উচ্চমাধ্যমিক দর্শন অনুমান সংক্রান্ত প্রশ্ন উওর || অনুমান || অবরোহ ও আরোহ অনুমান

0

 

উচ্চমাধ্যমিক দর্শন অনুমান সংক্রান্ত প্রশ্ন উওর || অনুমান || অবরোহ ও আরোহ অনুমান
উচ্চমাধ্যমিক দর্শন অনুমান সংক্রান্ত প্রশ্ন উওর


আজকের বিষয়ঃ-

• অনুমান কাকে বলে? 
• অনুমান কত প্রকার এবং কি কি?
• অবরোহ অনুমান কাকে বলে?
• আরোহ অনুমান কাকে বলে? 
• অবরোহ অনুমান কত প্রকার ও কী কী? 
• অমাধ্যম অনুমান কাকে বলে?
• মাধ্যম অনুমান কাকে বলে?


উচ্চমাধ্যমিক দর্শন অনুমান সংক্রান্ত প্রশ্ন উওর || অনুমান || অবরোহ ও আরোহ অনুমান

1- অনুমান কাকে বলে? 

উওর : অনুমান বলতে বোঝায় একটি প্রক্রিয়া। যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটি জ্ঞাত বা জানা সত্য থেকে একটি অজ্ঞাত সত্য লাভ করতে পারি, সেই প্রক্রিয়াকেই বলা হয় অনুমান। অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলা হয় যুক্তি। 

প্রশ্নঃ অনুমান কত প্রকার এবং কি কি? 

উওরঃ অনুমান দুই প্রকার যথা। অবরোহ অনুমান এবং অরোহ অনুমান।

প্রশ্নঃ অবরোহ অনুমান কাকে বলে? 

উওরঃ যে প্রকার অনুমানে একটি মাত্র যুক্তি বাক্য থেকে অথবা একাধিক যুক্তি বাক্য থেকে সিদ্ধান্ত বাক্যটি অনিবার্যভাবে নিঃসৃত হয়, অর্থাৎ যুক্তিগুলি সত্য হলে তার সিদ্ধান্ত বাক্যটি অবশ্যই সত্য হবে এবং সিদ্ধান্ত বাক্য কখনই যুক্তি বাক্যের তুলনায় ব্যাপকতর হবে না, সেই অনুমান বা যুক্তিকেই অবরোহ যুক্তি বা অবরোহ অনুমান বলা হয়।।

যেমন = কোন কোন ছাত্র হয় সৎ ব্যক্তি। 

সুতরাং, কোন কোন সৎ ব্যক্তি হয় ছাত্র। 

প্রশ্নঃ আরোহ অনুমান কাকে বলে? 

উওরঃ যে যুক্তিতে একাধিক যুক্তি বাক্যের ওপর নির্ভর করে প্রকৃতির এক রুপতা এবং কার্যকরণ নিয়মের সাহায্যে পর্যবেক্ষণ এবং পরীক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তাকেই আরোহ যুক্তি বা অনুমান বলা হয়।

যেমন - 

• রাম নামে মানুষটি মরণশীল।

• শ্যাম নামের মানুষটি মরণশীল।

• যদু নামে মানুষটি মরণশীল 

• সুতরাং, সকল মানুষ হয় মরণশীল।।

প্রশ্নঃ অবরোহ অনুমান কত প্রকার ও কী কী? 

উওরঃ অবরোহ অনুমান দুই প্রকার। যথা অমাধ্যম অনুমান এবং মাধ্যমে অনুমান। 

প্রশ্নঃ অমাধ্যম অনুমান কাকে বলে?

উওরঃ যে অবরোহ মূলক অনুমানে একটিমাত্র যুক্তি বাক্য থেকে অনিবার্যভাবে একটি সিদ্ধান্ত বাক্য নিঃসৃত হয়, সেই প্রকার অনুমানকে অমাধ্যম অনুমান বলে। 

যেমন- 

▪ কোনো কোনো বা দার্শনিক হয় গণিতজ্ঞ।

▪ সুতরাং, কোনো কোনো গণিতজ্ঞ হয় দার্শনিক।

প্রশ্নঃ- মাধ্যম অনুমান কাকে বলে?

উওরঃ যে অবরোহমূলক অনুমানে দুটি বা তার অধিক যুক্তিবাক্য থেকে একটি সিদ্ধান্ত বাক্য অনিবার্যভাবে নিঃসৃত হয়, সেই অবরোহ মূলক অনুমানকে মাধ্যম অনুমান বলে।

যেমন- 

• সকল মানুষ হয় মরণশীল।

• রাম হয় মানুষ।

• সুতরাং, রাম হয় মরণশীল।।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top