স্বাধীনতা সংগ্রামের সমকালীন পত্রপত্রিকার তালিকা || মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উওর 2023

0

 

স্বাধীনতা সংগ্রামের সমকালীন পত্রপত্রিকার তালিকা || মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উওর 2023
স্বাধীনতা সংগ্রামের সমকালীন পত্রপত্রিকার তালিকা


আজকেরই ব্লকের মাধ্যমে আমরা মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ- বিভিন্ন পত্রপত্রিকার একটি তালিকা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। যেমন- হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?, দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? ইত্যাদি। 

স্বাধীনতা সংগ্রামের সমকালীন পত্রপত্রিকার তালিকা || মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উওর 2023

নিচের তালিকাটা ভালো করে দেখার জন্য নিজের ফোনটাকে Desktop Mode এ করে নাও।।

পত্র-পত্রিকা সম্পাদক প্রকাশক / স্থান প্রকাশকাল
দিগদর্শন মার্শম্যান শ্রীরামপুর মিশনারিজ 1818 খ্রিষ্টাব্দে
নিউ ইন্ডিয়া কমন উইল মাদ্রাজ 1843 খ্রিষ্টাব্দে
হিন্দু প্যাট্রিয়ট হরিশচন্দ্র মুখোপাধ্যায় ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1853 খ্রিষ্টাব্দে
অমৃতবাজার পত্রিকা শিশির কুমার ঘোষ কলকাতা 1858 খ্রিষ্টাব্দ
দ্য বেঙ্গলি সুরেন্দ্রনাথ ব্যানার্জি কলকাতা 1879 খ্রিষ্টাব্দ
সন্ধ্যা ব্রহ্মবান্ধব উপাধ্যায় কলকাতা 1904 খ্রিষ্টাব্দ
সঞ্জীবনী কৃষ্ণকুমার মিত্র কলকাতা 1905 খ্রিষ্টাব্দ
যুগান্তর রাবীন্দ্র কুমার ঘোষ যুগান্তর দল 1906 খ্রিষ্টাব্দ
হিন্দুস্থান গদর লালা হরদয়াল ____ 1913 খ্রিষ্টাব্দ

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top