West Bengal Class 12 History MCQ |
আজকের এই ব্লগে আমরা দ্বাদশ শ্রেণীর ইতিহাস (WBCHSE Class 12
History MCQ Question Answer) বিভিন্ন অধ্যায়ের বা উচ্চ মাধ্যমিক ইতিহাস বিভিন্ন অধ্যায়ের (West Bengal Board Class 12 History MCQ Question Answer) সবচেয়ে গুরুত্বপূর্ণ 24 টি History MCQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে এটি প্রথম পর্ব। পরবর্তীকালে আমরা প্রতিদিনই তোমাদের সঙ্গে উচ্চ মাধ্যমিক বিভিন্ন অধ্যায়ের 20- 25 টি করে MCQ & SAQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
West Bengal Class 12 History MCQ Solved Set 1 || HS History Question Bank Solved 2023
বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো
(i) আধুনিক ইতিহাসের জনক ছিলেন-
(a) র্যাঙ্কে
(b) থুকিডিডিস
(c) ইবন খালদুন
(d) বিউরি
ans : ইবন খালদুন
(ii) ইলিয়াড ও ওডিসি মহাকাব্য রচনা করেছিলেন -
(a) হোমার
(b) থুকিডিডিস
(c) হেরোডোটাস
(d) প্লেটো
ans : হোমার
(iii) কে ফোর্ট উইলিয়াম কলেজ
প্রতিষ্ঠা করেছিলেন?
(a) লর্ড কর্নওয়ালিশ
(b) লর্ড ওয়েলেসলি
(c) লর্ড ডালহৌসি
(d) লর্ড উইলিয়াম বেন্টিংক
ans : লর্ড ওয়েলেসলি
(iv) মারাঠাদের শেষ পেশোয়া ছিলেন -
(a) দ্বিতীয় বাজিরাও
(b) বালাজি বাজিরাও
(c) বালাজি বিশ্বনাথ
(d) প্রথম বাজিরাও
ans : বালাজি বাজিরাও
(v) কে 'সম্পদের নিষ্ক্রমণ তত্ত্ব' প্রচার করেছিলেন -
(a) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(b) অ্যাডাম স্মি
(c) ফিরোজশাহ মেহতা
(d) দাদাভাই নওরোজি
ans : দাদাভাই নওরোজি
(vi) কবে নানকিং সন্ধি স্বাক্ষরিত হয়েছিল?
(a) 1836 খ্রিস্টাব্দে
(b) 1842 খ্রিস্টাব্দে
(c) 1839 খ্রিস্টাব্দে
(d) 1848 খ্রিস্টাব্দে
ans : 1842 খ্রিস্টাব্দে
(vii) 'তাইপিং' কথাটির
অর্থ কী?
(a) মহান শান্তি
(b) মহান শাস্তি
(c) মহাত্মা
(d) স্বর্গীয় দান
ans : মহান শান্তি
(viii) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ মেলাও:
বিকল্পসমূহ :
(a) (i)-B, (ii)-C, (iii)-D, (iv)-A
(b) (i)-A, (ii)-C, (iii)-B, (iv)-D
(c) (i)-D, (ii)-C, (iii)-B, (iv)-A
(d) (i)-A, (ii)-B, (iii)-C, (iv)-D
ans : (a) (i)-B, (ii)-C, (iii)-D, (iv)-A
(ix) কে ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?
(a) উইলিয়াম জোনস
(b) জোনাথান ডানকান
(c) ডেভিড হেয়ার
(d) আলেকজান্ডার ডাফ
ans : উইলিয়াম জোনস
(x) অ্যানি বেসান্ত কোন্ সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন?
(a) আত্মীয়সভা
(c) থিয়োজফিক্যাল সোসাইটি
(c) ব্রাशসমাজ
(d) ইয়ং বেঙ্গল
ans : থিয়োজফিক্যাল সোসাইটি
(xi) মুসলিম লিগের কোন্ অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়েছিল?
(a) লাহোর
(b) করাচি
(c) লখনউ
(d) ঢাকা
ans : লাহোর
(xii) কাকে ভারতের লৌহমানব বলা হয়?
