দ্বাদশ শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর || উচ্চমাধ্যমিক বাংলা ভারতবর্ষ গল্পের MCQ প্রশ্ন উত্তর

0

 

দ্বাদশ শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর || উচ্চমাধ্যমিক বাংলা ভারতবর্ষ গল্পের MCQ প্রশ্ন উত্তর

আজকের এই ব্লগের মাধ্যমে আমরা উচ্চমাধ্যমিক বাংলা তৃতীয় অধ্যায় বা দ্বাদশ শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায়  ভারতবর্ষ গল্প থেকে 16 টি MCQ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করব। পরবর্তীকালে এই অধ্যায়ের বাকি প্রশ্ন উত্তর গুলো তোমরা আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে।


দ্বাদশ শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর || উচ্চমাধ্যমিক বাংলা ভারতবর্ষ গল্পের MCQ প্রশ্ন উত্তর


উচ্চমাধ্যমিক বাংলা MCQ Questions Answers
অধ্যায় তৃতীয়
চ্যাপ্টার                                                          ভারতবর্ষ
পর্ব প্রথম
প্রশ্ন উওর ১৬ টি


১.১৮ বুড়িকে যারা নদীর জলে ফেলে দিয়ে এসেছিল,তারা ছিল—

(ক) মুসলমান

(খ) খ্রিস্টান

(গ) হিন্দু

(ঘ) বৌদ্ধ

উওর : গ


১.১৯ রাঢ়বাংলার শীতে ধারালো বৃষ্টিপাতকে ছোটো লোকেরা বলে

(ক) পউষে বাদলা

(খ) ফাঁপি

(ঘ) ডাত্তর

(গ) ধারাবর্ষণ

উওর : ঘ


১.২০ “নির্ঘাত মরে গেছে বুড়িটা”—কথাটি বলেছিল—

(ক) ফজলু 

(খ) জগা 

(গ) নকড়ি 

(ঘ) করিম 

উওর : খ


১.২১ বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে বলে—

(ক) ডাওর

(খ) পউষে বাদলা

(গ) ফাঁপি 

(ঘ) ঝড়বৃষ্টি 

উওর : গ 


১.২২ “পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে, সেখানেই গড়ে উঠেছে”–

(ক) একটি চায়ের দোকান 

(খ) একটি শনি মন্দির

(গ) একটি মিষ্টির দোকান 

(ঘ) একটি ছোট্ট বাজার 

উওর : ক


১.২৩ মরার আগে অনেকে বুড়িকে বিড়বিড় করে কী বলতে শুনেছিল?

(ক) আল্লা রসুল

(গ) আল্লাহ্ আকবর

(খ) আল্লা বিসমিল্লা

(ঘ) আল্লা আল্লাহ

উওর : খ


১.২৪ বুড়িকে 'হরিবোল' বলতে স্পষ্ট শুনেছে—

(ক) নকড়ি নাপিত

(খ) ভট্‌চাজমশাই

(গ) ফজলু শেখ

(ঘ) নিবারণ বাগদি

উওর : ক


১.২৫ করিম ফরাজি একসময় ছিল—

(ক) দাগি ডাকাত

(খ) পেশাদার লাঠিয়াল

(গ) পেশাদার কুস্তিগীর

(ঘ) দাগি শয়তান

উওর : খ


১.২৬ ফজরের নমাজ কখন হয়?

(ক) ভোরে 

(খ) দুপুরে

(গ) সন্ধ্যায় 

(ঘ) বিকেলে

উওর : ক


১.২৭ ডাকের বচন অনুযায়ী বুধে বাদলা লাগলে তার স্থায়িত্ব থাকে— 

(ক) চার দিন

(খ) পাঁচ দিন

(গ) তিন দিন

(ঘ) সাত দিন

উওর : গ


১.২৮ “বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হল”-চৌকিদার কী পরামর্শ দিয়েছিল?

(ক) দোকান বন্ধ করতে

(খ) দাঙ্গা থামাতে 

(গ) বুড়িকে নদীতে ফেলে আসতে

(ঘ) বুড়ির সেবা করতে

উওর : গ


১.২৯ “আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলুম।”–কে শহরে গিয়েছিল?

(ক) ফজলু দেখ 

(খ) করিম ফরাজি

(গ) নিবারণ বাগদি

(ঘ) ভট্টচার্জ মশাই

উওর : ঘ


১.৩০ চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল— 

(ক) গরম চায়ের

(খ) রোদ ঝলমল একটা দিনের

(গ) নীল উর্দিপরা চৌকিদারের 

(ঘ) শহরে যাওয়ার বাসে

উওর : খ


১.৩১ থুথুড়ে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো [H5 2019]

(ক) চিটচিটে তুলোর কম্বল 

(খ) ছেঁড়া কাপড় 

(গ) নোংরা চাদর 

(ঘ) দামি শাল

উওর : ক


১.৩২ “এক সময় দাগি ডাকাত ছিল”–কে? [HS 2020]

(ক) করিম ফরাজি

(খ) মোল্লা সাহেব 

(গ) ভট্টচাজমশাই

(ঘ) নিবারণ বাগদি

উওর : ক


১.৩৩ ভারতবর্ষ গল্পে 'জেহাদ'

ঘোষণা করেছিল— [HS 201 

(ক) করিম ফরাজি

(খ) মোল্লা সাহেব

(গ) ফজলু শেখ

(ঘ) আকবর মিঞা

উওর : ক


Tags : দ্বাদশ শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর | ভারতবর্ষ গল্পের MCQ প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক বাংলা তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top