West Bengal Board Class 12 History MCQ Question Answer || দ্বাদশ শ্রেণির ইতিহাস MCQ Test 2023

0

 

West Bengal Board Class 12 History MCQ Question Answer || দ্বাদশ শ্রেণির ইতিহাস MCQ Test 2023
Class 12 History MCQ Question Answer


আজকের এই ব্লগে আমরা দ্বাদশ শ্রেণীর  ইতিহাস (WBCHSE Class 12
History MCQ Question Answer) 
বিভিন্ন অধ্যায়ের বা উচ্চ মাধ্যমিক ইতিহাস বিভিন্ন অধ্যায়ের (West Bengal Board Class 12 History MCQ Question Answer) সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও 24 টি History MCQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে এটি প্রথম পর্ব। পরবর্তীকালে আমরা প্রতিদিনই তোমাদের সঙ্গে উচ্চ মাধ্যমিক বিভিন্ন অধ্যায়ের 20- 25 টি করে MCQ & SAQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো।।

West Bengal Board Class 12 History MCQ Question Answer || দ্বাদশ শ্রেণির ইতিহাস MCQ Test 2023

 

1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:



(i) জেমস মিল রচিত গ্রন্থটি হল - 


(a) ওরিয়েন্টালিজম 


(b) দি স্পিরিট অব্ লজ 


(c) দাস ক্যাপিটাল 


(d) হিস্ট্রি অব্ ব্রিটিশ ইন্ডিয়া


Ans : হিস্ট্রি অব্ ব্রিটিশ ইন্ডিয়া


(ii) ছেড়ে আসা গ্রাম কী ধরনের সাহিত্য?


(a) লোককথা


(b) কিংবদন্তি


(c) পৌরাণিক কাহিনি


(d) স্মৃতিকথা


Ans : স্মৃতিকথা


(iii) কবে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়?


(a) 1813 খ্রিস্টাব্দে 


(b) 1815 খ্রিস্টাব্দে


(c) 1828 খ্রিষ্টাব্দে


(d) 1830 খ্রিস্টাব্দে


Ans : 1815 খ্রিস্টাব্দে


(iv) কে বাংলায় দ্বৈত শাসনব্যবস্থার অবসান ঘটিয়েছিলেন?— 


(a) ওয়ারেন হেস্টিংস 


(b) লর্ড ক্লাইভ 


(c) লর্ড বেন্টিংক


(d) লর্ড কর্নওয়ালিশ


Ans : ওয়ারেন হেস্টিংস 


(v) 'এক জাতি, এক ধর্ম এবং এক ঈশ্বর' আদর্শটি প্রচার করেন-


(a) ডিরোজিয়ো 


(b) শ্রীনারায়ণ গুরু 


(c) জ্যোতিবা ফুলে 


(d) শ্রী শ্রীরামকৃষ্ণদেব


Ans : শ্রীনারায়ণ গুরু 


(vi) কো-হং ছিল একটি—


(a) সামরিক সংগঠন 


(b) শিল্প সংগঠন


(c) শ্রমিক সংগঠন


(d) বণিক সংগঠন


Ans : বণিক সংগঠন


(vii) ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয়-

(a) লর্ড ওয়ারেন হেস্টিংসকে


(b) লর্ড কর্নওয়ালিশকে 


(c) লর্ড বেন্টিংককে


(d) লর্ড ক্যানিংকে


Ans : লর্ড কর্নওয়ালিশকে 


(viii) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলা

West Bengal Board Class 12 History MCQ Question Answer || দ্বাদশ শ্রেণির ইতিহাস MCQ Test 2023

বিকল্পসমূহ :


(a) (i)-D, (ii)-A, (iii)-B, (iv)-C 


(b) (i)-B, (ii)-C, (iii)-D, (iv)-A


(c) (i)-A, (ii)-C, (iii)-D, (iv)-B 


(d) (i)-C, (ii)-D, (iii)-B, (iv)-A


(ix) শুদ্ধি আন্দোলন শুরু করেছিলেন- 


(a) স্বামী দয়ানন্দ সরস্বতী 


(b) বীরসালিাম পানতুলু


(c) নারায়ণ গুরু


(d) জ্যোতিবা ফুলে


Ans : স্বামী দয়ানন্দ সরস্বতী 


(x) প্রথম বাংলা সংবাদপত্র কোনটি?


(a) বন্দেমাতরম


(b) সমাচার দর্পণ


(c) হিন্দু প্যাট্রিয়ট


(d) দিগ্‌দর্শন


Ans : দিগ্‌দর্শন


(xi) রাওলাট কমিশনের অপর নাম হল-


(a) সাইমন কমিশন


(b) সিডিশন কমিশন


(c) হুইটলি কমিশন


(d) ক্রিপস কমিশন


Ans : সিডিশন কমিশন


(xii) নবান্ন নাটকটির রচয়িতা কে?


(a) বিজন সরকার


(b) সুকান্ত ভট্টাচার্য


(c) বিজন ভট্টাচার্য


(d) ভবানী ভট্টাচার্য


Ans : বিজন ভট্টাচার্য


(xiii) কত খ্রিষ্টাব্দে সাইমন কমিশন ভারতে এসেছিল? 


