্যাগুলি আলােচনা করাে। || মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উওর


নগরায়ণের সমস্যাগুলি আলােচনা করাে।


উত্তরঃ বর্তমানে ভারতের বিভিন্ন কারণে জনসংখ্যা দিনের-পর-দিন দ্রুত হারে জনসংখ্যা বেড়ে চলেছে। ভারতে এত পরিমাণ এবং দ্রুত জনসংখ্যা বৃদ্ধি বিভিন্ন সমস্যার সৃষ্টি করছে। নগরায়নের ক্ষেত্রে ভারতের বিভিন্ন শহরে আর্থসামাজিক ক্ষেত্রে একাধিক গুরুতর সমস্যার সৃষ্টি করেছে।

যেমন-

অপরিকল্পিত নগরায়ণঃ 


অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত ভাবে নগরায়ণের ফলে ঘন ঘন বস্তি গড়ে উঠছে। ফুটপাত দখল করে পরিবহণ ও যাতায়াতের জটিল সমস্যা তৈরি করেছে। অপরিকল্পিত নগরায়ন যেমন  অস্বাস্থ্যকর পরিবেশের জন্ম দেয়, ঠিক তেমনিই অপরিকল্পিত নগরায়ন আরো নানা ধরনের সমস্যা সৃষ্টি করে।

বাসস্থানের সমস্যাঃ দরিদ্র শ্রেণির মানুষের রােজগারের তাগিদে শহরে আগমন, শিক্ষা, স্বাস্থ্য, বিনােদনের জন্য শহরের লােকসংখ্যা বাড়ছে ও বাসস্থানের তীব্র সংকট দেখা দিচ্ছে। বাসস্থানের সংকট হওয়ায় একই স্থানে একসাথে বহু মানুষ  বসবাস করছে।।যার ফলে নানা প্রকার সমস্যা সৃষ্টি হচ্ছে।।

পরিকাঠামাের অভাবঃ 


জলনিকাশি সমস্যা, পানীয় জলের সমস্যা, বিদ্যুতের সমস্যা, শিক্ষা ও স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা, বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা, পরিবেশ ভারসাম্যহীনতা প্রভৃতি নগরায়ণের সমস্যা হয়ে উঠেছে।

কর্মসংস্থানের অভাবঃ শহরে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের অভাব হয়ে পড়েছে।। বর্ধমানে জনসংখ্যা এতো বেশি যে একটি কাজের জন্যই বহুসংখ্যক লোক লাইনে দাঁড়িয়ে পড়েন।। যার ফলে বেশিরভাগ লোকই আজ বেকারত্বের সম্মুখীন হন।।

পরিবেশ দূষণঃ 


জনসংখ্যা যত বাড়বে ততোই পরিবেশের ক্ষতি হবে।। মানুষের সংখ্যা যত বাড়বে, ততোই মানুষ বিভিন্ন ধরনের জিনিসপত্র ব্যবহার করবে এবং মানুষের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে থাকবে যদি মানুষ সচেতেন ভাবে সেই জিনিস গুলো সঠিক জায়গায় ফেলার বা সংগ্রহ করার ব্যবস্থা না করে। এছাড়াও মানুষের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র মানুষের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে বিভিন্ন যানবাহন,এসি, ফ্রিজ ইত্যাদির ব্যবহার বাড়বে। ফলে বায়ু দূষণ,জল দূষণের পরিমাণ দিন দিন বাড়তেই থাকবে।

জল ও বিদ্যুতের সমস্যাঃ 


নগরায়নের ফলে জলের চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে জলের সীমিত ভান্ডারে টান পড়ে যায়। এবং তার ফলে তীব্র জলসংকট তৈরি হয়।। এছাড়াও জনসংখ্যা বৃদ্ধির ফলে বিদ্যুতের চাহিদাও প্রবল পরিমাণে বেড়ে যায়।। ফলে বিদ্যুৎ সরবরাহে টান পড়ায় মাঝে মাঝেই বিদ্যুতের নানা ধরনের সমস্যা দেখা যায়।।

জমির ওপর চাপঃ শহরমুখী জনসংখ্যার চাপ বাসস্থানের সমস্যার সৃষ্টি করে। জনসংখ্যার বাসস্থানের সমস্যা সমাধান করার জন্য প্রতিনিয়ত নতুন নতুন ঘর বাড়ি বা বিল্ডিং গড়ে ওঠে।। এবং এভাবে এর ফলে প্রতিনিয়ত আমাদের জমি ধ্বংস হচ্ছে।।।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top