আজকের এই ব্লগের মাধ্যমে আমরা দশম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় বা মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ২৬ টি MCQ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো। পরবর্তীকালে মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগের বাকি গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর শেয়ার করা হবে।।
আজকের বিষয় |
ইতিহাস প্রশ্ন উওর |
শ্রেণি |
দশম |
বিষয় |
ইতিহাস |
অধ্যায় |
পঞ্চম |
প্রশ্নের সংখ্যা |
২৫+ |
পর্ব |
প্রথম |
বিকল্প চিন্তা ও উদ্যোগ অধ্যায় MCQ || দশম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর
সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
1- পৃথিবীর প্রাচীনতম গ্রন্থটি যেখানে মুদ্রিত হয়—
(ক) চিন
(খ) আরবে
(গ) জার্মানি
(ঘ) মেক্সিকো
উওর : (ক) চিন
2- পৃথিবীর প্রাচীনতম মুদ্রিত গ্রন্থটির নাম কী?
(ক) হীরক সূত্র
(খ) হীরক দ্যুতি
(গ) হীরক জ্যোতি
(ঘ) হীরক দীপ্তি
উওর : (ক) হীরক সূত্র
3- পৃথিবীর প্রাচীনতম গ্রন্থটি কবে প্রকাশিত হয়?
(ক) ৮০০ খ্রিস্টাব্দে
(খ) ৮১০ খ্রিস্টাব্দে
(গ) ৮৪৮ খ্রিস্টাব্দে
(ঘ) ৮৬৮ খ্রিস্টাব্দে
উওর : (ঘ) ৮৬৮ খ্রিস্টাব্দে
4- বাংলায় ছাপাখানার কাজ শুরু হয়—
(ক) সপ্তদশ শতকে
(খ) অষ্টাদশ শতকে
(গ) উনিশ শতকে
(ঘ) বিশ শতকে
উওর : (খ) অষ্টাদশ শতকে
5-ভারতে প্রথম ছাপাখানার প্রতিষ্ঠার কৃতিত্ব হল
(ক) ফরাসিদের
(খ) ইংরেজদের
(গ) পোর্তুগিজদের
(ঘ) ভারতীয়দের
উওর : (গ) পোর্তুগিজদের
6- আ গ্রামার অব্ দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ' গ্রন্থটি রচনা করেন
(ক) উইলিয়ম জোনস্
(খ) ব্রাসি হ্যালহেড
(গ) জোনাথান ডানকান
(ঘ) উইলিয়ম কেরি
উওর : (খ) ব্রাসি হ্যালহেড
7- আ গ্রামার অব্ দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ' গ্রন্থটি প্রকাশিত হয়
(ক) ১৭৭০ খ্রিস্টাব্দে
(খ) ১৭৭২ খ্রিস্টাব্দে
(গ) ১৭৭৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৭৮ খ্রিস্টাব্দে
উওর : (ঘ) ১৭৭৮ খ্রিস্টাব্দে
8- আ গ্রামার অব্ দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ' গ্রন্থের বাংলা অক্ষরগুলির ছাঁচ তৈরি করেন—
(ক) চার্লস উইলকিনস্
(খ) চার্লস কটেজ
(গ) চার্লস ফেয়ার
(ঘ) ব্রাসি হ্যালহেড
উওর : (ক) চার্লস উইলকিনস্
9. 'আ গ্রামার অব্ দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ' গ্রন্থটি মুদ্রিত বাংলা বইয়ের ক্ষেত্রে ছিল
(ক) দ্বিতীয়
(খ) চতুর্থ
(গ) প্রথম
(ঘ) তৃতীয়
উওর : (গ) প্রথম
10- হ্যালহেডের বাংলা ব্যাকরণ যেখান থেকে ছাপা হয়-
(ক) অ্যান্ড্রুজের ছাপাখানা থেকে
(খ) বিদ্যাসাগরের ছাপাখানা থেকে
(গ) পঞ্চানন কর্মকারের ছাপাখানা থেকে
(ঘ) উইলকিনসে ছাপাখানা থেকে
উওর : (ক) অ্যান্ড্রুজের ছাপাখানা থেকে
11- বাংলায় প্রথম যেখান থেকে মুদ্রনযন্ত্রে প্রথম ছাপা হয়—
(ক) হিকির প্রেস থেকে
(খ) ফেরিস কোম্পানির প্রেস থেকে
(গ) হুগলির অ্যান্ড্রুজ প্রেস থেকে
(ঘ) ক্যালকাটা ক্রনিকল প্রেস থেকে
উওর : (গ) হুগলির অ্যান্ড্রুজ প্রেস থেকে