(a) 1920 খ্রিস্টাব্দে


(b) 1927 খ্রিস্টাব্দে


(c) 1928 খ্রিস্টাব্দে


(d) 1929 খ্রিস্টাব্দে


Ans : 1928 খ্রিস্টাব্দে


(xiv) স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন-


(a) জওহরলাল নেহরু 


(b) ড. রাজেন্দ্র প্রসাদ 


(c) সরদার বল্লভ ভাই প্যাটেল 


(d) আব্দুল কালাম আজাদ


Ans : জওহরলাল নেহরু 


(xv) তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন— 


(a) অজয় মুখোপাধ্যায় 


(b) সতীশচন্দ্র সামন্ত


(c) আবুল কালাম আজাদ 


(d) এস রাধাকৃষ্ণন


Ans : সতীশচন্দ্র সামন্ত


(xvi) যে-জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল—


(a) টাইটানিক


(b) তলোয়ার


(c) কোমাগাতামারু


(d) র‍্যাভেন


Ans : তলোয়ার


xvii) "পুরাণে বর্ণিত রাজবংশগুলির অস্তিত্বের বেশিরভাগই স্বীকৃত সত্য"-উক্তিটি কার? 

(a) দিব্যজ্যোতি মজুমদার 


(b) ড. রণবীর চক্রবর্তী 


(c) সুমিত সরকার


(d) স্যার যদুনাথ সরকার 


Ans : ড. রণবীর চক্রবর্তী 


xviii) - কিংবদন্তির একটি বৈশিষ্ট্য হল


(a) বাস্তবধর্মিতা


(b) অতিরঞ্জন 


(c) ধর্মকেন্দ্রিকতা


(d) ঘটনাকেন্দ্রিকতা


Ans : অতিরঞ্জন


(xix) Now or Never বইটি লিখেছিলেন—


(a) আগা খান


(b) মোহম্মদ আলি জিন্নাহ


(c) বালগঙ্গাধর তিলক


(d) চৌধুরী রহমত আলি


Ans : মোহম্মদ আলি জিন্নাহ


(xx) মন্টেগু-চেমসফোর্ড শাসনসংস্কার আইনকে 'দাসত্বের পরিকল্পনা বলে অভিহিত করেছিলেন- 


(a) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 


(b) অ্যানি বেসান্ত


(c) মোহম্মদ আলি জিহ্


(d) গান্ধীজি


Ans : অ্যানি বেসান্ত


(xxi) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও


West Bengal Board Class 12 History MCQ Question Answer || দ্বাদশ শ্রেণির ইতিহাস MCQ Test 2023


বিকল্পসমূহ :


(a) (i)-C, (ii)-B, (iii)-A, (iv)-D


(b) (i)-D. (i)-A, (iii)-B, (iv)-C 


(c) (i)-C, (ii)-A, (iii)-D, (iv)-B


(d) (i)-B, (ii)-A, (iii)-C, (iv)-D


Ans : (i)-B, (ii)-A, (iii)-C, (iv)-D


(xxii) কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়- 


(a) 1817 খ্রিস্টাব্দে


(b) 1824 খ্রিস্টাব্দে


(c) 1836 খ্রিস্টাব্দে 


(d) 1866 খ্রিস্টাব্দে


Ans : 1817 খ্রিস্টাব্দে


xxiii) কোন মহিলা স্বাধীনতা সংগ্রামী 'গান্ধিবুড়ি' নামে পরিচিত? 


(a) মাতঙ্গীনি হাজরা 


(b) সরোজিনী নাইডু


(c) অ্যানি বেসান্ত 


(d) কল্পনা দত্ত


Ans : মাতঙ্গীনি হাজরা 


(xiv) কত খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করে?


(a) 1941


(b) 1942


(c) 1943


(d) 1944


Ans : 1941


আশাকরি যে, দ্বাদশ শ্রেণীর  ইতিহাস (WBCHSE Class 12 History MCQ Question Answer) বিভিন্ন অধ্যায়ের বা উচ্চ মাধ্যমিক ইতিহাস বিভিন্ন অধ্যায়ের (West Bengal Board Class 12 History MCQ Question Answer) সবচেয়ে গুরুত্বপূর্ণ 24 টি History MCQ Question Answer তোমাদের কাজে লাগবে।।

Tags :  উচ্চমাধ্যমিক ইতিহাস MCQ | দ্বাদশ শ্রেণীর ইতিহাস MCQ | WBCHSE History MCQ | Class 12 History MCQ | HS History MCQ Test | MCQ Question Answer | MCQ Test | History MCQ | Madhyamik MCQ Question Answer | Modern Indian History MCQ | Indian History MCQ | History MCQ Test | Class 12 History MCQ Test | Madhyamik History | Ucchamadhyamik History Question Answer | WB Class 12 history mcq solved | hs history question bank solved | class 12 history question bank solved | Class 12 WBHA Test Paper History MCQ Solved  | WBCS History MCQ | WBCS History MCQ Mocktest | History MCQ For WBCS | SSC History MCQ Test | history mcq for ssc

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top