WBBSE Madhyamik Bengali 25 MCQ || মাধ্যমিক বাংলা MCQ Question Answer

0

 

WBBSE Madhyamik Bengali 25 MCQ || মাধ্যমিক বাংলা MCQ Question Answer
মাধ্যমিক বাংলা MCQ Question Answer 

আজকের এই ব্লগে আমরা দশম শ্রেণীর  বাংলা (WBBSE Madhyamik Bengali Question Answer) বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক বাংলা বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 Bengali MCQ Question Answer) সবচেয়ে গুরুত্বপূর্ণ 25 টি MCQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে এটি প্রথম পর্ব। পরবর্তীকালে আমরা প্রতিদিনই তোমাদের সঙ্গে মাধ্যমিক বিভিন্ন অধ্যায়ের 20- 25 টি করে MCQ OR SAQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো।।

WBBSE Madhyamik Bengali 25 MCQ || মাধ্যমিক বাংলা MCQ Question Answer


সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 

১. "শুধু এইটাই জানা ছিল না" - অজানা বিষয়টি হল –

(ক) মেসো একজন লেখক 


(খ) তার গল্প ছাপা হবে 


(গ) মানুষই গল্প লেখে


(ঘ) মেসো একজন অধ্যাপক


উওর : (ক) মেসো একজন লেখক 


১.২ 'ধরে গেল আগুন' – আগুন ধরে গেল -


(ক) ঘন অরণ্যে


(খ) জনবসতিতে 


(গ) সমস্ত সমতলে 


(ঘ) ফসলের খেতে


উওর : (গ) সমস্ত সমতলে 


১.৩ প্রদোষকাল ঝঞ্ঝাবাতাসে বুদ্ধশ্বাস

– প্রদোষ শব্দের অর্থ


(ক) সন্ধ্যা 


(খ) ভোর


(গ) রাত্রি


(ঘ) দুপুর


উওর : ভোর


১.৪ কেরি সাহেবের মুনশি' নামে যিনি খ্যাত ছিলেন –


(ক) রামরাম বসু 


(খ) মৃত্যুক্ষয় বিদ্যালঙ্কার 


(গ) চন্ডীচরণ মুনশি 


(ঘ) গোলক নাথ শৰ্মা


উওর : রামরাম বসু 


১.৫ "নাদিলা কর্বূর দল"-- কর্বূর

শব্দের অর্থ - 

(ক) রাক্ষস


(ক) সৈন্য


(গ) যোগা


(ঘ) বানর


উওর : রাক্ষস


১.৬ এমনি তাদের অভ্যাস হয়ে গেছে' -যাদের অভ্যাস হয়ে গেছে


(ক) ভারতীয়দের 


(খ) ইংরেজদের


(গ) বাঙালীদের


(ঘ) পুলিশদের


উওর : ভারতীয়দের


১.৭ সৈয়দ আলাওল যে সময়ের কবি - 


(ক) ষোড়শ শতক 


(খ) সপ্তদশ শতক 


(গ) ত্রয়োদশ শতক 


(ঘ) অষ্টাদশ শতক


উওর : সপ্তদশ শতক 


১.৮ 'আমার শুধু একটা কোকিল'—

 এই কোকিলটি হল –


(ক) কবির অনুভূতির জগৎ 


(খ) শাস্তির দ্রুত


(গ) এক ঋষিবালক


(ঘ) গ্রামের মানুষ


উওর : কবির অনুভূতির জগৎ 


১.৯ চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া

গেল - 


(ক) গিরীশ মহাপাত্র 


(খ) চিঠিখানা


(গ) 7 নং ডাউন প্যাসেঞ্জার ট্রেনটা


(ঘ) মাঞ্জস খানা


উওর : চিঠিখানা


১.০ মামার বাড়িতে যার বিয়ে উপলক্ষে তপন এসেছে- 


(ক) ছোটোমামা


(খ) ছোটো মাসি


(গ) বড়ো মামা।


(ঘ) বড়ো মাসি


উওর : ছোটো মাসি


 ১.১১. বিরাগীর তীর্থভ্রমণের.জন্য জগদীশবাবু দিয়েছিলেন- 


(ক) দু'শো টাকা


(খ) একশো টাকা 


(গ) একশো এক টাকা 


(ঘ) এক টাকা


উওর : একশো এক টাকা 


১.১২ অমৃতের বয়স ছিল-


(ক) বারো বছর


(খ) দশ বছর


(গ) এগারো বছর


(ঘ) নয় বছর


উওর : দশ বছর



