![]() |
আবর্তন কাকে বলে? আবর্তন প্রক্রিয়ার নিয়মাগুলি লেখ |
আজকের বিষয়ঃ
• আবর্তন কাকে বলে?
• আবর্তনের প্রক্রিয়ার নিয়ম গুলি কী কী?
• আবর্তন কত প্রকার এবং কি কি
• সরল আবর্তন কাকে বলে?
• সীমায়িত বা অসরল আবর্তন কাকে বলে?
• আবর্তনের প্রক্রিয়ার নিয়ম গুলি কী কী?
• আবর্তন কত প্রকার এবং কি কি
• সরল আবর্তন কাকে বলে?
• সীমায়িত বা অসরল আবর্তন কাকে বলে?
প্রশ্নঃ আবর্তন কাকে বলে?
উওরঃ যে অমাধ্যম অনুমান প্রক্রিয়ায় যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের স্থান পরিবর্তন ঘটিয়ে সিদ্ধান্ত পদে একটি নতুন বচন প্রতিষ্ঠা করা হয়, সেই অমাধ্যম অনুমান প্রক্রিয়াকেই আবর্তন বলা হয়। এক্ষেত্রে আবর্তনের যুক্তি বাক্যকে বলা হয় আবর্তনীয় এবং সিদ্ধান্ত বাক্যটিকে বলা হয় আবর্তিত।
যেমন-
• কোনো কোনো খলনায়ক হয় নায়ক। (আবর্তনীয়)
• কোনো কোনো নায়ক খলনায়ক। (আবর্তিত)
আবর্তনের প্রক্রিয়ার নিয়মাবলীঃ-
আবর্তন প্রক্রিয়াকে যথাযথভাবে বোঝাবার জন্য তর্ক বিজ্ঞানীগণ আবর্তন প্রক্রিয়ার চারটি নিয়মের কথা উল্লেখ করেছেন। এগুলি হল-
• আবর্তন প্রক্রিয়ায় যুক্তি বাক্যের উদ্দেশ্য পদটি সিদ্ধান্ত বাক্যে অবশ্যই বিধেয় রূপে গণ্য হবে।
• আবর্তন প্রক্রিয়ায় যে পদটি যুক্তিপাকে বিধেয় রূপে থাকে,সেই পথটি সিদ্ধান্ত বাক্যে উদ্দেশ্য রূপে গণ্য হবে।
• আবর্তন প্রক্রিয়ায় যুক্তিবাক্যের যে গুন থাকবে, সিদ্ধান্ত বাক্যেও সেই একই গুন থাকবে। অর্থাৎ যুক্তি বাক্যটি যদি হ্যাঁ বাচক হয় তাহলে সিদ্ধান্ত বাক্যটিও হ্যাঁ বাচক হবে। অথবা, যুক্তি বাক্যটি যদি না বাচক হয় তাহলে সিদ্ধান্ত বাক্যটিও অবশ্যই না বাচক হবে।
• আবর্তন প্রক্রিয়া চতুর্থ এবং সর্বশেষ নিয়ম হল - যুক্তি বাক্যে যে পদ ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্ত বাক্যে ব্যাপ্য হবে না।
প্রশ্নঃ আবর্তন প্রক্রিয়া কত প্রকার এবং কি কি?
উওরঃ তর্ক বিজ্ঞানীগণ আবর্তন প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করেন। যথা সরল আবর্তন এবং অসরল বা সীমায়িত আবর্তন।
◆ সরল আবর্তন কাকে বলে?
উওরঃ যে আবর্তন প্রক্রিয়ায় যুক্তি বাক্য এবং সিদ্ধান্ত বাক্যের পরিমাণকে একই রেখে আবর্তন প্রক্রিয়া সম্পন্ন করা হয়, তাকে বলা হয় সরল আবর্তন।
যেমন-
• কোনো কোনো কবি নয় বৈজ্ঞানিক। (আবর্তনীয়)
• কোনো কোনো বৈজ্ঞানিক নয় কবি।(আবর্তিত)
◆ অসরল আবর্তন অথবা সীমায়িত আবর্তন কাকে বলে?
উওরঃ যে আবর্তন প্রক্রিয়ায় যুক্তি বাক্য এবং সিদ্ধান্ত বাক্যের পরিমাণকে ভিন্ন রেখে আবর্তন প্রক্রিয়া সম্পন্ন করা হয়, সেই আবর্তন প্রক্রিয়াকে সীমায়িত আবর্তন বা অসরল আবর্তন বলা হয়।
যেমন-
• সকল কবি হয় ভোরের পাখি। (আবর্তনীয়)
• কোনো কোনো ভোরের পাখি হয় কবি।(আবর্তিত)
Tags : উচ্চ মাধ্যমিক দর্শন চতুর্থ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | অমাধ্যম অনুমান অধ্যায়ের প্রশ্নোত্তর | HS Philosophy Notes | WBCHSE Class 12 Philosophy Question Answers & Suggestion 2023