আজকের এই ব্লগের মাধ্যমে আমরা উচ্চমাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় বা দ্বাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় সাম্রাজ্যবাদী শাসনের প্রতিক্রিয়া থেকে 16 টি MCQ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করব। পরবর্তীকালে উচ্চমাধ্যমিক ইতিহাস সাম্রাজ্যবাদী শাসনের প্রতিক্রিয়া অধ্যায়ের বাকি প্রশ্ন উত্তর গুলো তোমরা আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে।
দ্বাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উওর || সাম্রাজ্যবাদী শাসনের প্রতিক্রিয়া অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর
উচ্চমাধ্যমিক ইতিহাস | MCQ Questions Answers |
---|---|
অধ্যায় | চতুর্থ |
চ্যাপ্টার | সাম্রাজ্যবাদী শাসনের প্রতিক্রিয়া |
পর্ব | প্রথম |
প্রশ্ন উওর | ১৬ টি |
দ্বাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উওর || সাম্রাজ্যবাদী শাসনের প্রতিক্রিয়া অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর
1. প্রথম বাংলা সংবাদপত্র হল—
(a) সমাচার দর্পণ
(b) বন্দেমাতরম
(c) হিন্দু প্যাট্রিয়ট
(d) দিগদর্শন
Ans : d
2. শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য সরকার নিয়োগ করে-
(a) সিডিশন কমিশন
(b) হুইটলি কমিশন
(c) সাইমন কমিশন
(b) হান্টার কমিশন
Ans : c
3. ‘ব্রয়ানন্দ' উপাধিতে ভূষিত হন—
(a) নবগোপাল মিত্র
(b) রাজনারায়ণ বসু
(c) কেশবচন্দ্র সেন
(d) দেবেন্দ্রনাথ ঠাকুর
Ans : c
4. ‘দক্ষিণ ভারতের বিদ্যাসাগর' বলা হয়— [HS 2017]
(a) জ্যোতিবা ফুলেকে
(b) বীরসালিঙ্গমকে
(c) শ্রীনারায়ণ গুরুকে
(d) রমাবাইকে
Ans : b
5. ‘মুসলিম সমাজের রামমোহন' বলা হয়— (a) মোহম্মদ আলি জিন্নাহকে
(b) তিতুমিরকে
(c) সৈয়দ আহমেদ খানকে
(d) দোস্ত মোহম্মদকে
Ans : c
6. ড. আম্বেদকর জন্মগ্রহণ করেন—
(a) পুলাইয়া সম্প্রদায়ে
(b) তিনদাল সম্প্রদায়ে
(c) মাহার সম্প্রদায়ে
(d) ইঝোবা সম্প্রদাে
Answer : c
7. কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়—
(a) 1792 খ্রিস্টাব্দে
(b) 1835 খ্রিস্টাব্দে
(c) 1847 খ্রিস্টাব্দে
(d) 1857 খ্রিস্টাব্দে
Answer : b
৪. সত্যার্থ প্রকাশ গ্রন্থটি রচনা করেন-
(a) আত্মারাম পান্ডুরতা
(b) জ্যোতিবা ফুলে
(c) দয়ানন্দ সরস্বতী
(d) বীরসালিম
Answer : b
9. সত্যশোধক সভা প্রতিষ্ঠা করেন—[HS 2018 ]
(a) দয়ানন্দ সরস্বতী
(b) শ্রীনারায়ণ গুরু
(c) জ্যোতিবা ফুলে
(d) আত্মারাম পান্ডুরা
Answer : c
10. “এক জাতি, এক ধর্ম এবং এক ঈশ্বর”-এর আদর্শ প্রচার করেন—
(a) স্বামী বিবেকানন্দ
(b) দয়ানন্দ সরস্বতী
(c) শ্রীরামদের
(d) শ্রীনারায়ণ গুরু
Answer : d
11. সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক ছিলেন—
(a) ডাঙ্গে
(b) মুজাফ্ফর আহমেদ
(c) সিঙ্গারাভেলু চেটিয়া
(d) পি সি জোশি।
Answer : a
12. বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলেছেন -
(a) অশোক মিত্র
(b) অশোক সরকার
(c) সুপ্রকাশ রায়
(d) সুপ্রকাশ দত্ত
13. 'লোকহিতবাদী' নামে পরিচিত ছিলেন—
(a) আত্মারাম পাণ্ডুরতা
(b) গোপালহরি দেশমুখ
(c) জ্যোতিবা ফুলে
(d) দয়ানন্দ সরস্বতী
Answer : b
14. রামমোহন রায়কে 'রাজা' উপাধি দেন— [HS 2016
(a) লর্ড মিন্টো
(b) দ্বিতীয় বাহাদুর শাহ
(c) গান্ধিজি
(d) দ্বিতীয় আকবর
Answer : d
16. গান্ধি প্রবর্তিত হরিজন-এর অর্থ—
(a) অস্পৃশ্য
(b) নিপীড়িত
(c) ঈশ্বরের সন্তান
(d) তপশিলি জাতি
Answer : c
Tags : দ্বাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উওর | সাম্রাজ্যবাদী শাসনের প্রতিক্রিয়া অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের MCQ প্রশ্ন উওর | Class 12 History MCQ Questions Answers