১.১৩. সাজিলা শূর -


(ক) বটবৃক্ষ মূলে


(খ) শমীবৃক্ষ মূলে


(গ) কদম্ববৃক্ষ মূলে


(ঘ) আম্রবৃক্ষ মূলে


উওর : শমীবৃক্ষ মূলে


১.১৪. যার কাঁদন বজ্রগানে ঝড়-তুফানে রণিয়ে ওঠে - 


(ক) কেকা


(খ) হ্রেষা


(গ) বৃহণ


(घ) বুক্কন


উওর : হ্রেষা


১.১৫. যাদের শব ছাড়ানো রয়েছে কাছে দূরে- 


(ক) পশুদের


(খ) শত্রুদের


(গ) নারীদের


(ঘ) শিশুদের


উওর : শিশুদের


১.১৬. “ফাউন্টেন পেনের বাংলা নাম 'ঝরনা কলম'। এই নামকরণটি যিনি করেছেন বলে  লেখদের অনুমান -


(ক) রাজশেখর বসু 


(খ) সুভাষচন্দ্র


(গ) রবীন্দ্রনাথ ঠাকুর 


(ঘ) বিবেকানন্দ


১.১৭. 'শ্রীপান্থ' যাঁর নাম -


(ক) নিখিল সরকার


(খ) রাজশেখর বসু


(গ) জয় গোস্বামী


(ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়


উওর : নিখিল সরকার


১.১৮. সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন-

(ক) ৭ দিন


(খ) ১০ দিন


(গ) ৩ দিন


(ঘ) ৮ দিন


উওর : (ক) ৭ দিন


১.১৯. “বড়ো ভয় করতে লাগল নদের চাঁদের" - ভয়ের কারণ --


ক) অতিবর্ষণ


খ) অন্ধকার


গ) নদীর প্রতিহিংসাপ্রবণ রূপ


ঘ) নদীর জলস্ফীতি


উওর : নদীর প্রতিহিংসাপ্রবণ রূপ


১.২০. “শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল” – “ফতোয়া” শব্দের অর্থ 


(ক) রায়


(খ) চিৎকার


(গ) দাবি


ঘ) প্রতিবাদ


উওর : রায়


১.২১. “অভিষেক করিলা কুমারে" কীভাবে কুমারকে অভিষিক্ত করলেন ? 


(ক) পাদোদক দিয়ে


খ) দধিদুগ্ধ দিয়ে 


(গ) বিল্বপত্র দিয়ে


(ঘ) গঙ্গোদক দিয়ে


উওর : গঙ্গোদক দিয়ে


১.২২. 'অস্ত্রের বিরুদ্ধে গান' কবিতায় 'শকুন' ও 'চিল' বলতে বোঝানো হয়েছে –


(ক) ভালোমানুষকে


(খ) গরীব মানুষদের 


(গ) সুযোগসন্ধানী মানুষকে


(ঘ) আত্মভোলা মানুষকে


উওর : সুযোগসন্ধানী মানুষকে


১.২৩. 'সিন্ধুতীরে' পদ্যাংশটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তা হল


(ক) তোহফা


(খ) সতীময়না


(গ) পদ্মাবতী


(ঘ) সেকেন্দারনামা


উওর : পদ্মাবতী


১.২৪. 'স্টাইলাস' আসলে কী?


(ক) তামার শলাকা


(খ) লৌহ শলাকা


(গ) ব্রোঞ্চের শলাকা


(ঘ) হাড়ের শলাকা


উওর : ব্রোঞ্চের শলাকা



১.২৫. গিরিশ মহাপাত্রের চোখ দুটো কেমন ছিল? 

(ক) ধূর্ততায় ভরা


(খ) উদাস এবং স্নিগ্ধ 


(গ)নিষ্পৃহ এবং বিষন্ন 


(ঘ) গভীর জলাশয়ের মত


উওর : গভীর জলাশয়ের মত



আশাকরি যে, Madhyamik Bengali Question Answer) বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক বাংলা বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 Bengali MCQ Question Answer) সবচেয়ে গুরুত্বপূর্ণ 25 টি MCQ Question Answer  তোমাদের কাজে লাগবে।।

Tags : মাধ্যমিক বাংলা MCQ | দশম শ্রেণীর বাংলা MCQ | WBBSE Bengali MCQ | Class 10 Bengali MCQ | Madhyamik MCQ Test | MCQ Question Answer | MCQ Test | Bengali MCQ | Madhyamik MCQ Question Answer 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top