History MCQ For Competitive Exams And Class 10 |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা মাধ্যমিক ইতিহাস বা দশম শ্রেণির ইতিহাস (WBBSE Class 10 or Madhyamik History MCQ Question Answer) থেকে 20 টি History MCQ Question Answer শেয়ার করবো, যেগুলো মাধ্যমিক সহ Job Exams or Competitive Exams যেমন - WBCS Exam, Bank, Rail, ইত্যাদি পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।।
TOP 20 History MCQ For Competitive Exams And Class 10 || WB History GK Question Answer
১১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বাদর্শন পত্রিকাটি প্রকাশিত হয়েছিল -
(ক) ১৮১৮ খ্রি:
(খ) ১৮৫৮ খ্রি:
(গ) ১৮৭২ খ্রি:
(ঘ) ১৮৫৩ খ্রি:
ans : ১৮৭২ খ্রি:
১.২. বিপিনচন্দ্র পাল লিখেছেন -
(ক) সত্তর বৎসর
(খ) জীবনস্মৃতি
(গ) এ নেশন ইন মেকিং
(ঘ) আনন্দমঠ
ans : সত্তর বৎসর
Read More👇
What Is Car Insurance? Best Car Insurance Plan & Companies সম্পর্কে জানতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন।
What Is Car Insurance | Types Of Car Insurance | Best Car Insurance Plan For You
১.৩- নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন—
(ক) কালিপ্রসন্ন সিংহ
(খ) মাইকেল মধুসুদন দত্ত
(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(ঘ) রেভারেন্ড জেমস লং
ans : রেভারেন্ড জেমস লং
১.৪. নববিধান সভা প্রতিষ্ঠা করেন-
(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) কেশবচন্দ্র সেন
(গ) রামমোহন রায়
(ঘ) আনন্দ মোহন বসু
ans : কেশবচন্দ্র সেন
১.৫. সতীদাহ প্রথা রদ হয়েছিল-
(ক) রেগুলেশন XIV দ্বারা
(খ) রেগুলেশন XV দ্বারা
(গ) রেগুলেশন XVII দ্বারা
(ঘ) রেগুলেশন XVIII দ্বারা
ans : রেগুলেশন XVIII দ্বারা
১.৬. বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের উল্লেখ আছে, সেটি হল -
(ক) দেবী চৌধুরাণী
(খ) আনন্দমঠ
(গ) কপালমুন্ডলা
(ঘ) রাধারাণি
ans : দেবী চৌধুরাণী
১.৭. সাঁওতাল বিদ্রোহের সময় গভর্ণর জেনারেল ছিলেন-
(ক) লর্ড আর্মহাস্ট
(খ) লর্ড বেন্টিঙ্ক
(গ) লর্ড ডালহৌসি
(ঘ) লর্ড ক্যানিং
ans : লর্ড ডালহৌসি
১.৮. ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেছেন—
(ক) ডিসরেলি
(খ) জন সিলি
(গ) চার্লস রেকস
(ঘ) দাদাভাই নওরোজি
ans : ডিসরেলি
১.৯- জমিদার সভা প্রতিষ্ঠা করেন-
(ক) নবগোপাল মিত্র
(খ) অশ্বিনী কুমার দত্ত
(খ) প্রসন্নকুমার ঠাকুর
(ঘ) দ্বারকানাথ ঠাকুর
ans : দ্বারকানাথ ঠাকুর
১.১০ হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়-
ক) ১৮৬৭ খ্রি:
(খ) ১৮৭৫ খ্রি:
(গ) ১৮৭৬ খ্রি:
(ঘ) ১৮৮০ খ্রি:
ans : ১৮৬৭ খ্রি:
১.১১. ইউ রায় অ্যান্ড সঙ্গ প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৮৮০ খ্রি:
(খ) ১৮৮৫ খ্রি:
(গ) ১৮৯০ খ্রি:
(ঘ) ১৮৯৫ খ্রি:
ans : ১৮৯৫ খ্রি:
১.১২. জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন-
(ক) সতীশচন্দ্র মুখোপাধ্যায়
(খ) জগদীশচন্দ্র বসু
(খ) রাসবিহারী ঘোষ
(ঘ) রাধানাথ শিকদার
ans : রাসবিহারী ঘোষ
১.১৩- নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল-
(ক) ১৯২০ খ্রি:
(খ) ১৯২৯ খ্রি:
(গ) ১৯৩১ খ্রি:
(ঘ) ১৯৩৪ খ্রি:
ans : ১৯২০ খ্রি:
১.১৪. ফ্লাউড কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? -
(ক) চম্পারণ
(খ) তেভাগা
(গ) তেলেঙ্গানা
(ঘ) মোপলা
ans : তেভাগা
১.১৫. ভারতে প্রথম মে দিবস পালন করা হয়-
(ক) ১৯০৫, ১৫ আগস্ট
(খ) ১৯২০, ১ মে
(গ) ১৯২২, ১ মে
(ঘ) ১৯২৩, ১ মে
ans : ১৯২৩, ১ মে
১.১৬ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল-
(ক) ১৫ অক্টোবর, ১৯০৫ খ্রি:
(খ) ১৬ অক্টোবর, ১৯০৫ খ্রি:
(গ) ১৫ জুলাই, ১৯০৫ খ্রি:
(ঘ) ১৬ জুলাই, ১৯০৫ খ্রি:
ans : ১৬ অক্টোবর, ১৯০৫ খ্রি:
১.১৭. সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল-
(ক) অনুশীলন সমিতি
(খ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
(গ) গদর দল
(ঘ) বেলাল ভলান্টিয়াস
ans : ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
১.১৮. পুণা চুক্তি স্বাক্ষরিত হয়-
(k) ১৯৩০ খ্রী:
(খ) ১৯৩১ খ্রী:
(গ) ১৯৩২ খ্রী:
(ঘ) ১৯৩০ খ্রী:
ans : ১৯৩২ খ্রী:
১.১৯ 'এ ট্রেন টু পাকিস্তান' গ্রন্থটি লিখেছেন—
(ক) ভি পি মেনন
(খ) খুশবন্ত সিংহ
(গ) জওহরলাল নেহরু
(ঘ) সলমন
ans : খুশবন্ত সিংহ
১.২০- সরকারি ভাষা কমিশন গঠিত হয়—
(ক) ১৯৫৩ খ্রী:
(খ) ১৯৫৭ খ্রীঃ
(গ) ১৯২০ খ্রি
(ঘ) ১৯৫৫ খ্রী:
ans : ১৯৫৩ খ্রী: