|
WBCHSE Class 12 History Question Answer |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ (WBCHSE Class 12 History Question Answer & Suggestion 2023) একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিষয় 'ওয়াভেল পরিকল্পনা কী? এর প্রস্তাব ও ফলাফল কী ছিল? প্রশ্নটির উওর ( wb class 12 modern history notes ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং উচ্চমাধ্যমিক সহ অন্যান্য ক্লাসের নোটস (class 12 history notes and suggestion ) পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করতে থাকো।।
ওয়াভেল পরিকল্পনা কী? এর প্রস্তাব ও ফলাফল কী ছিল?
উওর : ভারতের ক্রিপস মিশনের ব্যর্থতার পর এবং সিআর ফরমুলার ব্যর্থতার পর ভারতের কংগ্রেস এবং মুসলিম লীগের দাবী দাওয়া একই পর্যায়ে থেকে যায়। এই পরিস্থিতিতে বড়লাট লিনলিথগোর পর 1943 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে বড়লাট লর্ড আর্চিবাল্ড ভারতের বড়লাট হিসেবে ভারতের শাসনভার গ্রহণ করেন। তিনি ভারতের আসার পর থেকেই আমেরিকা এবং রাশিয়া ব্রিটেনের উপর ভারতের স্বাধীনতা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য চাপ দিতে শুরু করে।
আর্চিবাল্ড বুঝতে পারেন যে, ভারতের স্বাধীনতা সংক্রান্ত সমস্যা এবং বর্তমান পরিস্থিতি জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ কোনো রাজনৈতিক দলকে বাদ দিয়েই সমাধান করা সম্ভব নয়। এজন্য ভারতের তৎকালীন সমস্যা গুলি সমাধান করার জন্য বড়োলাট আর্চিবাল্ড জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের কাছে একটি প্রস্তাব পেশ করেন। ১৯৪৫ খ্রিস্টাব্দে ১৪ ই জুন পেশ করা সেই প্রস্তাব ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত।
১৯৪৫ খ্রিস্টাব্দে ১৪ ই জুন পেশ করা
বড়লাট লর্ড আর্চিবাল্ড ওয়াভেলের পরিকল্পনায় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের সামনে কিছু প্রস্তাব তুলে ধরা হয়। এগুলি হল -
• প্রথমত বলা হয়, ব্রিটিশ সরকার খুব শীঘ্রই ভারতের ক্ষমতা হস্তান্তর ও সংবিধান রচনার কাজ শুরু করবে।
• দ্বিতীয়ত,ভারতের নতুন সংবিধান রচনা না হওয়া পর্যন্ত ভারতীয়দের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে।
• তৃতীয়ত, বড়লাটের কার্যনির্বাহক সমিতি পুনর্গঠন করা হবে এবং সেখানে একমাত্র বড়লাট এবং প্রধান সেনাপতি ছাড়া সকল সদস্যই ভারতীয় হবে।
• চতুর্থত, কার্যনির্ভর সমিতিতে বর্ণহিন্দু এবং মুসলিমদের সংখ্যার অনুপাত সমান হবে।
• পঞ্চমত, ভারতের প্রতিরক্ষার দায়িত্ব যতদিন ব্রিটিশ সরকারের হাতে থাকবে, ততদিন সামরিক দপ্তর ব্রিটিশ সরকারের হাতে থাকবে।।
সিমলা বৈঠকঃ- লর্ড ওয়াভেল তাঁর পরিকল্পনার বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য সিমলায় এক সর্বদলীয় বৈঠক ডাকেন (২৫ জুন, ১৯৪৫ খ্রি.) এবং এই উদ্দেশ্যে ১৫ জুন কংগ্রেস কার্যনির্বাহক সমিতির বন্দি সদস্যদের মুক্তি দেন।
এই বৈঠক চলে ২৫ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত। কংগ্রেসের পক্ষে মৌলানা আজাদ এবং মুসলিম লিগের পক্ষে জিয়া এই বৈঠকে প্রতিনিধিত্ব করেন। এই বৈঠকে কংগ্রেস ও মুসলিম লিগের যে উদ্যোগ পরিলক্ষিত হয়, সেগুলি হল—
কংগ্রেসের উদ্যোগঃ- তখন ভারতে হিন্দু ছিল ৭০ শতাংশ এবং মুসলিম ছিল ২৭ শতাংশ। তাই স্বায়ত্তশাসন লাভ এবং মুসলিম লিগের সঙ্গে ঐক্য গড়ে তোলার উদ্দেশ্যে ওয়াভেল পরিকল্পনায় উল্লিখিত হিন্দু-মুসলিমের সম প্রতিনিধিত্বের নীতি কংগ্রেস মেনে নেয়।
জিন্নার অনড় অবস্থানঃ- সিমলা বৈঠকে জিন্না পৃথক 'পাকিস্তান'-এর দাবিতে অনড় থাকেন। এ ছাড়া তিনি দাবি করেন যে, বড়োলাটের কার্যনির্বাহক সমিতিতে নিযুক্ত মুসলিম সদস্যরা একমাত্র লিগ কর্তৃক মনোনীত হবে।
সিমলা বৈঠকের ব্যর্থতাঃ বড়োলাটের কার্যনির্বাহক পরিষদের মুসলিম সদস্যরা একমাত্র লিগের দ্বারা মনোনীত হবে–জিন্নার এই দাবি কংগ্রেসের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। লিগের অনমনীয় মনোভাবের ফলে শেষপর্যন্ত সিমলা বৈঠক ব্যর্থ হয়। এই ব্যর্থতা অবশ্য ব্রিটিশ সরকারকে খুশিই করে। বৈঠকের ব্যর্থতার ফলে কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে যায়, যেমন-
• সিমলা বৈঠক ছিল আসলে ব্রিটেনে আসন্ন (জুলাই, ১৯৪৫ খ্রি.) সাধারণ নির্বাচনে চার্চিলের রক্ষণশীল দলের নির্বাচনি চমক।
• রক্ষণশীল দল প্রকাশ্যে যা-ই বলুক না কেন, তারা আসলে ভারতের শাসন ক্ষমতা হাতছাড়া করতে রাজি নয়।
• জিন্না পৃথক পাকিস্তান না পাওয়া পর্যন্ত কোনো ধরনের সহযোগিতায় রাজি নন। কংগ্রেসের দাবিকে নাকচ করার জন্য জিন্না হলেন ব্রিটিশ সরকারের ‘তুরুপের তাস'। জিন্নার সম্মতি ছাড়া ব্রিটিশ সরকার ভারতে কোনো শাসনতান্ত্রিক অগ্রগতি হতে দেবে না।
Tags :
Class 12 history notes | hs history suggestion class 12 history question answer and suggestion 2023 | modern indian history question answer | modern Indian history notes | history question answer of modern India | দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর এবং সাজেশন | দ্বাদশ শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ অধ্যায়ের প্রশ্ন উওর | wb class 12 History question answer | hs History question answer | উচ্চ মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের বড় প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর