স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতার বিভিন্ন প্রকার গুলি কি কি? | একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উওর
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় ( wb class 11 political science chapter 4 ) " আইন,স্বাধীনতা সাম্য ও ন্যায় " থেকে যেই প্রশ্নটি তোমাদের সামনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার উওর ( wb class 11 political science question answer ) তোমরা পেয়ে যাবে। প্রশ্নটি হলো " স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতার বিভিন্ন প্রকার গুলি কি কি? বা স্বাধীনতা কত প্রকার ও কী কী? "। আজকে আমরা একাদশ শ্রেণির চতুর্থ অধ্যায় আইন,স্বাধীনতা সাম্য ও ন্যায় থেকে শুধুমাত্র " স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতার বিভিন্ন প্রকার গুলি কি কি? " তার উওর শেয়ার করবো। পরবর্তীতে তোমরা একাদশ শ্রেণির চতুর্থ অধ্যায় সহ অন্যান্য অধ্যায়ের প্রশ্ন উওর ( class 11 political science notes in Bengali ) আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে।
আজকের বিষয় - Contents
• স্বাধীনতা কাকে বলে?
• স্বাধীনতার প্রকারভেদ গুলি কি কি
• বা, স্বাধীনতা কত প্রকার ও কী কী?
• ব্যক্তি স্বাধীনতা কাকে বলে?
• জাতীয় স্বাধীনতা কাকে বলে?
• স্বাভাবিক স্বাধীনতা কাকে বলে?
• সামাজিক স্বাধীনতা কাকে বলে?
• আইনগত স্বাধীনতা কাকে বলে?
• ব্যক্তি স্বাধীনতা বা পৌর স্বাধীনতা কাকে বলে?
• রাজনৈতিক স্বাধীনতা কাকে বলে?
• অর্থনৈতিক স্বাধীনতা কাকে বলে?
• নৈতিক স্বাধীনতা কাকে বলে?
• সাম্প্রদায়িক স্বাধীনতা কাকে বলে?
• স্বাধীনতা কাকে বলে?
• স্বাধীনতার প্রকারভেদ গুলি কি কি
• বা, স্বাধীনতা কত প্রকার ও কী কী?
• ব্যক্তি স্বাধীনতা কাকে বলে?
• জাতীয় স্বাধীনতা কাকে বলে?
• স্বাভাবিক স্বাধীনতা কাকে বলে?
• সামাজিক স্বাধীনতা কাকে বলে?
• আইনগত স্বাধীনতা কাকে বলে?
• ব্যক্তি স্বাধীনতা বা পৌর স্বাধীনতা কাকে বলে?
• রাজনৈতিক স্বাধীনতা কাকে বলে?
• অর্থনৈতিক স্বাধীনতা কাকে বলে?
• নৈতিক স্বাধীনতা কাকে বলে?
• সাম্প্রদায়িক স্বাধীনতা কাকে বলে?
স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতার বিভিন্ন প্রকার গুলি কি কি? | একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উওর
স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ হলো লিবার্টি। লাতিন শব্দ লাইবার থেকে থেকে লিবার্টি কথাটি এসেছে। সাধারণভাবে স্বাধীনতা বলতে, অনিয়ন্ত্রিতভাবে যা খুশি তাই করার অধিকার কে বোঝায়। কিন্তু তাই বলে সভ্য সমাজে অবাধ স্বাধীনতা বলে কোনো কিছু থাকতে পারে না। খুব সাধারণভাবে, স্বাধীনতা বলতে বোঝায় অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে বাঁধাবিহীন ভাবে নিজের কাজ করার অধিকার।
• অধ্যাপক ল্যাস্কির মতে, স্বাধীনতা বলতে এমন একটি বিশেষ পরিবেশের সযত্ন সংরক্ষণকে বোঝায়,যেখানে মানুষ তার ব্যক্তিসত্তাকে পরিপূর্ণভাবে বিকাশ করার সুযোগ পায়।
স্বাধীনতার বিভিন্ন প্রকার গুলি কি কি? বা স্বাধীনতা কত প্রকার ও কী কী?
বিভিন্ন সময়ে রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে স্বাধীনতা শব্দটি কি বিষয় বিশ্লেষণ করার মাধ্যমে প্রধানত 7 রকমের স্বাধীনতার কথা উল্লেখ করেছেন। যেমন -
ব্যক্তিগত স্বাধীনতা কাকে বলে?
◆ ব্যক্তিগত স্বাধীনতা : এথেন্সবাসীরা ব্যক্তিগত স্বাধীনতা বলতে,ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ জন্য বাহ্যিক আচার আচরণের ওপর সরকারি নিয়ন্ত্রণহীনতাকে বোঝাত।
অর্থাৎ,ব্যক্তির ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্যের উপর কোনো রকম নিয়ন্ত্রণ থাকবে না।
জাতীয় স্বাধীনতা কাকে বলে?
◆ জাতীয় স্বাধীনতা : খুব সংক্ষেপে জাতীয় স্বাধীনতা বলতে বোঝায়,যখন কোনো একটি দেশ সম্পূর্ণভাবে বহিঃশক্তির নিয়ন্ত্রণমুক্ত থাকে বা স্বাধীন হয়,তখন সেই দেশের নাগরিকরা জাতীয় স্বাধীনতা লাভ করে। যেমন 1947 সালের 15 ই আগস্ট এর পর ভারতের জনগণ জাতীয় স্বাধীনতা লাভ করেছে।
স্বাভাবিক স্বাধীনতা কাকে বলে?
