Class 10 Physical Science MCQ Question Answer |
আজকের এই ব্লগে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান (WBBSE Madhyamik Physical Science MCQ Question Answer) বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 Physical Science MCQ Question Answer) আরও কিছু গুরুত্বপূর্ণ 20 টি Physical Science MCQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে এটি Part 5 । পরবর্তীকালে আমরা প্রতিদিনই তোমাদের সঙ্গে মাধ্যমিক বিভিন্ন অধ্যায়ের 20-25 টি করে MCQ & SAQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
WBBSE Class 10 Physical Science MCQ Question Answer Part 5 || মাধ্যমিক ভৌতবিজ্ঞান MCQ 2023
বহু বিকল্পভিত্তিক প্রশ্ন :
1. সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো :
1.1. ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে?
(a) গ্লোবাল ওয়ার্মিং
(b) CFC
(c) UV- রে
(d) CH4
Ans : CFC
1.2. স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের V বনাম T লেখচিত্রটি হল-
(a) মূলবিন্দুগামী সরলরেখা
(b) T অক্ষের সমান্তরাল সরলরেখা
(c) সমপরাবৃত্তাকার
(d) উপবৃত্তাকার
Ans : মূলবিন্দুগামী সরলরেখা
1.3. 12g কার্বনের সঙ্গে 32g অক্সিজেনের বিক্রিয়ায় কত মোল কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হবে?
(a) 1
(b) 0.5
(c) 2
(d) 4.4
Ans : 1
1.4- লেন্সের আলোককেন্দ্রে কোনো আলোকরশ্মির চ্যুতি হয় -
(a) 0°
(b) 45
(c) 60°
(d) 90°
Ans : 0°
1.6. সাদা আলোর কোন বর্ণের জন্য কাচের প্রতিসরাঙ্ক সর্বোচ্চ?
(a) লাল
(b) সবুজ
(c) বেগুনি
(d) হলুদ
Answer : বেগুনি
1.7. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি?
(a) তামা
(b) নাইক্লোম
(c) টাংস্টেন
(d) অ্যালুমিনিয়াম
Ans : টাংস্টেন
1.8.কোনটি তড়িৎশক্তির একক –
(a) কিলোওয়াট
(b) ভোল্ট x অ্যাম্পিয়ার
(c) কিলোওয়াট-ঘন্টা
(d) ভোল্ট / অ্যাম্পিয়ার
Ans : কিলোওয়াট-ঘন্টা
1.9. চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যাওয়ার সময় কোন রশ্মির বিক্ষেপ সবচেয়ে বেশি হবে?
(a) আলফা রশ্মি
(b) বিটা রশ্মি
(c) গামা রশ্মি
(d) X- রশ্মি
Ans : বিটা রশ্মি
1.10. কোনটি ক্ষার ধাতুর শ্রেণি?
(a) IA
(b) IIA
(c) শূন্য শ্রেণী
(d) VIIB
Ans : IA
1.11. কোনটি আয়নীয় যৌগ নয়-
(a) NaCl
(b) MgCl2
(c) NH3
(d) KOH
Ans : NH3
1.12. প্রদত্ত কোনটি তীব্র তড়িদবিশ্লেষ্য
(a) H2CO3
(b) NaOH
(c) NH4OH
(d) HCOOH
Ans : NaOH
1.13. থার্মিট মিক্সচার হল-
(a) Fe2O3+Al চূর্ণ
(b) Fe2O3+ Zn চূর্ণ
(c) Fe2O3+ Fe চূর্ণ
(d) Fe2O3+ Cu চূর্ণ
Ans : Fe2O3+Al চূর্ণ
1.14. প্রদত্ত কোন একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন?
(a) C3H6
(b) C2H4
(c) C2H2
(d) C2H6
Ans : C3H6
1.15- অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে ব্যবহৃত হয় -
(a) গাঢ় H2SO4
(b) অনার্দ্র CaCl2
(c) Ca0
(d) P2O5
1.16. কোনটি জীবাশ্ম জ্বালানি নয় ?
(a) গোবর গ্যাস
(b) প্রাকৃতিক গ্যাস
(c) পেট্রোলিয়াম
(d) কয়লা
Ans : পেট্রোলিয়াম
আশাকরি যে, দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান (WBBSE Madhyamik Physical Science MCQ Question Answer) বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 Physical Science MCQ Question Answer) সবচেয়ে গুরুত্বপূর্ণ 22 টি Physical Science MCQ Question Answer তোমাদের কাজে লাগবে।।