![]() |
WB Madhyamik Geography MCQ Question Answer |
আজকের এই ব্লগে আমরা দশম শ্রেণীর ভূগোল (WBBSE Madhyamik
Geography MCQ Question Answer) বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক ভূগোল বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 Geography MCQ Question Answer) সবচেয়ে গুরুত্বপূর্ণ 20 টি Geography MCQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে এটি প্রথম পর্ব। পরবর্তীকালে আমরা প্রতিদিনই তোমাদের সঙ্গে মাধ্যমিক বিভিন্ন অধ্যায়ের 20- 25 টি করে MCQ & SAQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
WBBSE Class 10 Geography MCQ Set 1 || WB Madhyamik Geography MCQ Question Answer
১. ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন-
(ক) গিলবার্ট
(খ) চেম্বারলিন
(গ) পাওয়েল
(ঘ) ডেভিস
উওর : গিলবার্ট
১.২ পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হল—
(ক) সিয়াচেন
(খ) ল্যাম্বার্ট
(গ) ম্যালাসপিনা
(ঘ) হুবার্ড
উওর : ম্যালাসপিনা
১.৩. বায়ুমণ্ডলের শীতলতম স্তর হল—
(ক) ট্রপোস্ফিয়ার
(খ) স্ট্যাটোস্ফিয়ার
(গ) আয়নোস্ফিয়ার
(ঘ) মেসোস্ফিয়ার
উওর : মেসোস্ফিয়ার
১.৪.- এলনিনোর বছরগুলিতে ভারতে মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণ-
(ক) কমে যায়
(খ) বৃদ্ধি পায়
(গ) মাঝারি মানের হয়
(ঘ) ২ গুণ হারে বৃদ্ধি পায়
উওর : কমে যায়
১.৫- গ্রেট গ্রিন ওয়ালা কোন মরুর প্রসার রোধ করার জন্য দেওয়া হয়েছে-
(ক) সাহারা
(খ) থর
(গ) আটাকামা
(ঘ) সোনেরাট
উওর : সাহারা
১.৬- জনসংখ্যা 10,00,000 জন অতিক্রম করলে সেই অঞ্চলকে বলা হয় -
(ক) মহানগর
(খ) নগর
(গ) শহর
(ঘ) হ্যামলেট
উওর : মহানগর
১.৭. বায়ুতে উপস্থিত জীবাণু বর্জ্য জৈব পদার্থের বিশ্লেষণ ঘটলে তাকে বলে—
(ক) ল্যান্ডফিলিং
(খ) কম্পোস্টিং
(গ) কম্পোস্টিং
(ঘ) ওভারফিলিং
উওর : কম্পোস্টিং
১.৮. ভারতে প্রথম পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছিল-
(ক) হলদিয়ায়
(খ) ভাদোদরায়
(গ) ট্রম্বেতে
(ঘ) কয়ালিতে
উওর : ট্রম্বেতে
১.৯. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা হলো
(ক) IRS
(খ) NASA
(গ) SOI
(ঘ) ISRO
উওর : ISRO
১.১০- ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি অবস্থিত
(ক) অন্ধপ্রদেশে
(খ) পশ্চিমবঙ্গে
(গ) কর্ণাটকে
(ঘ) কেরালায়
উওর : অন্ধপ্রদেশে
১.১১. ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে -
(ক) কুপ ও নলকূপ
(খ) জলাশয়
(গ) খাল
(ঘ) গভীর নলকূপ
উওর : কুপ ও নলকূপ
১.১২. ঋতুপরির্তনের সঙ্গে সঙ্গে সমুদ্রস্রোতের দিক পরিবর্তন হয়—
