WB Class 12 History Notes 2023 |
আজকের এই ব্লগে আমরা উচ্চমাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায় বা দ্বাদশ শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায় (WBCHSE Class 12 History Question Answer Chapter 7) ঠান্ডা লড়াইয়ের যুগের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন "লংমার্চ কি? এর পটভূমি বা কারণ ও গুরুত্ব লেখো। || WB Class 12 History Notes 2023" শেয়ার করবো।
লংমার্চ কি? এর পটভূমি বা কারণ ও গুরুত্ব লেখো। || লংমার্চ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ
উওর : লংমার্চ বলতে চীনের কমিউনিস্ট নেতা মাও-সে-তুং এর পরিবার এবং চীনের প্রায় এক লক্ষ কমিউনিস্ট তার পরিবারসহ ১৯৩৪ খ্রিস্টাব্দের ১৬ই অক্টোবর চীনের বিভিন্ন দুর্গম্পদ যেমন পাহাড়,নদী,সরকারি বাহিনীর আক্রমণ স্থল, দুখঃ দূর্দশা ইত্যাদি অতিক্রম করে যে দীর্ঘ ছয় মাইল পথের যাত্রা করেছিল, তাই লং মার্চ অথবা দীর্ঘযাত্রা নামে পরিচিত।
মাও সে-তুং এবং তার সঙ্গে সেই এক লক্ষ কমিউনিস্ট নেতারা তাদের পরিবার সহ ১৯৩৪ খ্রিষ্টাব্দের 16 অক্টোবর তাদের লং মার্চ শুরু করেছিলেন। এবং এটি শেষ হয়েছিল ১৯৩৫ খ্রিস্টাব্দের ২০ অক্টোবর। অর্থাৎ এই লং মার্চ চলেছিল ৩৭০ দিন।
লং মার্চের প্রেক্ষাপট বা এর কারণঃ-
কুয়োমিন্তাং দল এবং চীনের কমিউনিস্ট মৃতদের সম্পর্কের অবনতিঃ
লং মার্চ হওয়ার পেছনে মূল কারণ ছিল চীনের কুয়োমিন্তাং দলের শাসক কাই-সিয়াং- সেনের কমিউনিস্টদের ওপর তীব্র দমন নীতি। প্রথমদিকে চীনে চীনা কমিউনিস্ট পার্টি এবং কুয়োমিন্তাং দল ঐক্যবদ্ধভাবে চীনের রাষ্ট্রীয় ঐক্য প্রতিষ্ঠা, চীনা সমরনায়কদের উচ্ছেদ করা এবং বিদেশি শক্তিগুলোর হাত থেকে চীনকে রক্ষা করার ক্ষেত্রে মিলিতভাবে কাজ করলেও পরবর্তীকালে কুয়োমিন্তাং দল এবং কমিউনিস্ট দলের পারস্পরিক সম্পর্ক অনেকটাই অবনতি ঘটে। এরমধ্যেই কুয়োমিন্তাং দল চিনা কমিউনিস্ট পার্টির ওপর তীব্র শোষণ এবং অত্যাচার শুরু করে। যার ফলে চীনের বিভিন্ন স্থানে বহু কমিউনিস্ট নিহত এবং আহত হন।
চীনের গৃহযুদ্ধঃ-
চীনের বিভিন্ন শহরে কোন দলের নেতা চিয়াংকাই শেক কমিউনিস্টদের ওপর তীব্র অত্যাচার চালাতে শুরু করলে বহু কমিউনিস্ট নেতা শহর ছেড়ে গ্রামে চলে আসেন এবং তারা সেখানে আসার পর এখানকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেন যার ফলে গ্রামে মাও সেতু এবং তুঁতের নামক দুই নেতা খুবই জনপ্রিয় হয়ে ওঠেন এভাবে গ্রামে চীনা কমিউনিস্ট পার্টি অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে এতে ভীত হয়ে কমিউনিস্ট প্রভাব রোধ করার জন্য গ্রামাঞ্চলে কৃষকদের দমন করার চেষ্টা করলে সেখানে সেনাবাহিনী পাঠান সেখানেই গৃহযুদ্ধ শুরু হয়।
