WBCHSE Class 12 History Question Answer Chapter 6 || দ্বাদশ শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের বড় প্রশ্ন উওর

0

 

WBCHSE Class 12 History Question Answer Chapter 6 || দ্বাদশ শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের বড় প্রশ্ন উওর
দ্বাদশ শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের বড় প্রশ্ন উওর

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ (WBCHSE Class 12 History Question Answer & Suggestion 2023) একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিষয় 'ভারত ছাড়ো আন্দোলনের ব‍্যর্থতার কারণ কী? || ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করোপ্রশ্নটির উওর ( wb class 12 modern history notes ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং উচ্চমাধ্যমিক সহ অন্যান্য ক্লাসের নোটস (class 12 history notes and suggestion ) পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করতে থাকো।।

রাজাজি সুত্র বা সি.আর. ফর্মুলা কী? সিআর ফর্মুলার প্রস্তাবগুলি কি কি ছিল? 


উওর : ভারতে আগস্ট প্রস্তাব এবং ক্রিপস মিশনের ব্যর্থতার পর আজাদ হিন্দ বাহিনীর বিদ্রোহ এবং নৌ বিদ্রোহের পর ভারতের রাজনৈতিক পরিস্থিতি খুবই উত্তাল হয়ে উঠে। এরূপ পরিস্থিতিতেও ভারতে মুসলিম লীগের পাকিস্তান রাষ্ট্র গঠনের দাবি তীব্র ছিল। এই পরিস্থিতিতে সবদিক বিচার বিশ্লেষণ করে ভারতকে পৃথক না করেও মুসলিম লীগের দাবি কিছুটা মেনে নিয়ে,গান্ধী অনুগামী মাদ্রাজের চক্রবর্তী রাজা গোপালাচারী তার এক সমাধান সূত্র বের করেন। ১৯৪৪ খ্রিস্টাব্দের মার্চ মাসে চক্রবতী রাজা গোপালাচারীর এই সমাধান সূত্র বা সি.আর.ফর্মুলা ( C.R.Formula ) নামে পরিচিত। 
চক্রবর্তী রাজা গোপালাচারীর রাজাজি সূত্র অথবা সি.আর.ফর্মুলার প্রস্তাব গুলি ছিল— 

(১) কংগ্রেসের স্বাধীনতার দাবিকে মুসলিম লিগ পূর্ণভাবে সমর্থন করবে এবং কংগ্রেসের সঙ্গে অন্তবর্তী সরকার গঠন করবে। 

(২) দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের অধিবাসীদের গণভোট গ্রহণ করে দেখা হবে যে তারা পৃথক রাষ্ট্র গঠনের পক্ষপাতী কি না। 

(৩) গণভোট গ্রহণের আগে সব দলকে তাদের বক্তব্য প্রচারের সুযোগ দেওয়া হবে। 

(৪) মুসলিম-প্রধান অঞ্চলগুলি পৃথক রাষ্ট্র গঠনের পক্ষে মত দিলে দুটি পৃথক রাষ্ট্র গঠিত হবে। দেশভাগ হলেও প্রতিরক্ষা, বাণিজ্য, যোগাযোগ ও অন্যান্য যেসব বিষয়ে উভয় অংশই সমানভাবে জড়িত, সেসব বিষয় যৌথভাবে পরিচালিত হবে। ব্রিটিশ সরকার ভারতকে পূর্ণ স্বাধীনতা দিলে তবেই এইসব প্রস্তাব কার্যকরী হবে।


রাজাজি সুত্র অথবা সি.আর.ফর্মুলার ফলাফল- 

চক্রবর্তী রাজা গোপালাচারীর এই সমাধান সূত্র ভারতকে পৃথক না করে ভারতের জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ উভয় রাজনৈতিক দলের স্বার্থ পূরণের কথা ঘোষণা করলেও, এই প্রস্তাব মোটেও সাফল্য লাভ করেনি। কারণ -  গান্ধিজি ১৯৪৪ খ্রিস্টাব্দের ৬ মে জেল থেকে ছাড়া পান। এরপর তিনি রাজাজির প্রস্তাব অনুসারে ৯ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বোম্বাইয়ে জিন্নার বাসগৃহে একুশবার বৈঠক করেন। কিন্তু এসব বৈঠক ব্যর্থ হয় এবং জিন্না রাজাজি সূত্র প্রত্যাখ্যান করেন। কারণ— জিন্নার মতে, রাজাজি প্রস্তাবিত পাকিস্তান ছিল ‘পঙ্গু, বিকলাঙ্গ ও কীটদগ্ধ'। জিন্না অমুসলিম সংখ্যাগরিষ্ঠ ভারতে গণভোট মানতে রাজি ছিলেন না, কারণ তাঁর কাছে গণভোটের অর্থ ছিল অমুসলিমদের হাতে মুসলিমদের ভবিষ্যৎ সমর্পণ করা।
এই ব্যর্থতার পরে ব্রিটিশ সরকার উপলব্ধি করতে পেরেছিল যে, ভারতের দুটি প্রধান রাজনৈতিক দল অর্থাৎ মুসলিম লীগ এবং জাতীয় কংগ্রেসের মধ্যে ঐক্য কখনোই সম্ভব নয়। এই কারণে ভারতের স্বাধীনতা সংক্রান্ত সমস্যা ব্রিটিশ সরকারকেই সমাধান করতে হবে।।


আশাকরি, দ্বাদশ শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ (West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023) একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিষয় 'ভারত ছাড়ো আন্দোলনের কারণ এবং ফলাফল সম্পর্কে আলোচনা করো।সম্পর্কে যে নোট দেওয়া হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।

Tags : 

Class 12 history notes | hs history suggestion  class 12 history question answer and suggestion 2023 | modern indian history question answer | modern Indian history notes | history question answer of modern India | দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর এবং সাজেশন | দ্বাদশ শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ অধ্যায়ের প্রশ্ন উওর | wb class 12 History question answer  | hs History question answer | উচ্চ মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের বড় প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top