(a) জওহরলাল নেহরুকে
(b) বল্লভভাই প্যাটেলকে
(c) দাদাভাই নওরোজিকে
(d) সি রাজাগোপালচারিকে
ans : বল্লভভাই প্যাটেলকে
(xiii) ত্রিপুরি কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন—
(a) জওহরলাল নেহরু
(b) সি রাজাগোপালচারি
(c) পট্টভি সীতারামাইয়া
(d) মতিলাল নেহরু
ans : পট্টভি সীতারামাইয়া
(xiv) 'করেঙ্গে ইয়া মরেঙ্গে'-কোন আন্দোলনের মূলমন্ত্র ছিল?
(a) অসহযোগ আন্দোলন
(b) ভারত ছাড়ো আন্দোলন
(c) আইন অমান্য আন্দোলন
(d) চম্পারণ সত্যাগ্রহ
ans : ভারত ছাড়ো আন্দোলন
(xv) ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন—
(a) সুকর্ণ
(b) মোহম্মদ হাত্তা
(c) ড. সুহার্তো
(d) মোহম্মদ জাহির
ans : সুকর্ণ
(xvi) কবে ভারতে স্বাধীনতা আইন পাস হয়?
(a) 1946 খ্রিস্টাব্দের জুলাই
(b) 1947 খ্রিস্টাব্দের 4 জুলাই
(c) 1946 খ্রিস্টাব্দের 14 জুলাই
(d) 1947 খ্রিস্টাব্দের 18 জুলাই
ans : 1947 খ্রিস্টাব্দের 18 জুলাই
(xvii) 'মিথ' শব্দটি এসেছে 'মিথোস' থেকে, যেটি একটি—
(a) গ্রিক শব্দ
(b) রোমান শব্দ
(c) লাতিন শব্দ
(d) জার্মান শব্দ
ans : গ্রিক শব্দ
(xviii) মিউজিয়াম সংক্রান্ত বিদ্যাকে বলা হয় -
(a) মিউয়োলজি
(b) জুলজি
(c) মিউজিকোলজি
(d) আর্কিয়োলজি
ans : মিউজিকোলজি
(xix) কবে মেকলে মিনিট প্রকাশিত হয়-
(a) 1832 খ্রিস্টাব্দে
(b) 1835 খ্রিস্টাব্দে
(c) 1837 খ্রিস্টাব্দে
(d) 1839 খ্রিস্টাব্দে
ans : 1832 খ্রিস্টাব্দে
(xx) 'সভ্যশোষক সমাজ'-এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(a) জ্যোতিবা ফুলে
(b) শ্রী নারায়ান গুরু
(c) মহাদেব গোবিন্দ রানাডে
(d) কেশবচন্দ্র সেন
ans : জ্যোতিবা ফুলে
(xi) স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা ছিলেন-
(a) জওহরলাল নেহরু
(b) চিত্তরঞ্জন দাশ
(c) সুভাষচন্দ্র বসু
(d) মুজাফ্ফর আহমেদ
ans : চিত্তরঞ্জন দাশ
(xii) সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক ছিলেন -
(a) এস.এস. ডাঙ্গে
(b) সিঙ্গারাভেলু চেট্টিয়ার
(c) মুজাফফর আহমেদ
(d) পি সি জোশি
ans : এস.এস. ডাঙ্গে
(xxiii) লখনউ চুক্তি কবে সম্পাদন হয়?
(a) 1916 খ্রিস্টাব্দে
(b) 1915 খ্রিস্টাব্দে
(c) 1909 খ্রিস্টাব্দে
(d) 1906 খ্রিস্টাব্দে
ans : 1916 খ্রিস্টাব্দে
(iv)-এর সঙ্গে স্তম্ভ- মেলাও
বিকল্প সমূহ
(a) (i)-B, (ii)-D, (iii)-C, (iv)-A
(b) (i)-C, (ii)-B, (iii) - A, (iv) - D
(c) (i) - A, (ii) - D, (iii) -C, (iv) - B
(d) (i)-B, (ii)-C, (iii) -D, (iv) - A
ans : (d) (i)-B, (ii)-C, (iii) -D, (iv) - A
আশাকরি যে, দ্বাদশ শ্রেণীর ইতিহাস (WBCHSE Class 12 History MCQ Question Answer) বিভিন্ন অধ্যায়ের বা উচ্চ মাধ্যমিক ইতিহাস বিভিন্ন অধ্যায়ের (West Bengal Board Class 12 History MCQ Question Answer) সবচেয়ে গুরুত্বপূর্ণ 24 টি History MCQ Question Answer তোমাদের কাজে লাগবে।।