আজকের এই ব্লগে আমরা দশম শ্রেণীর ইতিহাস (WBBSE Madhyamik
History MCQ Question Answer) বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক ইতিহাস বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 History MCQ Question Answer) কিছু গুরুত্বপূর্ণ আরও 20 টি History MCQ Questions Answers তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে এটি প্রথম পর্ব। পরবর্তীকালে আমরা প্রতিদিনই তোমাদের সঙ্গে মাধ্যমিক বিভিন্ন অধ্যায়ের 20- 25 টি করে MCQ & SAQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
Madhyamik History MCQ Questions Answers || মাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ন উওর 2023
১. সঠিক উত্তরটি নির্বাচন করো:
১.১ সাবঅলটার্ন স্টাডিজের প্রকাশক হলেন—
(ক) পার্থ চট্টোপাধ্যায়
(খ) জ্ঞানেন্দ্র পান্ডে
(গ) রণজিৎ গুহ
(ঘ) তপন রায়চৌধুরি
Ans : (গ) রণজিৎ গুহ
১.২ ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় –
(ক) 1791
(গ) 1792
(গ) 1793
(ঘ) 1798
Ans : (গ) 1792
১.৩ নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশের জন্য জেমস লং-এর কারাদণ্ড হয়
(ক) 1 মাস
(খ) 6 মাস
(গ) 1 বছর
(ঘ) 12 মাস
Ans : (ক) 1 মাস
১.৪ অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন
(ক) শিশির কুমার ঘোষ
(খ) উমেশচন্দ্র দত্ত
(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(ঘ) দ্বারকানাথ ঠাকুর
Ans : (ক) শিশির কুমার ঘোষ
১.৫ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন—
(ক) লর্ড ক্যানিং
(খ) ডেভিড হেয়ার
(গ) আশুতোষ মুখোপাধ্যায়
(ঘ) জেমস উইলিয়াম কোলভিল
Ans : (ঘ) জেমস উইলিয়াম কোলভিল
১.৬ জগন্নাথ সিং কোন বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন-
(ক) রংপুর বিদ্রোহ
(খ) প্রথম পর্বের র্চুয়াড় বিদ্রোহ
(গ) সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ
(ঘ) পাগলপন্থী বিদ্রোহ
Ans : (খ) প্রথম পর্বের র্চুয়াড় বিদ্রোহ &
১.৭ ভারতে নীল চাষ শুরু হয়—
(ক) 1777
(খ) 1707
(5) 1859
(ঘ) 1860
Ans : (ক) 1777
১.৮: মহারানি ভিক্টোরিয়া কর্তৃক ভারতের শাসনভার গ্রহণ করেন—
(ক) লর্ড বেন্টিংক
(খ) লর্ড ডালহৌসি
(গ) লর্ড ক্যানিং
(ঘ) লর্ড কার্জন
Ans : (গ) লর্ড ক্যানিং
১.৯ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল –
(ক) ভারতের জাতীয় কংগ্রেস
(খ) ভারতসভা
(গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
(ঘ) ল্যান্ড হোল্ডার্স সোসাইটি
Ans : (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
১.১০ দেশীয় সংবাদপত্র আইন ও অস্ত্র আইন চালু হয়—
(ক) 1876 খ্রিস্টাব্দে
(খ) 1878 খ্রিস্টাব্দে
(গ) 1885 খ্রিস্টাব্দে
(ঘ) 1887 খ্রিস্টাব্দে
Ans : (খ) 1878 খ্রিস্টাব্দে
১.১১ A Grammar of the Bengali Language গ্রন্থটি রচনা করেন—
(ক) রামমোহন রায়
(খ) মতিলাল সুর
(গ) প্যারিচাদ মিত্র
(ঘ) ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড
Ans : (ঘ) ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড
১.১২ অব্যক্ত গ্রন্থটির রচয়িতা হলেন বিশিষ্ট বিজ্ঞানী বসু
(ক) তারকনাথ পালিত
(খ) সত্যেন্দ্রনাথ বসু
(গ) মেঘনাদ সাহা
(ঘ) জগদীশচন্দ্র বসু
Ans : (ঘ) জগদীশচন্দ্র বসু
১.১৩ বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন—
(ক) বাংলায়
(খ) বোম্বাইতে
(গ) সাতারায়
(ঘ) অযোধ্যায়
Ans : (ঘ) অযোধ্যায়
১.১৪ বারদৌলি সত্যাগ্রহের (1928 খ্রিস্টাব্দে) মুখ্য পরিচালক হলেন-
(ক) মিটবেন পাটো
(খ) মনিবেল প্যাটেল
(গ) বল্লভ ভাই প্যাটেল
(ঘ) অনুসূয়ারেন প্যাটেল
Ans : (গ) বল্লভ ভাই প্যাটেল
১.১৫ "লাঙ্গল যার জমি তার"-এই শ্লোগানটি ছিল-
(ক) কংগ্রেস সমাজতন্ত্রী দলের
(খ) কমিউনিস্ট পার্টির
(গ) কৃষক প্রজা পার্টির
(ঘ) ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির
Ans : (গ) কৃষক প্রজা পার্টির
১.১৬ রশিদ আলি ছিলেন-
(ক) মুসলিম লিগের নেতা
(খ) কংগ্রেস নেতা
(গ) আজ বাহিনীর বীরসৈনিক
(খ) ওয়াহাবি আন্দোলনের নেতা
Ans : (গ) আজ বাহিনীর বীরসৈনিক
১.১৭ 'গদর পার্টি' প্রতিষ্ঠা করেন—
(ক) বারীন্দ্র কুমার ঘোষ
(খ) লালা হরদয়াল
(গ) প্রমথনাথ মিত্র
(ঘ) সূর্য সেন
Ans : (খ) লালা হরদয়াল
১.১৮ চট্টগ্রাম ইউরোপীয় ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন—
(ক) সূর্য সেন
(খ) প্রীতিলতা ওয়াদ্দেদার
(গ) গণেশ ঘোষ
(ঘ) কল্যাণী ঘোষ
Ans : (খ) প্রীতিলতা ওয়াদ্দেদার
১.১৯. ছেড়ে আসা গ্রাম—স্মৃতিকথামূলক গ্রন্থটির রচয়িতা হলেন-
(ক) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
(খ) দক্ষিণারঞ্জন বসু
(গ) দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়
(ঘ) প্রফুল্ল রায় 1950 খ্রিস্টাব্দে
Ans : (গ) দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়
১.২০ ‘জুনাগড় রাজ্য ভারতভুক্ত হয়—
(ক) 1947
(খ) 1948
(গ) 1949
(ঘ) 1950
Ans : (গ) 1949
আশাকরি যে, Madhyamik History Question Answer বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক ইতিহাস বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 History MCQ Questions Answers) সবচেয়ে গুরুত্বপূর্ণ 20 টি History MCQ Questions Answers তোমাদের কাজে লাগবে।।