12- ছেনিকাটা বাংলা হরফ নির্মাণে চার্লস উইলকিনসকে যিনি সাহায্য করেছিলেন
(ক) পঞ্চানন কর্মকার
(খ) উইলিয়াম কেরি
(গ) গঙ্গাকিশোর ভট্টাচাৰ্য্য
(ঘ) জন অ্যান্ড্রুজ
উওর : (ক) পঞ্চানন কর্মকার
13- বাংলা হরফের প্রথম প্রযুক্তি বিশারদ ছিলেন—
(ক) চার্লস উইলকিনস্
(খ) পঞ্চানন কর্মকার
(গ) উইলিয়াম কেরি
(ঘ) গঙ্গাকিশোর ভট্টাচাৰ্য
উওর : (খ) পঞ্চানন কর্মকার
14- যাঁকে 'ছাপাখানার জনক' বলা হয়
(ক) জোহানেস গুটেনবার্গকে
(খ) জেমস অগাস্টাস হিকিকে
(গ) চার্লস উইলকিনকে
(ঘ) উইলিয়াম কেরিকে
উওর : (ক) জোহানেস গুটেনবার্গকে
15- জন অ্যান্ড্রুজ সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলেন-
(ক) শ্রীরামপুরে
(খ) হুগলিতে
(গ) খিদিরপুরে
(ঘ) কলকাতায়
উওর : (খ) হুগলিতে
16- 'বাংলার গুটেনবার্গ' নামে পরিচিত হলেন (ক) চার্লস ফেয়ার
(খ) চার্লস উইলকিনস্
(গ) ব্রাসি হ্যালহেড
(ঘ) ওয়ারেন হেস্টিংস্
উওর : (খ) চার্লস উইলকিনস্
17- চার্লস উইলকিনস্ ছিলেন একজন
(ক) ধর্মপ্রচারক
(খ) ইংরেজ প্রশাসক
(গ) একজন অর্থনীতিবিদ,
(ঘ) একজন সংগীত সাধক
উওর : (খ) ইংরেজ প্রশাসক
18- বাংলা ছাপাখানার জন্মস্থান নামে পরিচিত হল-
(ক) কলকাতা
(খ) ঢাকা
(গ) মুরশিদাবাদ
(ঘ) হুগলি
উওর : (ঘ) হুগলি
19- বাংলা অক্ষরে মুদ্রিত ইলিজা ইম্পের রেগুলেশান'-এর বাংলা অনুবাদ প্রকাশিত হয়-
(ক) ১৭৮০ খ্রিস্টাব্দে
(খ) ১৭৮২ খ্রিস্টাব্দে
(গ) ১৭৮৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৮৬ খ্রিস্টাব্দে
উওর : (গ) ১৭৮৫ খ্রিস্টাব্দে
20- কোম্পানির প্রেস প্রতিষ্ঠিত হয় -
(ক) ১৭৯০ খ্রিস্টাব্দে
(খ) ১৭৯২ খ্রিস্টাব্দে
(গ) ১৭৯৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭১৪ খ্রিস্টাব্দে
উওর : (ক) ১৭৯০ খ্রিস্টাব্দে
21- উইলিয়াম জোনস্-এর সম্পাদনায় কালিদাসের রচিত 'ঋতু সংহার' গ্রন্থটি ইংরেজি ভাষায় যে নামে প্রকাশিত হয় তা হল-
(ক) দি সিজন স্টপ
(খ) দি সিজন
(গ) দি সিজন অ্যান্ড ডেসটিনি
(ঘ) দি সিজন আউটসাইড
উওর : (খ) দি সিজন
22- ইচ্ছারাজি ও বাঙ্গালি বোকেবিলরি' নামক বাংলা অভিধানটি প্রকাশিত হয়
(ক) ১৭৯০ খ্রিস্টাব্দে
(খ) ১৭৯২ খ্রিস্টাব্দে
(গ) ১৭৯১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৯৩ খ্রিস্টাব্দে
উওর : (ঘ) ১৭৯৩ খ্রিস্টাব্দে
23- ইারাজি ও বাঙ্গালি বোকেবিলরি" প্রকাশিত হয় যে প্রেস থেকে, তা হল-
(ক) কোম্পানির প্রেস
(খ) ফেরিস কোম্পানি
(গ) ক্যালকাটা ক্রনিকল প্রেস
(ঘ) রোজারিও কোম্পানি
উওর : (গ) ক্যালকাটা ক্রনিকল প্রেস
24- হ্যালহেডের ব্যাকরণ গ্রন্থে ব্যবহৃত বাংলা হরফের উন্নতিতে সাহায্য করেন-
(ক) উইলিয়ম মার্শম্যান
(খ) চার্লস উইলকিনস্
(গ) লর্ড ওয়েলেসলি
(ঘ) পঞ্চানন কর্মকার
উওর : (খ) চার্লস উইলকিনস্
25- কলকাতায় অক্ষর ঢালাইয়ের কারখানা প্রতিষ্ঠা করেন-
(ক) উইলিয়াম ওয়ার্ড
(খ) পঞ্চানন কর্মকার
(গ) চার্লস উইলকিনস্
(ঘ) উইলিয়ম কেরি
উওর : (খ) পঞ্চানন কর্মকার
26- শ্রীরামপুর মিশনে হরফ ঢালাই কারখানার নেতৃত্বে ছিলেন—
(ক) উইলিয়ম কেরি
(গ) উইলিয়াম মার্শম্যান
(খ) ওয়ার্ড
(ঘ) পঞ্চানন কর্মকার
উওর : (ঘ) পঞ্চানন কর্মকার
ধন্যবাদ।।