HS History MCQ Question Answer |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণের ( West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023 ) অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু History MCQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণের সমস্ত বড় প্রশ্ন উওর ( WBCHSE Class 12 History MCQ Question Answer ) আমি আগেই শেয়ার করেছি। তোমাদের আমাদের ওয়েবসাইটের Search Option এ দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর (HS History MCQ Question Answer) লিখে সার্চ করলেই সমস্ত প্রশ্ন উওর পেয়ে যাবে।।
WBCHSE Class 12 History MCQ Question Answer || দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের 25+ MCQ প্রশ্ন উত্তর
A. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে। নিয়ে লেখো: প্রতিটি প্রশ্নের মান-1
1. ঈশ্বরের মতোই সীমাহীন শক্তির অধিকারী—
(a) কিংবদন্তির নায়ক
(b) নীতিকথার মূল চরিত্র
(c) পরিকথার চরিত্র
(d) পশুকথার কেন্দ্রীয় চরিত্র
উওর : কিংবদন্তির নায়ক
2. জীবনের জলসাঘরে গ্রন্থটি হল একটি—
(a) ঐতিহাসিক গ্রন্থ
(b) লোককথা
(c) স্থানীয় ইতিহাস গ্রন্থ
(d) স্মৃতিকথা
উওর : স্মৃতিকথা
3. গ্রিক শব্দ Historia কথার অর্থ হল—
(a) পর্যবেক্ষণ
(b) গবেষণা
(c) অতীত চৰ্চা
(d) অনুসন্ধান
উওর : অনুসন্ধান
4. ভারতীয় পুরাণের সংখ্যা হল-
(a) 16 টি
(b) 17 টি
(c) 18 টি
(d) 19 টি
উওর : 18 টি
5. পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হল -
(a) ব্রিটিশ মিউজিয়াম
(b) এননিগালডি-নান্না-র জাদুঘর
(c) ল্যুভর মিউজিয়াম
(d) রোমান মিউজিয়াম
উওর : এননিগালডি-নান্না-র জাদুঘর
6. ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়—
(a) 1814 খ্রিস্টাব্দে
(b) 1815 খ্রিস্টাব্দে
(c) 1914 খ্রিস্টাব্দে
(d) 1915 খ্রিস্টাব্দে
উওর : 1814 খ্রিস্টাব্দে
7. পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয়—
(a) ফিলোসফি
(b) সাইকোলজি
(c) মাইথোলজি
(d) নিউমিসমেটিক্স
উওর : মাইথোলজি
8. হারকিউলিস চরিত্রটি হল -
(a) গ্রিসের কিংবদন্তি
(b) রোমের কিংবদন্তি
(c) কোনোটিই ঠিক নয়
(d) মিশরের কিংবদন্তি
উওর : গ্রিসের কিংবদন্তি
9. 'মিউজিয়াম' কথাটি এসেছে
(a) লাতিন শব্দ 'মসিয়ান' থেকে
(b) গ্রিক শব্দ 'মউসিয়ান' থেকে
(c) ইংরেজি শব্দ মিউজিয়ম' থেকে
(d) a ও b দুই-ই ঠিক
উওর : গ্রিক শব্দ 'মউসিয়ান' থেকে
10. জেমস মিল ভারতীয় ইতিহাসকে ভাগ করেছেন
(a) দু-ভাগে
(b) চার ভাগে
(c) তিন ভাগে
(d) পাঁচ ভাগে
উওর : তিন ভাগে
11. হাজারদুয়ারি জাদুঘর হল একটি-
(a) ঐতিহাসিক সংগ্রহশালা
(b) শিল্প জাদুঘর
(c) প্রত্নতাত্ত্বিক জাদুঘর
(d) সর্বজনীন জাদুঘর
উওর : ঐতিহাসিক সংগ্রহশালা
12. “সব ইতিহাসই সমকালীন ইতিহাস"-উক্তিটি করেছেন—
(a) ক্রোচে
(b) র্যাংকে
(c) র্যালে
(d) ই.এইচ.কার
উওর : ক্রোচে
