প্রাচীন ভারতে নারীদের সামাজিক অবস্থান সম্পর্কে আলোচনা | একাদশ শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায় ( Class 11 history chapter 6 questions and answers in bengali ) সমাজের ঘটনা প্রবাহ অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ( Class 11 history chapter 6 questions and answers ) দেবো। এবং সেইসঙ্গে একাদশ শ্রেণীর ইতিহাস বড় প্রশ্ন উত্তর হিসাবে একাদশ শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায়( Class 11 history questions answers chapter 6 ) একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন " প্রাচীন ভারতে নারীদের সামাজিক অবস্থান সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নের উওর একাদশ শ্রেণির ইতিহাস নোট হিসাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো।
প্রাচীন ভারতে নারীদের সামাজিক অবস্থান সম্পর্কে আলোচনা | একাদশ শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর
ভূমিকা :
বর্তমানে অন্যান্য দেশের মতোই ভারতীয় সমাজেও নারীদের যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ সমাজে বতর্মান সমাজে নারী পুরুষের সমান অধিকার রয়েছে। কিন্তু প্রাচীন ভারতে নারীদের অধিকার কেমন ছিল,, তবে প্রাচীনকালের যুগ বিভাগ করে, সেই সমস্ত যুগ সম্পর্কে কিছু আলোচনা করার মাধ্যমে - প্রাচীন ভারতে নারীদের সামাজিক অবস্থান সম্পর্কে ধারণা লাভ করতে পারি।
যেমন -
Read More👇
What Is Car Insurance? Best Car Insurance Plan & Companies সম্পর্কে জানতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন।
What Is Car Insurance | Types Of Car Insurance | Best Car Insurance Plan For You
• ঋক বৈদিক যুগে নারীদের অবস্থান কেমন ছিল
◆ ঋকবৈদিক যুগ :
• ঋক বৈদিক যুগে সমাজে নারীদের অবস্থা যথেষ্ট ভালো ছিল। সে সময়কার বেশিরভাগ পরিবার পুত্র সন্তান চাইলেও, সমাজে যে নারীরা অবহেলিত হতো, তা কিন্তু নয়। ঋক বৈদিক যুগে সমাজে নারীদের বেশকিছু অধিকার ছিল। যেমন -
• বৈদিক যুগে নারীদের উচ্চ শিক্ষা লাভের সুযোগ ছিল।
• ঋক বৈদিক যুগে নারীদের সেই সামাজিক অধিকার ছিল যে - কোনো নারীর স্বামীর মৃত্যুর পর,সেই নারীর তার স্বামীর সম্পত্তির উপরে তার অধিকার থাকবে। এছাড়াও পৈতৃক সম্পত্তিতেও তার কিছু অধিকার থাকবে।
• সেই সময়কার উচ্চবিত্ত ঘরের মেয়েরা বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারতেন।
• এছাড়াও যদি কোনো নারীর নিঃসন্তান হতো,তাহলে তার স্বামীর মৃত্যুর পর তাঁর দেওরকে বিয়ে করার অধিকার তার ছিল।
• ঋক বৈদিক যুগে নারীদের বেদ পাঠ, বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের অধিকার ছিল।
• পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থান কেমন ছিল-
◆ পরবর্তী বৈদিক যুগে : ঋক বৈদিক যুগে সমাজে নারীদের অধিকার যতোটা বেশি ছিল, পরবর্তী বৈদিক যুগে নারীদের অধিকার অনেকটাই কমে গিয়েছিল। যেমন -