জাপানি আক্রমণঃ-
চীনের অভ্যন্তরীণ গোলযোগের সঠিক সুযোগ নিয়ে জাপান এই সময় চীন আক্রমণ করে। কিন্তু জাপানের আক্রমণ প্রতিহত করার বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে চিয়াং কাই শেক মূলত কমিউনিস্টদের দমন করার দিকেই বেশি সক্রিয় হয়ে ওঠেন। এজন্য তিনি কমিউনিস্টদের প্রধান ঘাঁটি কিয়াং সি অবরোধ করে তাদের নির্মূল করার চেষ্টা করেন। এবং তার এই অত্যাচার থেকেই মূলত মাও-সে-তুং এবং তার অনুগামী কমিউনিস্টরা লং মার্চের পথে বাড়িয়েছিলেন।
লং মার্চের গুরুত্বঃ-
চীনা কমিউনিস্টদের করা এই দীর্ঘ ৩৭০ দিনের লং মার্চের একাধিক গুরুত্ব ছিল। যেমন-
চীনকে নতুনভাবে আবিষ্কারঃ
ওই দীর্ঘ যাত্রাপথের মাধ্যমে মাও-সে-তুং এবং তার সহগামী কমিউনিস্ট নেতারা চীনের বিভিন্ন জাতিগোষ্ঠী, ভূখণ্ড তাদের সংস্কৃতি ইত্যাদির সঙ্গে পরিচিত হয়েছিলেন এবং তারা চীনকে নতুনভাবে আবিষ্কার করেছিলেন। শুধু এই নয় তারা মূলত চীনের সাধারণ মানুষকে রাজনৈতিক দিক থেকেও সচেতন করেছিলেন।
চিয়াং-কাই-শেক এবং চীনা কমিউনিস্টদের মধ্যে পুনরায় বন্ধুত্বপূর্ণ সম্পর্কঃ-
লংমার্চের পর চীনা কমিউনিস্টরা শেনসি প্রদেশে একটি সাধন রাষ্ট্রের প্রতিষ্ঠা করলে সেখানে তাদের দমন করার উদ্দেশ্যে চিয়াং শেখ আসেন। কিন্তু এই সময় তাকে অপহরণ করে নেওয়া হয়। রাশিয়আর হস্তক্ষেপে তিনি মুক্তিপান। এর ফলে চিয়াং শেখ এবং চীনা কমিউনিস্ট নেতাদের মধ্যে পুনরায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এবং তারা যৌথ উদ্যোগে চীন থেকে জাপানি আক্রমণ মোকাবিলা করার জন্য মিলিতভাবে কাজ করেন।।
চীনে জনগণের প্রজাতন্ত্র প্রতিষ্ঠাঃ
জাপানি আক্রমণ প্রতিরোধ করার ক্ষেত্রে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠলেও কিছুদিনের মধ্যেই চীনা কমিউনিস্ট এবং কুয়োমিনতাং দলের মধ্যে পুনরায় তাদের সম্পর্কের অবনতি ঘটে। এই পরিস্থিতিতে দীর্ঘ সংঘর্ষের জন্য চিয়াং শেক এবং তার অনুগামীরা পরাজিত হয় এবং তারা তাইওয়ান দ্বীপে আশ্রয় নেয়। এই সুযোগে মাও-সে- তুং এর নেতৃত্বে ১৯৪৯ খ্রিস্টাব্দের 1লা অক্টোবর পিকিং এ চীনের জনগণের প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।। এই প্রজাতন্ত্রের প্রথম সভাপতি এবং চেয়ারম্যান হয়েছিলেন মাও-সে-তুং এবং প্রধানমন্ত্রী হয়েছিলেন চৌ-এন-লাই।।
Tags : উচ্চমাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায়ের প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায়ের প্রশ্ন উওর | WBCHSE Class 12 History Question Answer | HS History Notes 2023 | Class 12 History Notes 2023 | History History Suggestion 2023 | WB Class 12 History Suggestion 2023