◆ স্বাভাবিক স্বাধীনতা : রুশোর মতে স্বাভাবিক স্বাধীনতা হলো বর্তমানে মানুষ জন্মগ্রহণ করার পরেই সে স্বাধীন। কিন্তু মূলে আজ সবাই সর্বত্রই শৃংখলাবদ্ধ। আগে যখন রাষ্ট্র সৃষ্টি হয়নি,তখন সমাজে যে স্বাধীনতা বিরাজ করতো,তাই হল স্বাভাবিক স্বাধীনতা।
সামাজিক স্বাধীনতা কাকে বলে?
◆ সামাজিক স্বাধীনতা : সামাজিক স্বাধীনতা বলতে বোঝায়,বিভিন্ন সামাজিক রীতিনীতি,প্রথা, আচার-আচরণ ইত্যাদির জন্য যে সমস্ত স্বাধীনতা সংরক্ষণ করা হয়,তাকেই সামাজিক স্বাধীনতা বলে। তবে অনেক সময় সামাজিক প্রথা, রীতিনীতি ইত্যাদির মাধ্যমে যে সমস্ত স্বাধীনতা সংরক্ষণ করার কথা বলা হয়,তা সবসময় সমর্থনযোগ্য নয় বা মেনে নেওয়া যায় না। যেমন 1829 এর আগে হিন্দু সমাজে প্রচলিত সতীদাহ প্রথা - এটা সামাজিক স্বাধীনতা হিসেবে কখনোই মেনে নেওয়া যায় না।
আইনসংগত স্বাধীনতা কাকে বলে?
◆ আইনসংগত স্বাধীনতা : আধুনিক রাষ্ট্রে নাগরিকরা যে ধরনের স্বাধীনতা ভোগ করে, তাকে আইন সঙ্গত স্বাধীনতা বলে।। এই ধরনের স্বাধীনতার পেছনে আইন এবং সংবিধানের অনুমোদন থাকে।
আইনগত স্বাধীনতা তিন প্রকারের। যথা -
• ব্যক্তিগত ও পৌর স্বাধীনতা
• রাজনৈতিক স্বাধীনতা
• অর্থনৈতিক স্বাধীনতা
ব্যক্তি স্বাধীনতা বা পৌর স্বাধীনতা
কাকে বলে?
◆ ব্যক্তিস্বাধীনতা বা পৌর স্বাধীনতা বলতে সেসব অধিকার ভোগ করাকে বোঝায়, যার দ্বারা মানুষ তার ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ করতে সক্ষম হয়। এসব স্বাধীনতার মধ্যে মানুষের চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা, বিভিন্ন সভা ও সমিতি গঠন করা এবং তাতে যোগ দেওয়া স্বাধীনতা, ব্যক্তিগত সম্পত্তি স্বাধীনতা, তার ধর্মীয় স্বাধীনতা,পরিবার গঠনের স্বাধীনতা, চুক্তি সম্পাদনের স্বাধীনতা প্রভৃতি রয়েছে। এসব স্বাধীনতা রাষ্ট্রকর্তৃক যথাযথভাবে স্বীকৃত এবং সংরক্ষিত হয়।
রাজনৈতিক স্বাধীনতা কাকে বলে?
◆ রাজনৈতিক স্বাধীনতা: রাজনৈতিক স্বাধীনতা বলতে পরোক্ষভাবে সরকার গঠনে অংশগ্রহণ এবং সরকারকে নিয়ন্ত্রণ করার অধিকারকে বোঝায়। অর্থাৎ এরুপ স্বাধীনতার মাধ্যমে ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ, নির্বাচনে প্রতিনিধি হিসাবে দাড়ানো এবং নিরপেক্ষভাবে সরকারের কাজ-কর্মের সমালোচনা করার অধিকার লাভ করে।
অর্থনৈতিক স্বাধীনতা কাকে বলে -
◆ অর্থনৈতিক স্বাধীনতা : অর্থনৈতিক স্বাধীনতা বলতে অভাব-অনটনে ও দারিদ্র্যের হাত থেকে মুক্তি পাওয়ার স্বাধীনতাকে বোঝায়। এর মাধ্যমে যোগ্যতা এবং সামর্থ্য অনুযায়ী কর্মে নিযুক্ত হওয়া,বেকার ও বার্ধক্য ভাতা পাওয়ার অধিকার,রুগ্ন অক্ষম অবস্থায় রাষ্ট্র কর্তৃক প্রতিপালিত হওয়ার অধিকার,উপযুক্ত পারিশ্রমিক লাভের অধিকার প্রভৃতি লাভ করা যায়।
◆ এছাড়াও প্রাচীনকালের সম্প্রদায়গত স্বাধীনতা এবং নৈতিক স্বাধীনতা ছিল।
প্রাচীন গ্রিসের জনগণ ব্যক্তিগত জীবনের নিয়ন্ত্রণ থেকে মুক্তি পেতে তারা নিজেদের সম্প্রদায়ের মাধ্যমে নিজেরা নিয়ন্ত্রিত হতে চাইতেন। যাকে সম্প্রদায়গত স্বাধীনতা বলা হতো।
◆ ব্যক্তি তাঁর নিজের নীতিবোধ এবং নৈতিক চেতনার ক্ষেত্রে যে স্বাধীনতা ভোগ করে,তাকে নৈতিক স্বাধীনতা বলে।
আরও পড়ুন👇
আশাকরি যে, আজকের এই একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় আইন, স্বাধীনতা,সাম্য ও ন্যায় " এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন " স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতার বিভিন্ন প্রকার গুলি কি কি? বা স্বাধীনতা কত প্রকার ও কী কী? " তার উওর পেয়ে গেছো। যদি এই পোস্টটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্ট গুলো পড়ে দেখো।
Tags :