(ক) প্রশান্ত মহাসাগরে
(খ) আটলান্টিক মহাসাগরে
(গ) সুমেরু মহাসাগরে
(ঘ) ভারত মহাসাগরে
উওর : ভারত মহাসাগরে
১.১৩. ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার যে রাজ্যে সবচেয়ে বেশি -
(ক) হরিয়ানা
(খ) বিহার
(গ) মেঘালয়
(ঘ) পশ্চিমবঙ্গে
উওর : মেঘালয়
১.১৪. অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল –
(ক) আবহবিকার
(খ) পর্যায়ন
(গ) পুঞ্জিত ক্ষয়
(ঘ) নগ্নীভবন
উওর : পর্যায়ন
১.১৫. গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে-
(ক) নীলনদে
(খ) আমাজন নদীতে
(গ) কলোরাডো নদীতে
(ঘ) গঙ্গা নদীতে
উওর : কলোরাডো নদীতে
১.১৬. শীতকালে বৃষ্টিপাত হয় যে জলবায়ু অঞ্চলে -
(ক) ভূমধ্যসাগরীয়
(খ) মৌসুমী
(গ) নিরক্ষীয়
(ঘ) স্তেপ
উওর : ভূমধ্যসাগরীয়
১.১৬. গ্রীন হাউস গ্যাস গুলির মধ্যে প্রধান হল -
(ক) CO2
(খ) মিথেন।
(গ) CFC
(ঘ) SO2
উওর : SO2
১.১৭. বেঙ্গুয়েলা স্রোত প্রবাহিত হয় -
(ক) দঃ আটলান্টিক মহাসাগরে
(খ) দঃ প্রশান্ত মহাসাগরে
(গ) উঃ আটলান্টিক মহাসাগরে
(ঘ) উঃ প্রশান্ত মহাসাগরে
উওর : দঃ আটলান্টিক মহাসাগরে
১.১৮. বানডাকা লক্ষ্য করা যায় -
(ক) দামোদর নামে
(খ) যমুনা নদীতে
(গ) তিস্তা নদীতে
(ঘ) সুবর্ণরেখা নদীতে
উওর : সুবর্ণরেখা নদীতে
১.১৯. একটি জৈব অভঙ্গুর বর্জ্য হল
(ক) ভাঙা কাঁচ
(খ) ডিমের খোসা
(গ) ছেঁড়া কাগজ
(ঘ) পরিত্যক্ত ফুল
উওর : ভাঙা কাঁচ
১.২০. নবগঠিত তেলেঙ্গানা রাজ্যের প্রস্তাবিত রাজধানী হল-
(ক) হায়দ্রাবাদ
(খ) অমরাবতী
(গ) বিশাখাপত্তনম
(ঘ) বিজয়ওয়ারা
উওর : হায়দ্রাবাদ
১.২১. ভারতে দঃ পঃ মৌসুমী বায়ু প্রথম প্রবেশ করে
(ক) পশ্চিমবঙ্গে
(খ) মেঘালয়ে
(গ) কেরালায়
(ঘ) গোয়াতে
উওর : কেরালায়
১.২২, দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হল -
(ক) দোদাবেতা
(খ) আনাইমুদি
(গ) গুরু শিখর
(ঘ) আর্মাকোন্ডা
উওর : আনাইমুদি
১.২৩. ভারতের আখের রাজ্য বলা হয় -
(ক) পশ্চিমবঙ্গকে
(খ) মধ্যপ্রদেশকে
(গ) মহারাষ্ট্রকে
(ঘ) উত্তর প্রদেশকে
উওর : উত্তর প্রদেশকে
১.২৪. পূর্ব-পশ্চিম এবং উত্তর-দক্ষিণ সংযুক্ত রাজপথ মিলিত হয়েছে -
(ক) ঝাসিতে
(খ) গোয়ালিয়রে
(গ) দিল্লীতে
(ঘ) কানপুরে
উওর : ঝাসিতে
১.২৪. ভারতের জনগণনার ইতিহাসে প্রথম মহানগরী হল
(ক) মুম্বাই
(খ) দিল্লী
(গ) কলকাতা
(ঘ) চেন্নাই
উওর : কলকাতা
আশাকরি যে, Madhyamik Geography Question Answer বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক ভূগোল বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 Geography MCQ Question Answer) সবচেয়ে গুরুত্বপূর্ণ 20 টি Geography MCQ Question Answer তোমাদের কাজে লাগবে।।