যেকোনো পরিক্ষার জন্য সেরা কিছু ইতিহাস GK || History GK Question Answers In Bengali

0

 

যেকোনো পরিক্ষার জন্য সেরা কিছু ইতিহাস GK || History GK Question Answers In Bengali
History GK Question Answers In Bengali 


আজকের এই ব্লগের মাধ্যমে আমি কিছু সেরা ইতিহাস জি.কে প্রশ্ন উওর (History GK Question Answers In Bengali) আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকের এই প্রশ্ন গুলো বিভিন্ন Competitive Exams ছাড়াও বিভিন্ন Online Quiz Or Offline Quiz এ এসে থাকে। 

যেকোনো পরিক্ষার জন্য সেরা কিছু ইতিহাস GK || History GK Question Answers In Bengali 

1- ভারতের প্রথম রাষ্টপতির নাম কি? 

উত্তর :- ডক্টর রাজেন্দ্র প্রসাদ।

2- ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? উত্তর :- ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ।

3- ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উওর :- জহরলাল নেহেরু। 

4- ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? 

উত্তর : শ্রীমতি ইন্দিরা গান্ধী। 

5- ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? 

উওর : ওয়ারেন হেস্টিংস। 

6- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? 

উওর : লর্ড মাউন্টব্যাটেন। 

7- স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? 

উত্তর : চক্রবর্তী রাজগোপালাচারি।

8- ইংলিশ চ্যানেল সাঁতরে পার করা প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? 

উত্তর : আরতি সাহা।

9- প্রথম ভারতীয় মহিলা রাজ্যপালের নাম কি? 

উত্তর : সরোজিনী নাইডু। 

10- ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ কে ছিলেন?

উত্তর :- গণেশ বাসুদেব মাভলংকার (Ganesh Vasudev Mavalankar)

11- ভারতীয় পুলিশে চয়নিত প্রথম মহিলা কে ছিলেন? 

উওর : কিরন বেদী। 

12- ভারতীয় রাষ্ট্র কংগ্রেসের প্রথম মহিলা অধ্যক্ষ কে ছিলেন?

উত্তর : অ্যানি বেসান্ত।

13- মিস ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড এ সম্মানিত প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? 

উওর : রীতা ফারিয়া। 

14- মিস ইউনিভার্স অ্যাওয়ার্ড জয়ি প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? 

উওর : সুস্মিতা সেন।

15- ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি?

উওর : সুচেতা কৃপালিনী ( উওরপ্রদেশ ) 

16- ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর : শ্রীমতি প্রতিভা পাটেল। 

17- ভারতীয় লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষ কে ছিলেন? 

উত্তর : মীরা কুমার।

18- ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? 

উত্তর : নীলগিরি। 

19- ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি?

উওর : বঙ্গভাষা প্রকাশিকা সভা। 

20- প্রথম ভারতীয় উপগ্রহ নাম কি? 

উওর : আর্য ভট্ট।

21- কাকে ভারতের প্রথম ইঞ্জিনিয়ার বলা হয়? 

উওর : শিব চন্দ্র নন্দী কে। 

22- কাকে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয়?

উওর : চন্দ্রগুপ্ত মৌর্যকে। 


Tags : 

ইতিহাস জি.কে প্রশ্ন উওর | চাকরির পরিক্ষার ইতিহাস gk | history gk for competitive exam | history important gk question answers for competitive exams | modern Indian history questions for competitive exams | history gk for competitive exam | indian history gk questions for competitive exams 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top