একাদশ শ্রেণির ইতিহাস- গুপ্ত সাম্রাজ্যের প্রশ্ন উওর || Class 11 History Question Answers 2023

0


একাদশ শ্রেণির ইতিহাস- গুপ্ত সাম্রাজ্যের প্রশ্ন উওর || Class 11 History Question Answers 2023
একাদশ শ্রেণির ইতিহাস- গুপ্ত সাম্রাজ্যের প্রশ্ন উওর

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় 'রাজনৈতিক বিবর্তন : শাসন কার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা' থেকে  গুপ্ত বংশ বা গুপ্ত সাম্রাজ্য সংক্রান্ত  25 + History GK Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভারতের প্রাচীন একটি সাম্রাজ্য অর্থাৎ গুপ্ত সাম্রাজ্য সংক্রান্ত একাধিক প্রশ্ন বিভিন্ন চাকরির পরিক্ষায় এসে থাকে। তাই আজকের এই History  GK Question Answers In Bengali গুলো একাদশ শ্রেণির ইতিহাস পরিক্ষা সহ বিভিন্ন চাকরির পরিক্ষার যেমন - WBCS Exam, Bank, Rail,SSC ইত্যাদির জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একাদশ শ্রেণির ইতিহাস- গুপ্ত সাম্রাজ্যের প্রশ্ন উওর || Class 11 History Question Answers 2023

১. কোন রাজাকে ‘মহারাজাধিরাজ' উপাধি দেওয়া হয়?

উত্তর: প্রথম চন্দ্রগুপ্ত

২. কোন গুপ্তশাসক দক্ষিণ ভারত অভিযান করেছিলেন এবং একজন বীনাবাদক ছিলেন?

উত্তর: সমুদ্র গুপ্ত

৩. নবরত্ন সভা কার আমলে ছিল? 

উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৪. কোন গুপ্ত শাসক মাতৃসূত্রে লিছবী বংশের সাথে যুক্ত ছিলেন? 

উত্তর: সমুদ্র গুপ্ত

৫. সমুদ্রগুপ্তের কৃতিত্বের কাহিনী কোথায় বর্ণিত আছে? 

উত্তর: এলাহাবাদ স্তম্ভলিপিতে

৬. কে প্রথম গুপ্ত শাসক ছিলেন? 

উত্তর: শ্রীগুপ্ত

৭. গুপ্ত সাম্রাজ্যে রুপোর মুদ্রা কি নামে পরিচিত ছিল?

উত্তর: রুপিয়াকা।

৮. কোন গুপ্ত রাজার আমলে চীনা পরিব্রাজক ফা-হিয়েন এসেছিলেন? 

উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৯. গুপ্ত বংশের কোন রাজাকে ভারতের নেপোলিয়ন বলা হয়?

উত্তর: সমুদ্রগুপ্ত

১০. কে অশ্বমেধ যজ্ঞের সূচনা করেছিলেন? উত্তর: সমুদ্রগুপ্ত

১৬. নিম্নলিখিত কোন সাহিত্যটি গুপ্তযুগের সময়ের নয়?

উত্তর: চরকসংহিতা

১২. কালিদাস সাহিত্য কোন আমলে?

উত্তর: গুপ্ত

১৩. ভারতীয় মন্দিরগুলিতে স্থাপত্যকার্য কোন শাসনকালে শুরু হয়েছিল?

উত্তর: গুপ্ত

১৪. ‘বিক্রমাদিত্য ’উপাধি কে ধারণ করেছিলেন? 

উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত

১৫. কত খ্রীঃ চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন ভারতে এসেছিলেন?

উত্তর: খ্রীঃ ৫তম শতকে

১৬. ‘মৃচ্ছকটিকা' গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর: শুদ্রাক্ষ

১৭. গুপ্ত যুগের মূল ভাষা কি ছিল?

উত্তর: সংস্কৃত

১৮, শ্রীলঙ্কার শাসক মেঘবর্ষাকে কোন গুপ্তশাসক গয়াতে বুদ্ধমন্দির তৈরী করার অনুমতি দিয়েছিলেন? 

উত্তর: সমুদ্রগুপ্ত

১৯. কুমারসম্ভবম গ্রন্থের রচয়িতা কে ছিলেন?

উত্তর: গুপ্ত

২০. আর্যভট্ট এবং বিক্রমাদিত্য কোন যুগের ছিলেন? 

উত্তর: গুপ্ত

২১. “মৃচ্ছকটিকা” হল একটি- 

উত্তর: নাটক

২২. ‘পঞ্চতন্ত্র' কে রচনা করেছিলেন?

উত্তর: বিষ্ণুশর্মা

২৩. ধন্বন্তরী কে ছিল?

উত্তর: চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের আমলে একজন বিখ্যাত চিকিৎসক

২৪. ডেসিমেল-এর প্রবর্তক কে ছিলেন?

উত্তর: ভাস্কর।

২৫. ভারতীয় সভ্যতায় কোন আমলে সবথেকে বেশী বিদেশীরা এসেছিলেন?

উত্তর:গুপ্ত যুগে

২৬. কোন ভারত শাসক হুনশাসক তোরমানকে পরাজিত করেছিল? 

উত্তর: ইশানবর্মা

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top