কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় বা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শের (WBCHSE Class 12 Political Science Question Answer Chapter 1 In Bengali ) একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিষয় "কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো|| WBCHSE Class 12 Political Science Question Answer & Notes" এর উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।
কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো
ভূমিকাঃ কার্ল মার্কসের তত্ত্বের মূলনীতিগুলির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হলো ঐতিহাসিক বস্তুবাদ। সামাজিক চিন্তাধারা সমাজ এবং ক্রমবিকাশের বিশ্লেষণে দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূলনীতি গুলির প্রয়োগকে বলা হয় ঐতিহাসিক বস্তুবাদ।
ঐতিহাসিক বস্তুবাদের মূল বক্তব্যঃ
ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে মার্কস এবং এঙ্গেলস যা বলেছেন এবং যেসব মূল সূত্র নির্দেশ করেছেন, সেগুলো হল -
প্রথমতঃ আলোচ্য তত্ত্ব অনুসারে বাঁচার জন্য মানুষের প্রয়োজন কিছু জীবন ধরনের উপকরণ। যেমন -খাদ্য,বস্ত্র,বাসস্থান প্রভৃতি। এইসব উপকরণ গুলোর জন্য সূচনা হয় সমবেত উৎপাদনের এবং শুরু হয় মানুষের সমাজ জীবন।
মার্কস এবং এঙ্গেলস এর মতে একটি সমাজের উন্নয়ন নির্ভর করে সমাজের উৎপাদনের দুটি ধারার উপর। সেগুলির মধ্যে প্রথমটি হল উৎপাদন শক্তি এবং দ্বিতীয়টি হল উৎপাদন সম্পর্ক।
দ্বিতীয়তঃ উৎপাদন শক্তি বলতে বোঝায়, প্রাকৃতিক সম্পদ, উৎপাদন যন্ত্র,শ্রম, দক্ষতা প্রযুক্তি প্রভৃতির সমন্বয়। এবং অপরদিকে উৎপাদন সম্পর্ক বলতে বোঝায় - উৎপাদন যন্ত্র এবং তার সঙ্গে যুক্ত মানুষের সম্পর্ক । এবং উৎপাদনে যুক্ত মানুষের পারস্পরিক আন্তর সম্পর্ক।
তৃতীয়তঃ বস্তুবাদী দর্শনের মার্কস এবং এঙ্গেলস ঐতিহাসিক সমাজকে দুই ভাগে ভাগ করেছিলেন। যথা প্রথমটি হল বৈর উৎপাদন সম্পর্কের সমাজ এবং দ্বিতীয়টি হল অবৈধ উৎপাদন সম্পর্কের সমাজ।
মার্কসবাদীদের মতে বৈর উৎপাদন সম্পর্ক সমাজ হল সেই সমাজ, যেখানে উৎপাদনের উপকরণের মালিকানা সামান্য কয়েকজন ব্যক্তির হাতে থাকে। এরাই সমস্ত উৎপাদন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাই স্বাভাবিকভাবেই এই সমাজে শ্রমের মালিক বঞ্চিত এবং শোষিত হয়। এখানে উপকরণের মালিক অর্থাৎ কারখানার মালিক সম্পূর্ণ লাভবান হয়।
অপরদিকে অবৈর উৎপাদন সম্পর্ক বলতে বোঝায় শ্রেণীহীন এবং শোষনহীন সমাজ। অর্থাৎ যেই উৎপাদন সম্পর্কে সমাজের উৎপাদনে যারা শ্রম দেয়, সেই শ্রমিক শ্রেণী উৎপাদনের উপকরণের মালিক এবং তারাই সামগ্রিক উৎপাদন প্রক্রিয়া পরিচালনা করে। এই সমাজের উদাহরণ হল সমাজতন্ত্র।
Tags :