একাদশ শ্রেণির দর্শন তৃতীয় অধ্যায়ের MCQ || দ্রব্য অধ্যায়ের MCQ || Philosophy MCQ In Bengali

0

 

একাদশ শ্রেণির দর্শন তৃতীয় অধ্যায়ের MCQ || দ্রব্য অধ্যায়ের MCQ  || Philosophy MCQ In Bengali
একাদশ শ্রেণির দর্শন তৃতীয় অধ্যায়ের MCQ


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর দর্শন তৃতীয় অধ্যায় দ্রব্যের ( WBCHSE Class 11 Philosophy Question and Answer 2023 ) কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন উওর বা দ্রব্য সম্পর্কিত বিভিন্ন দার্শনিকদের উক্তি অথবা মতবাদ থেকে যে MCQ & SAQ Question Answer হয়, তা তোমাদের সঙ্গে শেয়ার করবো।। 


1- কার মতে, দ্রব্যের ধারণা হল একটা দুর্বোধ্য উদ্ভট কল্পনা? 

(ক) বার্কলে

(খ) হিউম

(গ) দেকার্ত

(ঘ) লক্‌

Ans : হিউম।


2- কার মতে, দ্রব্য হল গুণের অজ্ঞাত আধার?

(ক) বার্কলে

(খ) হিউম

(গ) দেকার্ত

(ঘ) লক্‌

Ans : লক্


3- কে বলেন যে, দ্রব্য হল চিৎপরমাণু ও সংখ্যায় বহু।

(ক) লাইবনিজ

(খ) স্পিনোজা

(গ) দেকার্ত

(ঘ) মিল

Ans : লাইবনিজ


4- কার মতে, দ্রব্য তিন প্রকার—ঈশ্বর, আত্মা ও জড়? 

(ক) দেকার্ত

(খ) স্পিনোজা

(গ) হিউম

(ঘ) লক্‌

Ans : দেকার্ত


5- কার মতে, দ্রব্য হল কতকগুলি গুণের সমষ্টি? 

(ক) দেকার্ত

(খ) স্পিনোজা

(গ) হিউম

(ঘ) লক্‌

Ans : হিউম


6- কে বলেন যে, সকলই ঈশ্বর এবং ঈশ্বরই সকল।

(ক) দেকার্ত

(খ) স্পিনোজা

(গ) হিউম

(ঘ) লক্‌

Ans : স্পিনোজা


7- "_____ একজন দ্বৈতবাদী দার্শনিক।


(ক) স্পিনোজা

(খ) লাইবনিজ

(গ) দেকার্ত

(ঘ) হিউম

Ans : দেকার্ত


8- এর মতে, ঈশ্বর হলেন নিরপেক্ষ দ্রব্য এবং মন ও জড় হল সাপেক্ষ দ্রব্য।

(ক) হিউম

(খ) দেকার্ত

(গ) স্পিনোজা

(ঘ) লক্

 Ans : দেকার্ত


9- কার মতে,দ্রব্য সকল গুণ ও ক্রিয়ার আধার।

(ক) প্লেটো

(খ) অ্যারিস্টট্ল

(গ) লক্‌

(ঘ) দেকার্ত

Ans : অ্যারিস্টট্ল


10- 'জড় দ্রব্য নেই' '- ক একথা বলেছেন

(ক) হিউম

(খ) বার্কলে 

(গ) মিল

(ঘ) লক্‌ 

Ans : বার্কলে


11- দ্রব্য সংক্রান্ত 'দ্রব্য = ঈশ্বর = প্রকৃতি'- সমীকরণটি কার? 

(ক) বার্কলে

(খ) স্পিনোজা

(গ) লাইবনিজ

(ঘ) দেকার্ত

Ans : স্পিনোজা


12- কার মতে, দ্রব্য অসংখ্য।

(ক) বার্কলে

(খ) স্পিনোজা

(গ) লাইবনিজ

(ঘ) দেকার্ত

Ans : লাইবনিজ


13- "দ্রব্য হল আমি জানি না এমন কিছু’- কে একথা বলেছেন? 

(ক) লক্

(খ) স্পিনোজা

(গ) লাইবনিজ

(ঘ) দেকার্ত

Ans : লক্


14- কার মতে 'স্বাধীন আত্মসক্রিয়তাই দ্রব্যের লক্ষণ'—

(ক) লক্

(খ) স্পিনোজা

(গ) লাইবনিজ

(ঘ) দেকার্ত

Ans : লাইবনিজ


15- কার মতে জড়দ্রব্য বলে কিছু নেই?

(ক) বার্কলে

(খ) স্পিনোজা

(গ) লাইবনিজ

(ঘ) দেকার্ত

Ans : বার্কলে 


16- কে দ্রব্য হিসেবে ঈশ্বর ও আত্মার অস্তিত্ব স্বীকার করেন? 

(ক) বার্কলে

(খ) স্পিনোজা

(গ) লাইবনিজ

(ঘ) দেকার্ত

Ans : বার্কলে 


17. 'যা স্বনির্ভর তা-ই দ্রব্য'—বলেছেন,

(ক) বার্কলে

(খ) স্পিনোজা

(গ) লাইবনিজ

(ঘ) দেকার্ত

Ans : দেকার্ত 


18. কার মতে, ঈশ্বরই একমাত্র দ্রব্য।

(ক) স্পিনোজা

(খ) লাইবনিজ

(গ) লক্

(ঘ) কেউ নয়

Ans : স্পিনোজা


19. অ্যারিস্টটলের মতে, দ্রব্য কত 

প্রকার?

(ক) দুই

(খ) তিন

(গ) চার

(ঘ) পাঁচ 

Ans : তিন। 


20. দ্রব্য সম্পর্কে লাইবনিজের মতবাদ কী নামে পরিচিত?

(ক) দ্বৈতবাদ 

(খ) বহুত্ববাদ

(গ) একত্ববাদ

(ঘ) কোনোটিই নয়

Ans : বহুত্ববাদ


21- দ্রব্য হল এমন কিছু যা আমি জানি না, বলেছেন

(ক) দেকার্ত

(খ) বার্কলে

(গ) লক্

(ঘ) স্পিনোজা

Ans : লক্

দ্রব্য সম্পর্কিত বিভিন্ন দার্শনিকদের কয়েকটি গুরুত্বপূর্ণ অভিমত / মত নিচে তালিকার সাহায্যে তুলে ধরা হলো

মত দার্শনিক
দ্রব্য হল গুণের অজ্ঞাত আধার লক্
দ্রব্য হল চিৎপরমানু ও সংখ্যায় বহু লাইবনিজ
দ্রব্য হলো কতগুলি গুণের সমষ্টি হিউম
যা স্বনির্ভর তা-ই দ্রব্য দেকার্ত
"দ্রব্য =ঈশ্বর =প্রকৃতি" স্পিনোজা
স্বাধীন আত্মশক্তিয়তাই দ্রব্যের লক্ষণ লাইবনিজ
ঈশ্বরই একমাত্র দ্রব্য স্পিনোজা
দ্রব্য হল এমন কিছু যা আমি জানিনা লক্
ঈশ্বর হলেন নিরপেক্ষ দ্রব্য এবং মন ও জড়ো হল সাপেক্ষ দ্রব্য দেকার্ত
দ্রব্য তিন প্রকার - ঈশ্বর,আত্মা ও জড়ো দেকার্ত
দ্রব্য সকল গুণ ও ক্রিয়ার আধারা অ্যারিস্টোটল
জড় দ্রব্য নেই বার্কলে

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top