চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পিয়ন, এসিস্ট্যান্ট সহ বিভিন্ন স্থায়ী গ্রুপ ডি ও গ্রুপ সি পদে কর্মী নিয়োগের আবেদন শুরু হয়েছে। যেখানে মোট 124 শূন্যপদ রয়েছে। নিচের ছকটিতে সমস্ত বিবরণ দেওয়া হলো। সবকিছু ভালো করে দেখার জন্য ।।
শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের চাকরি || বেতন, যোগ্যতা এবং আবেদন পদ্ধতি দেখে নিন
চাকরির পরিক্ষার খবর | WBEDUCATION5 |
---|---|
নিয়োগকারী | প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় |
পদের নাম | জুনিওর পিওন |
শিক্ষাগত যোগ্যতা | শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস |
মোট শূন্যপদ | 15 টি। |
বেতন | 18 থেকে 47 হাজার |
পদের নাম | লাইব্রেরী এসিস্ট্যান্ট |
শিক্ষাগত যোগ্যতা | যেকোনো বিষয়ে স্নাতক পাস |
মোট শূন্যপদ | 23 টি। |
বেতন | 35800 থেকে 92100 হাজার পযর্ন্ত। |
পদের নাম | টেকনিক্যাল এসিস্ট্যান্ট গ্রেড 2 |
শিক্ষাগত যোগ্যতা | যে কোনো স্টেট টেকনিক্যাল এডুকেশন কাউন্সিল থেকে b.sc/BCA/ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাস হতে হবে। |
মোট শূন্যপদ | 4 টি। |
বেতন | 35800 থেকে 92100 হাজার পযর্ন্ত। |
পদের নাম | Junior Assistant |
শিক্ষাগত যোগ্যতা | উচ্চ মাধ্যমিক বা ওপরে। |
মোট শূন্যপদ | 78 টি। |
বেতন | ____ |
বয়স | 18 থেকে 40 বছর বয়স অবধি আবেদন করতে পারবেন |
আবেদন পদ্ধতি | অফলাইনের মাধ্যমে করতে হবে। |
আবেদন মূল্য | কোনো আবেদন মূল্য লাগবে না। |
আবেদনের তারিখ | আবেদনের শেষ তারিখ 18/08/2022 |
কিভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট http://presiuniv.ac.in/web/universitystaff/login.php এ যেতে হবে। এরপর নিজের Mobile,Email এসব দিয়ে রেজিস্ট্রার করুন। তারপর সমস্ত কিছু ভালো করে পড়ার পর আপনার সমস্ত বিবরণ সহ সুন্দরভাবে আবেদনপত্র ফিলাপ করুন। এর পরবর্তী ধাপ কী তা আপনি আবেদন করলেই জানতে পারবেন।এখানে ক্লিক করো সরাসরি আবেদনের জন্য 👉 : http://www.presiuniv.ac.in/web/webannoncement200720224.php
Tags : চাকরির পরিক্ষার খবর 2022 | পশ্চিমবঙ্গে চাকরির খবর 2022 | বেসরকারি চাকরির খবর | west Bengal jobs recruitment 2022 | wb jobs 2022 | wb job news 2022