মার্কসবাদীদের উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব কি? |
উওরঃ মার্কসবাদীদের মার্কসবাদী তত্ত্বের যে ছয়টা মূলসূত্র রয়েছে অর্থাৎ দ্বন্দ্বমূলক বস্তুবাদ,ঐতিহাসিক বস্তুবাদ,উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, শ্রেণী সংগ্রামের তত্ত্ব,রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব, এবং রাষ্ট্রের বিপ্লবের তত্ত্ব -তার মধ্যে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব Surplus Value হল একটি অন্যতম মার্কসীয় সূত্র। কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলস হলেন উদ্বৃত্ত মূল্যের তত্ত্বের প্রবক্তা।
মার্কসবাদীদের বা কার্ল মার্কসের উদ্বৃও মূল্যের তত্ত্ব কী বা বলতে কী বোঝায়?
কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস মূলত তাদের উদ্বৃত্ত মূল্যের তত্ত্বের মাধ্যমে সমাজে মালিকদের দ্বারা শ্রমিক শ্রেণীর শোষণকে তুলে ধরেছেন। মার্কসবাদীদের উদ্বৃত্ত মূলের তথ্য অনুসারে- উৎপাদন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত পুজিপতি শ্রেণী বা মালিক শ্রেণি শ্রমিকের শ্রমের বিনিময়ে উৎপাদন করে থাকেন। শ্রমিকের শ্রমের বিনিময়ে যে দ্রব্য তৈরি হয়, সেই দ্রব্যের বাজার মূল্যের তুলনায় সেই দ্রব্যের তৈরি করতে যে খরচ হয় তা অনেকেই কম। একজন শ্রমিক একটি নির্দিষ্ট সময় কাজ করে যে দ্রব্য উৎপাদন করে, সেই দ্রব্যের বাজার মূল্য তার মজুরির চেয়ে অনেক বেশি। একটি দ্রব্য উৎপাদন করতে মালিক শ্রেণীর যে পরিমাণ টাকা খরচ হয় সেই দ্রব্যটি বাজারে বিক্রি করলে সেই মালিকের অনেক বেশি লাভ হয়।
উদাহরণ হিসেবে বলা যায় - একটি দ্রব্য যদি উৎপাদন করতে পাঁচ টাকা খরচ হয় তাহলে সেই দ্রব্যটির বাজার মূল্য হয় ১০ টাকা।
সুতরাং এখানে মালিকের লাভ = ( ১০-৫) = ৫ টাকা।
এই অতিরক্ত পাঁচ টাকা সম্পূর্ণভাবেই মালিক শ্রেণীর কাছে যায়। এই পাঁচ টাকা কখনোই শ্রমিক শ্রেণীর কাছে যায় না। সুতরাং এখানে শ্রমিক শ্রেণী সম্পূর্ণভাবে আর্থিক দিক থেকে শোষিত এবং বঞ্চিত হচ্ছে।
সুতরাং মার্কসবাদীদের বা কার্ল মার্কসের উদ্বৃত্ত মূল্যের তত্ত্বের মূল কথা হলো - একজন শ্রমিক একটি নির্দিষ্ট সময় কাজ করে যে মূল্যের দ্রব্য উৎপাদন করে, সেই দ্রব্যের বাজার মূল্য সমান মজুরি তাকে দেওয়া হয় না। যে অংশের জন্য একজন শ্রমিক বঞ্চিত হয় এবং যেই অতিরিক্ত পরিমাণ মূল্য মালিক শ্রেণীর আত্মসাৎ করে,তাকেই উদ্বৃত্ত মূল্য বলে।