কিছু জানা-অজানা ভূগোল কুইজ ও প্রশ্ন উওর || geography gk question and answer in bengali

0

 

কিছু জানা-অজানা ভূগোল কুইজ ও প্রশ্ন উওর || geography gk question and answer in bengali
geography gk question and answer in bengali


আজকের এই ব্লগের মাধ্যমে আমি কিছু সেরা ভূগোল জি.কে প্রশ্ন উওর (Geography GK Question And Answers In Bengali) আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকের এই প্রশ্ন গুলো বিভিন্ন Competitive Exams ছাড়াও বিভিন্ন Online Geography Quiz Or Offline Quiz এ এসে থাকে। 

কিছু জানা-অজানা ভূগোল কুইজ ও প্রশ্ন উওর || geography gk question and answer in bengali

১. সূর্যের কাছের গ্রহের নাম কী? 

উওর : বুধ

২. সূর্যের সবথেকে দূরে অবস্থিত গ্রহ কোনটি? 

উওর : নেপচুন

৩. দূরত্বানুযায়ী পৃথিবীর স্থান কত? 

উওর : তৃতীয়

৪. আকৃতি অনুযায়ী পৃথিবীর স্থান কত? 

উওর : পঞ্চম

৫. সবচেয়ে দ্রুতগামী ও ক্ষুদ্রতম গ্রহ কোনটি?

উওর :  বুধ

৬. সর্বাধিক ঘনত্বযুক্ত গ্রহ কোনটি? 

উওর : পৃথিবী

৭. সর্বাপেক্ষা কম ঘনত্বযুক্ত গ্রহের নাম কী?

উওর :  শনি

৮. কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়?উওর : শুক্র

৯. কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়?

উওর : পৃথিবী

১০. কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? 

উওর : মঙ্গল

১১.কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়?

উওর : ইউরেনাস

১২. সৌসজগতের বৃহত্তম গ্রহ কোনটি?

উওর : বৃহস্পতি

১৩. বামন গ্রহের সংখ্যা কত?

উওর : 3টি। প্লুটো, সেরেস এবং এরিস।

১৪. সৌরজগতের বৃহত্তম উপগ্রহের নাম কী?উওর : গ্যানিমিড(বৃহস্পতি)

১৫. শনির বৃহত্তম উপগ্রহের নাম কী?

উওর : টাইটান

১৬. মঙ্গলের দুটি উপগ্রহের নাম লেখো।

উওর : ডিমোস ও ফোবস

১৭. চ্যারণ কার উপগ্রহ?

উওর : প্লুটোর

১৮. সূর্যের পর আমাদের কাছের নক্ষত্ৰ কোনটি? 

উওর : পক্সিমা সেন্টাউরি

১৯. সৌরজগতের সবচেয়ে বড়ো নক্ষত্র কোনটি? 

উওর : লুব্ধক

২০. এরিসের পূর্বনাম কী ছিল? 

উওর : জেনা

২১. বৃহস্পতির উপগ্রহের সংখ্যা কয়টি?

উওর : ৬৭ টি

২২. সৌরজগতের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?

উওর : সিরিয়াস

২৩. পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি?

উওর : স্পুটনিক (রাশিয়া)

২৪. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী?

উওর : আর্যভট্ট (1975,19 April)

২৫. কোন ধুমকেতু 76 বছর বাদে বাদে দেখা যায়? 

উওর : হ্যালীর ধুমকেতু (HALLY'S COMET ) এটি শেষ দেখা গেছিল 1986।আবার দেখা যাবে 2062 সালে।


Tags : 

ভূগোল জি.কে প্রশ্ন উওর | চাকরির পরিক্ষার ভূগোল gk | Geography gk for competitive exam | Geography important gk question answers for competitive exams | Geography questions for competitive exams | Geography gk for competitive exam | Geography gk questions for competitive exams 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top