সামন্ততন্ত্র বলতে কি বোঝ? ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণ গুলি আলোচনা করো | একাদশ শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় বড় প্রশ্ন উওর
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় ( Class 11 history chapter questions and answers in bengali ) অর্থনীতির বিভিন্ন দিক অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ( Class 11 history chapter 4 questions and answers ) দেবো। এবং সেইসঙ্গে একাদশ শ্রেণীর ইতিহাস বড় প্রশ্ন উত্তর হিসাবে একাদশ শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়( Class 11 history questions answers chapter 4 ) একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন " সামন্ততন্ত্র বলতে কি বোঝ? ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণ " এই প্রশ্নের উওর একাদশ শ্রেণির ইতিহাস নোট হিসাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো।
সামন্ততন্ত্র বলতে কি বোঝ? ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণ গুলি আলোচনা করো।
উওর :
ভূমিকা : সাধারণত সামন্ততন্ত্র বলতে বোঝায় সেই শাষন ব্যবস্থাকে,যা কোন কেন্দ্রীয় শাসনের অভ্যন্তরে থেকে স্থানীয়ভাবে কোনো স্থানীয় এলাকায় শাসন পরিচালনা করে। এবং যারা এরকম ভাবে নিজ নিজ এলাকায় শাসন পরিচালনা করতেন,তাদের বলা হতো সামন্ত প্রভু। খ্রিষ্টীয় একাদশ থেকে দ্বাদশ শতকের মধ্যে ইউরোপে সামন্ততন্ত্রের ব্যাপক প্রসার ঘটেছিল। কিন্তু নানা কারণে খ্রিষ্টীয় চতুর্দশ শতকে ইউরোপে সামন্ততন্ত্রের পতন হতে শুরু করে। ইউরোপে সামন্ততন্ত্রের পতন এর পেছনে কিছু কারণ ছিল।যেমন-
◆ ইউরোপে সামন্ততন্ত্র পতনের কারণ :
◆ মহামারী : চতুর্দশ থেকে পঞ্চদশ শতকের ইউরোপের প্লেগ প্রকোপ দেখা যায়। এই প্লেগ এর ফলে ইউরোপে একসময় প্রচুর জনসংখ্যা হ্রাস ঘটে। যার ফলে জমির তুলনায় মানুষের জনসংখ্যা অনেক কমে যায়। ফলে সামন্তপ্রভুদের জমিতে কাজ করার মতো যথেষ্ট কৃষক ছিল না। যার ফলে সামন্ত প্রভুরা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং এভাবে আস্তে আস্তে সামন্ততন্ত্রের পতন হয়।
◆ ভূমিদাস বিদ্রোহ : সামন্ততন্ত্রের পতন এর আরো একটি মূল কারণ ছিল সেই সময়কার বিভিন্ন ভূমিদাস বিদ্রোহ। বিভিন্ন ভূমি দাসদের বিদ্রোহে সামন্ত প্রভুরা আর্থিক দিক থেকে এবং মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন।
◆ কৃষক বিদ্রোহ : সামন্ত প্রভু বা সামন্ততন্ত্রের মূল চালিকা শক্তি ছিল কৃষক শ্রেণী। কিন্তু এই কৃষক শ্রেণীর বিভিন্ন ধরনের কর, খাজনা. সামন্ত প্রভুদের জমিতে বেগার শ্রম দেওয়া ইত্যাদিএ জর্জরিত হয়ে হয়ে পড়েছিল। যার ফলে এই সমস্ত কিছুগে ক্ষুব্ধ হয়ে কৃষকরা বারবার সামন্ততন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়েছিল।
◆ বাণিজ্যের প্রসার : মধ্যযুগে বাণিজ্যের প্রসার ঘটতে থাকলে ইউরোপের কৃষকরা ম্যানর হাউসer কাজ গুলি ছেড়ে দিয়ে তারা বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্রে শ্রমিক হিসেবে কাজ করতে শুরু করে. যার ফলে সামন্ত প্রভুর হয়ে কাজ করার মতো যথেষ্ট লোকের অভাব হয়ে পড়ে। ফলে সামন্তপ্রভুদের বিভিন্ন ধরনের আর্থিক ক্ষতি হতে শুরু করে।
◆ বাণিজ্য পণ্যের চাহিদা : বিভিন্ন অধ্যাপকের মতে ইউরোপে দশম শতকে বাণিজ্য এবং রপ্তানি পণ্যের চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল। কিন্তু এই চাহিদা মেটানোর জন্য ম্যানর হাউস গুলিতে সেরকম কোনো পরিকল্পনা অথবা বাণিজ্য পণ্য উপাদানের সঠিক সুযোগ তখন ম্যানর হাউস গুলির ছিল না।
উপসংহার: উপরিউক্ত কারণ গুলি ছাড়াও আরও নানা কারণে পশ্চিম ইউরােপে সামন্ততন্ত্রের অবক্ষয় ও পতন শুরু হয়।
Tags :