আজকের এই ব্লকের মাধ্যমে আমরা উচ্চমাধ্যমিক রাষ্ট্র বিজ্ঞান অষ্টম অধ্যায় বা দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান অষ্টম অধ্যায় ভারতের আইন বিভাগ অধ্যায় থেকে 15 টি MCQ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করব। পরবর্তীকালে এই অধ্যায়ের বাকি প্রশ্ন উত্তর গুলো তোমরা আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে।
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান | MCQ Questions Answers |
---|---|
অধ্যায় | অষ্টম |
চ্যাপ্টার | ভারতের আইন বিভাগ |
পর্ব | প্রথম |
প্রশ্ন উওর | ১৫ টি |
দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান ভারতের আইন বিভাগ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর
1. পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন—[HS 2019]
(a) প্রধানমন্ত্রী
(b) উপরাষ্ট্রপতি
(c) স্পিকার
(d) রাজ্যপাল
ans : c
2. রাজ্যসভায় সভাপতিত্ব করেন—[HS 2019]
(a) রাষ্ট্রপতি
(b) উপরাষ্ট্রপতি
(c) স্পিকার
(d) প্রধানমন্ত্রী
Ans : b
3. অর্থবিল প্রথম উপস্থিত হয় – (HS 2017, 2019]
(a) লোকসভায়
(b) রাজ্যসভায়
(c) বিধান পরিষদে
(d) সুপ্রিমকোর্টে
Ans : a
4. রাজ্যসভার সর্বাধিক সদস্যসংখ্যা হল[HS 2018]
(a) 530
(b) 250
(c) 552
(d) 130
Ans : b
5. রাজ্য আইনসভার উচ্চকক্ষ হল— [HS 2018 ]
(a) বিধানসভা
(b) বিধান পরিষদ
(c) লোকসভা
(d) রাজ্যসভা
Ans : b
6. পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা হল- [HS 2017]
(a) 294
(b) 180
(c) 160
(d) 295
Ans : a
7. রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হতে পারেন?[HS 2016]
(a) 2 জন
(b) 3 জন
(c) 4 জন
(d) 5 জন
Ans : a
8. রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা হল -[HS 2015]
(a) 4 বছর
(b) 5 বছর
(c) 6 বছর
(d) 7 বছর
Ans : c
9. লোকসভার সর্বাধিক সদস্যসংখ্যা হল- [HS 2015]
(a) 530
(b) 550
(c) 545
(d) 552
Ans : d
10. লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স- (a) 24
(b)25
(c) 26
(d) 27
Ans : b
11. লোকসভার সদস্যদের সাধারণ
কার্যকালের মেয়াদ-
(a) 4 বছর
(b) 5 বছর
(c) 6 বছর
(d) 7 বছর
Ans : b
12. লোকসভার অধিবেশন আহ্বান করেন- (a) রাষ্ট্রপতি
(b) রাজপাল
(c) প্রধানমন্ত্রী
(d) মুখ্যমন্ত্রী
Ans : a
13. পশ্চিমবঙ্গের আইনসভা—
(a) এককক্ষবিশিষ্ট
(b) দ্বিকক্ষবিশিষ্ট
(c) বহুকক্ষবিশিষ্ট
(d) কোনোটিই নয়
Ans : a
14. রাজ্য আইনসভার নিম্নকক্ষকে বলা হয়—
(a) লোকসভা
(b) রাজ্যসভা
(c) বিধানসভা
(d) বিধানপরিষদ
Ans : c
15. লোকসভায় নির্ণায়ক ভোট প্রদান করার অধীকারী-
(a) রাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী
(c) উপরাষ্ট্রপতি
(d) অধ্যক্ষ বা স্পিকার
Ans : d
Thank You!