পাঁচসালা,একসালা ও চিরস্থায়ী বন্দোবস্তের প্রশ্ন উওর || উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

0

 

পাঁচসালা,একসালা ও চিরস্থায়ী বন্দোবস্তের প্রশ্ন উওর || উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর


পাঁচসালা,একসালা ও চিরস্থায়ী বন্দোবস্তের প্রশ্ন উওর || উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

1- বাংলায় কে দ্বৈত শাসনের অবসান ঘটান?

Ans : লর্ড ওয়ান হেস্টিংস ভারতের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তিনি ১৭৭২ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে বাংলার দ্বৈত শাসনের অবসান ঘটান।

2- কত খ্রিস্টাব্দে এবং কে ভারতের পাঁচশালা বন্দোবস্ত চালু করেছিলেন? 

উওর : ভারতের গভর্নর ওয়ারেন্ট হেটিংস ১৭৭২ খ্রিস্টাব্দে ১৪ই মে পাচশালা বন্দোবস্ত চালু করেছিলেন। 

3- কে এবং কেন একসালা বন্দোবস্ত চালু করেছিলেন? 

উওর : ১৭৭২ খ্রিস্টাব্দের পাঁচশালা বন্দোবস্তে কিছু ভুল ত্রুটি থাকায় লর্ড কর্নওয়ালিস পুনরায় তার ভূমি বন্দোবস্তকে সংস্কার করেন। এবং সেজন্য তিনি পাঁচশালা বন্দোবস্ত বাতিল করে একসালা বন্দোবস্ত চালু করেন। 

4- কে এবং কত খ্রিস্টাব্দে? এক শালা বন্দোবস্ত চালু করেছিলেন?

উওর : ওয়ারেন হেস্টিংস ১৭৭৭ খ্রিস্টাব্দে এক শালা বন্দোবস্ত চালু করেছিলেন। 

5- ভারতের কে দশসালা বন্দোবস্ত চালু করেছিলেন?

উওর : লর্ড কর্নওয়ালিস ভারতে দশসালা বন্দোবস্ত চালু করেছিলেন।

6- লর্ড কর্নওয়ালিস কত খ্রিস্টাব্দে ভারতে দশসালা বন্দোবস্ত চালু করেছিলেন? 

উওর : লর্ড কর্নওয়ালিস ১৭৮৯ খ্রিস্টাব্দে বাংলা এবং বিহারে এবং ১৭৯০ খ্রিস্টাব্দে উড়িষ্যায় দশসালা বন্দোবস্ত চালু করেছিলেন।

7- কে এবং কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন?

উওর : লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ খ্রিস্টাব্দের ২২শে মার্চ বাংলা, বিহার এবং উড়িষ্যায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন।

8- কত খ্রিস্টাব্দে রায়তওয়ারি বন্দোবস্ত চালু হয়েছিল? 

উওর : ১৮২০ খ্রিস্টাব্দে ভারতে রায়তওয়ারী বন্দোবস্ত চালু হয়েছিল। 

9- ভারতের কোথায় রায়তওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল?

উওর : ভারতের দক্ষিনে অর্থাৎ মাদ্রাস প্রেসিডেন্সির কিছু অঞ্চলে অঞ্চল বাদে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ক্যাপ্টেন আলেকজান্ডার রিড এবং টমাস মনরোত উদ্যোগে ১৮২০ খ্রিস্টাব্দেরী রায়তওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল।।

10- ভারতের কোথায় ভাইয়াচারী বন্দোবস্ত চালু হয়েছিল?

উওর : ভারতের পাঞ্জাবে ভাইয়াচারী ব্যবস্থা নামক ভূমি ব্যবস্থা চালু করা হয়েছিল।।


Tags : চিরস্থায়ী বন্দোবস্ত প্রশ্নোত্তর | একসালা বন্দোবস্ত প্রশ্নোত্তর | পাঁচশালা বন্দোবস্ত প্রশ্ন উত্তর | উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর 2023 | দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top