গান্ধীবাদ এবং মার্কসবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো || WBCHSE Class 12 Political Science Question Answer & Notes

0

   

গান্ধীবাদ এবং মার্কসবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো || WBCHSE Class 12 Political Science Question Answer & Notes
গান্ধীবাদ এবং মার্কসবাদের মধ্যে পার্থক্য

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় বা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শের (WBCHE Class 12 Political Science Question Answer Chapter 1 In Bengali )  একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিষয় "গান্ধীবাদ এবং মার্কসবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো || WBCHSE Class 12 Political Science Question Answer & Notes" এর উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। 


গান্ধীবাদ এবং মার্কসবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো || WBCHSE Class 12 Political Science Question Answer & Notes


ভূমিকাঃ মার্কসবাদ এবং গান্ধীবাদের মধ্যে কিছু সাদৃশ্য রয়েছে। K.G. Mashruwala তার Ghandhi And Marx গ্রন্থে গান্ধীবাদকে হিংসা বিহীন মার্কসবাদ বলে বর্ণনা করেছেন। মার্কসবাদ ও গান্ধিবাদের মধ্যে বেশ কয়েকটি বিষয়ে সাদৃশ্য আছে তা অস্বীকার করা যায় না।যেমন- 
প্রথমত, উভয় দার্শনিক ই শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষের জন্য স্বপ্ন দেখেছিলেন। • দ্বিতীয়তঃ মার্কস এবং গান্ধী উভয়ই শ্রেণীহীন,রাষ্ট্র হীন,সমাজের পথে দাঁড়িয়ে ছিলেন। 
তৃতীয়ত, বৈষম্যহীন পৃথিবীর স্বপ্ন উভয়ের চিন্তাধারার মধ্যেই ছিল।

          কিন্তু মৌলিক দিক থেকে মার্কসবাদ এবং গান্ধীবাদের মধ্যে কতগুলি পার্থক্য রয়েছে। সেগুলি হল - 
রাষ্ট্রের প্রকৃতি•  প্রথমত, প্রকৃতিগত দিক থেকে গান্ধীজি  রাষ্ট্রকে দমনমূলক যন্ত্র বলে অভিহিত করেছেন। যার মাধ্যমে হিংসা প্রকাশ পায় তবে। এই হিংসা কোন শ্রেণী প্রয়োগ করবে সে সম্পর্কে তিনি স্পষ্ট করে কিছুই উল্লেখ করেননি। 
               কিন্তু অপরদিকে মার্কস রাষ্ট্রকে শ্রেণী শোষনের যন্ত্র বলে অভিহিত করেছিলেন। মার্কসবাদে শ্রেণীবিভক্ত সমাজ বা রাষ্ট্রকে গুরুত্ব দেওয়া হয়। 

শ্রেণী সহযোগিতা• দ্বিতীয়ত, গান্ধীবাদে শ্রেণী সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করা হয়। 
কিন্তু অপরদিকে মার্কসবাদে শ্রেণী দ্বন্দ্বের উপর গুরুত্ব আরোপ করা হয়। 

রাষ্ট্রের বিলুপ্তি • তৃতীয় গান্ধীবাদে রাষ্ট্রের ক্ষমতা সীমিত কথার করার কথা বলা হলেও রাষ্ট্রের পুরো বিলুপ্তির প্রসঙ্গ এই তত্ত্বে পরিলক্ষিত হয় না।
                 অপরদিকে মার্কসবাদে রাষ্ট্র ব্যবস্থার বিলুপ্তির কথা বলা হয়েছে।
                 
ধনতন্ত্রের অবসান• চতুর্থত, গান্ধীবাদ অনুযায়ী বিত্তবান শ্রেণী অহিংসার পথ অবলম্বন করলে সম্পত্তি ও ধনতন্ত্রের অবসান ঘটবে। ফলে সমাজের সাম্য প্রতিষ্ঠা সম্ভব হবে। 
                 অপরদিকে মার্কসবাদ অনুযায়ী একমাত্র বিপ্লবের মাধ্যমেই ব্যক্তিগত সম্পত্তি এবং ধণতন্ত্রের অবসান ঘটবে। 
                 
সমাজ পরিবর্তন• পঞ্চমত, গান্ধীবাদ অনুসারে সমাজ পরিবর্তনের পদ্ধতি হল অহিংস পদ্ধতি।
               কিন্তু মার্কসবাদ অনুসারে সমাজ কেবলমাত্র সহিংস বিপ্লবের দ্বারাই সমাজ পরিবর্তন সম্ভব।

শ্রমিক একনায়কত্ত্ব• ষষ্ঠত, গান্ধীবাদের শ্রমিক একনায়কত্ত্বকে গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু মার্কসবাদে শ্রমিক তথা প্রলেতারিয় গুরুত্ব স্বীকার করা হয়। এই আদর্শ সমাজের মূল ভিত্তি রূপে গণ্য করা হয়। গান্ধীবাদে উল্লেখিত সমাজ হল কাল্পনিক এবং অবাস্তব। অপরদিকে মার্কসবাদী সমাজতন্ত্র হলো বস্তুনিষ্ঠ এবং বৈজ্ঞানিক। 

ধর্মকেন্দ্রিক চিন্তা • এছাড়াও, গান্ধীবাদী দর্শন প্রাচীনপন্থী এবং ধর্মকেন্দ্রিক। কেননা,গান্ধীজীর চিন্তা ভাবনা অনেক ক্ষেত্রেই ধর্ম দ্বারা প্রভাবিত ছিল।  অন্যদিকে মার্কসবাদী তত্ত্বে ধর্মের পরিবর্তে অর্থনৈতিক সাম্য ও শ্রেণী সংগ্রামের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়। মার্কসবাদে ধর্মকে মাদকদ্রব্যের সঙ্গে তুলনা করা হয়েছে।  

সব শেষে বলা যায়, উভয় তত্ত্বের মধ্যে যতই বৈসাদৃশ্য থাক না কেন, আধুনিককালে উভয় তত্ত্বই যথেষ্ট গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।।

আশাকরি, দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে যে  "গান্ধীবাদ এবং মার্কসবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো || WBCHSE Class 12 Political Science Question Answer & Notes"  উওর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে তা তোমাদের কাজে লাগবে।।

Tags : 

দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় বড় প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শের বড় প্রশ্ন উত্তর | pol science notes | pol science suggestion | pol science question answer | pol science saq | pol science pdf | pol science question answer 2023 |wb class 12 political science question answer  | wb class xii political science question answer | hs political science  question answer & notes in Bengali | wbbse class 12 political science chapter 1 question answer in Bengali 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top