13. Early History of India গ্রন্থের লেখক -
(a) জন স্টুয়ার্ট মিল
(b) জেমস মিল
(c) জেমস প্রিন্সেপ
(d) ভিনসেন্ট স্মিথ
উওর : ভিনসেন্ট স্মিথ
14. “ইতিহাস একটি বিজ্ঞানের বেশিও নয়, কমও নয়।"—উক্তিটি করেছেন-
(a) র্যাংকে
(b) ই এইচ কার
(c) জেমস মিল
(d) বিউরি
উওর : বিউরি
15. স্যার যদুনাথ সরকার ছিলেন-
(a) মার্কসবাদী ইতিহাসবিদ
(b) জাতীয়তাবাদী ইতিহাসবিদ
(c) কেম্ব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিক
(d) নিম্নবর্গীয় ইতিহাসবিদ
উওর : জাতীয়তাবাদী ইতিহাসবিদ
16. 'মিথ' কথাটি এসেছে যে শব্দ থেকে -
(a) গ্রিক 'মিথোস'
(b) লাতিন 'মিথোস'
(c) গ্রিক 'মিথুন'
(d) লাতিন ‘মিথুন'
উওর : গ্রিক 'মিথোস'
17. ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার-
(a) রমেশচন্দ্র মজুমদার
(b) জেমস মিল।
(c) রামশরণ শর্মা
(d) রণজিৎ গুহ
উওর : রমেশচন্দ্র মজুমদার
18. রাজতরঙ্গিণী রচনা করেন-
(a) কৌটিল্য
(b) কলহন
(c) বিলহন
(d) কালিদাস
উওর : কলহন
19. জীবনের জলসাঘরে কার আত্মজীবনী?
(a) দক্ষিণারঞ্জন বসু
(b) মণিকুন্তলা সেন
(c) নারায়ণ স্যান্যাল
(d) মান্না দে
উওর : মান্না দে
20. একাত্তরের ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা কে?
(a) সুফিয়া কামাল
(b) নারায়ণ গঙ্গোপাধ্যায়
(c) নারায়ণ সান্যাল
(d) দক্ষিণারঞ্জন বসু
উওর : সুফিয়া কামাল
21. মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম—
(a) একাত্তরের ডায়েরি
(b) আমি নেতাজিকে দেখেছি
(c) সেদিনের কথা
(d) জীবনের জলসাঘরে
উওর : আমি নেতাজিকে দেখেছি
22. বৈজ্ঞানিক ইতিহাসচর্চার জনক বলা হয় —
(a) থুকিডিডিসকে
(b) সু-মা-কিয়েনকে
(c) হেরোডোটাসকে
(d) ইবন খালদুনকে
উওর : থুকিডিডিসকে
23. ল্যুভর মিউজিয়াম অবস্থিত—
(a) ফ্রান্সে
(b) জার্মানিতে
(c) ইংল্যান্ডে
(d) হল্যান্ডে
উওর : ফ্রান্সে
24. রাজতরঙ্গিণী গ্রন্থে মূলত কোন্ অঞ্চলের ইতিহাস জানা যায়?
(a) বাংলা
(c) কাশ্মীর
(b) রাজস্থান
(d) মহারাষ্ট্র
উওর : কাশ্মীর
25. আধুনিক ইতিহাস চর্চার জনক হলেন—
(a) হেরোডোটাস
(b) থুকিডিডিস
(c) পেরিক্লিস
(d) ইবন খালদুন
উওর : ইবন খালদুন
আশাকরি, দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণের ( West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023 ) থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি MCQ Question Answer শেয়ার হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।
Tags :
history mcq | hs history mcq | hs mcq test | class 12 history mcq | class 12 history | indian history mcq | history mcq question answer |দ্বাদশ শ্রেণির ইতিহাস MCQ প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর | wb class 12 History mcq question answer | wb class xii History question answer | hs History question answer & suggestion 2023