• ঋক বৈদিক যুগে নারীদের পৈত্রিক সম্পত্তি এবং স্বামীর সম্পত্তির ওপর অধিকার ছিল। কিন্তু পরবর্তী বৈদিক যুগে নারীদের পৈত্রিক সম্পত্তি এবং স্বামীর সম্পত্তির উপর তাদের কোনো অধিকার ছিল না।
• পরবর্তী বৈদিক যুগে নারীদের শিক্ষার ক্ষেত্রেও সামাজিক অধিকার অনেকটাই কমে যায়। পরবর্তী বৈদিক যুগে নারীরা বিভিন্ন ধর্মগ্রন্থ এবং বেদ পাঠের অধিকার হারায়।
• পরবর্তী বৈদিক যুগে নারীদের সামাজিক অধিকার যে কমে যায়, বা নারীদের যে গুরুত্বহীন ভাবা হতো - তার কিছু প্রমান হল,- পরবর্তী বৈদিক যুগে বাল্যবিবাহ, বহু বিবাহ,পণপ্রথার মত কিছু ভয়ঙ্কর কুপ্রথা খুবই তীব্রভাবে দেখা যেত।
• মৌর্য যুগে নারীদের অবস্থান কেমন ছিল-
◆ মৌর্য যুগে : মৌর্য যুগের সমাজে নারীদের কিছু অধিকার ফিরে আসে। অর্থাৎ মৌর্য যুগে- পরবর্তী বৈদিক যুগের তুলনায় কিছুটা সামাজিক অধিকার বৃদ্ধি পায়। যেমন -
• মৌর্য যুগে উচ্চবিত্ত পরিবারের নারীরা উচ্চশিক্ষা লাভের সুযোগ পেত।
• মৌর্য যুগে নারীদের পৈত্রিক সম্পত্তি ও স্বামীর সম্পত্তির উপর অধিকার ছিল।
• মৌর্য যুগের নারীদের গৃহকর্মের সঙ্গে সঙ্গে স্বামীর সাথে মিলে বিভিন্ন ধর্ম যজ্ঞে অংশগ্রহণ করার সুযোগও ছিল।
• মৌর্য পরবর্তী যুগে নারীদের অবস্থান কেমন ছিল-
◆ মৌর্য পরবর্তী যুগে : মৌর্য যুগের মতোই মৌর্য পরবর্তী যুগে নারীদের সামাজিক অধিকার মোটামুটি ভাবে ভালোই ছিল। যেমন -
• মৌর্য পরবর্তী যুগে নারীদের শিক্ষালাভের অধিকার ছিল।
• সমাজে বহু বিবাহ,বাল্য বিবাহের মতো ইত্যাদি প্রথা অনেকটাই কমে গিয়েছিল। ফলে নারীদের গুরুত্ব কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছিল।
• মৌর্য পরবর্তী যুগে সাধারণ নারীদের খুবই সাধারণ ভাবে তাদের গ্রাহস্থ্য জীবনের কাজ করতে হতো।
• গুপ্ত যুগে নারীর অবস্থান -
◆ গুপ্ত যুগে : গুপ্ত যুগে নারীদের সামাজিক অধিকার বা মর্যাদা কিছু অংশে কম এবং কিছু ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছিল। যেমন -
• গুপ্ত যুগে নারীদের শিক্ষার অধিকারের ক্ষেত্রে কোন রকম পরিবর্তন আসেনি।
• যুগের নারীরা বিবাহের ক্ষেত্রে এক বিশেষ অধিকার পেয়েছিলেন। উচ্চবিত্ত ঘরের মেয়েরা বিয়ের ক্ষেত্রে নিজের পছন্দের স্বামী নির্বাচন করার অধিকার লাভ করেছিলেন।
• কিন্তু গুপ্ত যুগে নারীদের সামাজিক অবনমন ঘটে। ফলে গুপ্ত যুগে দেবদাসীর সংখ্যা বৃদ্ধি পেয়েছিল।
উপসংহার : উপরোক্ত আলোচনা থেকে বুঝতে পারা যায় যে - প্রাচীন ভারতে বিভিন্ন যুগে, কখনও সমাজে নারীদের অধিকার বা মর্যাদা বৃদ্ধি পেয়েছিল আবার কোনো কোনো যুগের ক্ষেত্রে বিভিন্ন কারণে সমাজে নারীদের অধিকার অনেকটাই কমে গিয়েছিল। এবং এভাবে প্রাচীন যুগ থেকে বর্তমান কাল পর্যন্ত সমাজে নারীদের সামাজিক অধিকার কখনো বেড়েছে আবার কখনো কমে গিয়েছে। এবং এভাবে চলতে চলতেই বর্তমান ভারতীয় সমাজে নারীদের অধিকার যথেষ্ট বৃদ্ধি পেয়েছে।
Tags :