History SAQ Question Answers || Madhyamik History || ইতিহাস GK প্রশ্ন উওর

0

 

History SAQ Question Answers || Madhyamik History || ইতিহাস GK প্রশ্ন উওর


Question : ঊনবিংশ শতকের মধ্যভাগে কুকা আন্দোলন কোথায় শুরু করেছিলেন?
Answer : পশ্চিম পাঞ্জাব
Question : ১৯২০ খ্রীঃ প্রথম ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে শুরু করেছিলেন?
Answer : এন. এম. যোশী।
Question : ইন্ডিগো বিদ্রোহের নেতা কে ছিলেন?
Answer : দিগম্বর বিশ্বাস ও বিষু বিশ্বাস
Question : ১৮৫৫-৫৬ খ্রীঃ সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন?
Answer : সিধু ও কানহু
Question : নীল দর্পণ নাটকের রচয়িতা কে? Answer : দীনবন্ধু মিত্র
Question : বোম্বেতে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে স্থপিতহয়?
Answer : ১৯২০ খ্রীঃ
Question : বীরসা মুন্ডা কোথাকার ছিলেন?
Answer : মুন্ডা রাজ
Question : কুকা আন্দোলন কে প্রতিষ্ঠিত করেছিলেন?
Answer : গুরু রাম সিং
Question : সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
Answer : লালা লাজপত রায়
Question : মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন?
Answer : বীরসা মুন্ডা
Question : ১৮৫৫ সালে সাঁওতাল বিদ্রোহে কোন ব্রিটিশ কম্যান্ডার পরাজিত হলেন? Answer : মেজর ব্যুরোগ
Question : সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি কে ছিলেন।
Answer : স্বামী সহজানন্দ
Question :  ভারতে কবে ট্রেড ইউনিয়ন আন্দোলনে সংঘর্ষ শুরু হয়েছিল?
Answer : ১৯২৬-৩১ খ্রীঃ
Question : ভারতীয় চম্পারন আন্দোলনের প্রধান কে ছিল?
Answer : মহাত্মা গান্ধী
Question : বীরসা মুন্ডার কার্যস্থল কোনটি ছিল?
Answer : রাঁচিতে।
Question : বীরসা মুন্ডার কার্যস্থল কোনটি ছিল?
Answer : রাঁচী
Question : ১৯২০ খ্রীঃ মোপালা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল?
Answer : কেরালা
Question : সর্বভারতীয় কিষান সভা প্রথম কোথায় অনুষ্ঠি হয়েছিল?
Answer : লক্ষ্মেী
Question : ১৮৩১-৩২ খ্রীঃ কোল বিদ্রোহের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
Answer : বুন্ধু ভগত
Question : সত্য শোধক সমাজ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
Answer : জ্যোতি বা ফুলে
Question : বাবা রামচন্দ্র কোথায় কৃষকদের সংঘবদ্ধ করেছিলেন?
Answer : অবোধ।
Question : ব্রিটিশদের বিরুদ্ধে ভীল বিদ্রোহ কোথায় হয়েছিল?
Answer : এম. পি এবং মহারাষ্ট্র
Question : প্রথম কোন সমিতি লেবার অ্যাসোসিয়েশন হিসেবে ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল?
Answer : বোম্বে মিলহ্যান্ড অ্যাসোসিয়েশন
Question : সর্বভারতীয় কিষাণ সভা করে প্রতিষ্ঠিত হয়েছিল?
Answer : ১৯৩৬ খ্রীঃ
Question : গান্ধিজী কেন চম্পারন আন্দোলন করেছিলেন?
Answer : নীলের রং এর কাজ করা মানুষদের সমস্যার সমাধান করা।
Question : কে সর্বভারতীয় হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠিত করেছিলেন?
Answer : মহাত্মা গান্ধী
Question :  কাকে হিন্দু পুনরুজ্জীবনবাদের অন্যতম প্রবক্তা বলা হয়?
Answer : দয়ানন্দ সরস্বতী
Question : ১৯২৮ খ্রীঃ বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিল?
Answer : সর্দার বল্লভভাই প্যাটেল
Question : বঙ্কিম চন্দ্ৰ চট্টোপাধ্যায়-এর “আনন্দ মঠ এ কোন বিদ্রোহের কথা লিখে তিনি বিখ্যাত হয়েছিলেন?
Answer : সন্ন্যাসী বিদ্রোহ
Question : কে আহমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন স্থাপন করেছিলেন? Answer : মহাত্মা গান্ধী

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top