সূর্যাস্ত আইন কাকে বলে? || চিরস্থায়ী বন্দোবস্ত কী? |
সূর্যাস্ত আইন কাকে বলে? || চিরস্থায়ী বন্দোবস্ত কী? || উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
উওরঃ সূর্যাস্ত আইন হলো লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে সম্পর্কিত জমিদারদের সরকারকে রাজস্ব প্রদান করার একটি ব্যবস্থা। নিচে বিস্তারিত রইলো...
লর্ড কর্নওয়ালিসের দশসালা বন্দোবস্ত্ব চিরস্থায়ী বন্দোবস্তঃ
লর্ড কর্নওয়ালিস ভারতে ভূমি সংস্কারের জন্য ১৭৯৮ খ্রিস্টাব্দের ১০ই ফেব্রুয়ারি বাংলা বিহার এবং ১৭৯০ খ্রিস্টাব্দে উড়িষ্যায় দশসালা বন্দোবস্ত চালু করেন। কয়েক বছর পরেই বিলেতের পরিচালক সভা লর্ড কর্নওয়ালিসকে দশসালা বন্দোবস্তকে ভারতে চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করার অনুমতি দেয়। তাই লর্ড কর্নওয়ালিস ভারতে ১৭৯৩ খ্রিস্টাব্দের ২২ শে মার্চ দশসালা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করেন। এই চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে বলা হয় যে-
• বাংলা, বিহার এবং উড়িষ্যার জমিদারদের বংশানুক্রমিকভাবে জমির মালিকান প্রদান করা হবে।
• জমিদার তার নিজের ইচ্ছে মতো জমি দান, বিক্রি এবং অন্যের কাছে বন্ধক দিতে পারবেন।
• জমিদার তাদের জমি থেকে যে পরিমাণ রাজস্ব আদায় করবে তার ৯০ শতাংশ যাবে ব্রিটিশ সরকারের কাছে এবং ১০ শতাংশ যাবে জমিদারদের কাছে।
লর্ড কর্নওয়ালিশের সূর্যাস্ত আইনঃ-
লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তে বলা হয় যে, জমিদারদের যে জমি প্রদান করা হবে, সেখান থেকে জমিদাররা থেকে যে পরিমাণ রাজস্ব আদায় করবেন সেই পরিমাণ রাজস্ব সরকারের কাছে একটি নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে সরকারের কাছে জমা দিতে হবে। যদি কোনো জমিদার সেই রাজস্ব জমা না দেন অথবা সেই নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে সেই পরিমাণ খাজনা দিতে ব্যর্থ হন, তাহলে হয় সেই জমিদার নিজের জমিদারির কিছু জমি বিক্রি করে সরকারের সেই ঋণ বা ট্যাক্স শোধ করবে অন্যথায় সেই জমিদারের কাছ থেকে তার জমিদারি কেড়ে নেওয়া হবে। লর্ড কর্নওয়ালিশের চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে সম্পর্কিত জমিদারদের সরকারকে খাজনা প্রদানের এই ব্যবস্থাই সূর্যাস্ত আইন নামে পরিচিত।।