আজকের এই ব্লগে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান (WBBSE Madhyamik Physical Science MCQ Question Answer) বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 Physical Science MCQ Question Answer) সবচেয়ে গুরুত্বপূর্ণ 25 টি Physical Science MCQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে এটি প্রথম পর্ব। পরবর্তীকালে আমরা প্রতিদিনই তোমাদের সঙ্গে মাধ্যমিক বিভিন্ন অধ্যায়ের 20-25 টি করে MCQ & SAQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
1.1 বায়োগ্যাসের মূল উপাদান হল -
(a) CH4
(b) CO
(c) H2
(d) H2S
উওর : CH4
1.2. কোনো একদিনের উয়তা 30°C হলে, কেলভিন স্কেলে পাঠ হবে—
(a) 30K
(b) 300K
(c) 303K
(d) 313K
উওর : 303K
1.3- অ্যামালগাম কোন ধাতুর সংকর?
(a) Cu
(b) Hg
(c) Fe
(d) Zn
উওর : Hg
1.4- মোটরগাড়ির হেডলাইটে ব্যবহৃত হয়
(a) অবতল দর্পণ
(b) উত্তল ও সমতল দর্পণ
(c) উত্তল দর্পণ
(d) সমতল দর্পণ
উওর : অবতল দর্পণ
1.5. আলোককেন্দ্র দিয়ে যাবার সময় আলোকরশ্মির বিচ্যুতি -
(a) 30°
(b) 0°
(c) 60°
(d) 90°
উওর : 0°
1.6. নীচের কোনটি তড়িৎযোজী যৌগ?
(a) অ্যামোনিয়া
(b) হাইড্রোজেন
(c) মিথেন
(d) সোডিয়াম হাইড্রোক্সইড
উওর : সোডিয়াম হাইড্রোক্সইড
1.7. থার্মিট পদ্ধতিতে বিজারক রূপে ব্যবহৃত হয়—
(a) Al
(b) Zn
(c) Fe
(d) Cu
উওর : Al
1.8.40gm NaOH -কে সম্পূর্ণ প্রশমিত করতে কত gm H2SO4 প্রয়োজন?
(a) 40gm
(b) 4gm
(c) 49gm
(d) 8gm
উওর : 49gm
1.9. চার্লসের সূত্রে স্থির থাকে গ্যাসের—
(a) উষ্ণতা ও চাপ
(b) চাপ ও ভর
(c) আয়তন ও উষ্ণতা
(d) ভর ও উষ্ণতা
উওর : চাপ ও ভর
1.10. ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় কোনটির মধ্যে?
(a) জলে
(b) লোহায়
(c) পারদে
(d) তামায়
উওর : জলে
1.11. তিনটি কার্বনযুক্ত অ্যালকিনে H পরমাণুর সংখ্যা -
(a) 3
(b) 8
(c) 6
(d) 10
উওর : 6
1.12. যেই সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান জানা যায়, তা হলো -
(a) বয়েল
(b) নিউটন
(c) অ্যাভোগ্যাড্রোর সূত্র থেকে
(b) চার্লস
(b) CH4
উওর : চার্লস
1.13. কোনটি গ্রিন হাউস গ্যাস নয় -
(a) CO2
(b) মিথেন
(c) অক্সিজেন
(d) H20 (জলীয় বাষ্প)
উওর : অক্সিজেন
1.14. S.T.P তে 11.2L কোনো গ্যাসের ভর 22gm, গ্যাসটির আণবিক গুরু
(a) 44
(b) 88
(c) 22
(d) 11
উওর : 44
1.15. দাঁতের ডাক্তার যে দর্পণ ব্যবহার করেন -
(a) সমতল
(b) উওল
(c) অবতল
(b) ওপরের সবগুলোই
উওর : অবতল
1.16. কুলম্ব =
(a) ভোল্ট-অ্যাম্পিয়ার
(b) অ্যাম্পিয়ার/ওহম
(c) অ্যাম্পিয়ার/সেকেন্ড-¹
(d) অ্যাম্পিয়ার/সেকেন্ড
উওর : অ্যাম্পিয়ার/সেকেন্ড
1.17. পারমাণবিক চুল্লিতে ভারী জল ব্যবহৃত হয় -
(a) জ্বালানি রূপে
(b) দ্রাবক রূপে
(c) শীতক রূপে
(d) মডারেটর রূপে
উওর : মডারেটর রূপে
1.18. সমযোজী ত্রিবন্ধন যুক্ত অণু হল -
(a) CO2
(b) C2H2
(c) H2
(d) NH2
উওর : C2H2
1.19. কোনটি মৌলের পর্যায়গত ধর্ম নয় –
(a) পরমাণুর ব্যাসার্ধ
(b) জারণ-বিজারণ
(c) গলনাঙ্ক
(d) তড়িৎ ঋণাত্মকতা ধর্ম
উওর : গলনাঙ্ক
1.20. নেসলার বিকারক বাদামী বর্ণ হয় কার সংস্পর্শে –
(a) NH3
(b) H2S
(c) N2
(d) CO2
উওর : NH3
1.21. ক্যালামাইন কোন ধাতুর আকরিক –
(a) Al
(b) Zn
(c) Fe
(d) Cu
উওর : Zn
আশাকরি যে, দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান (WBBSE Madhyamik Physical Science MCQ Question Answer) বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 Physical Science MCQ Question Answer) সবচেয়ে গুরুত্বপূর্ণ 22 টি Physical Science MCQ Question Answer তোমাদের কাজে লাগবে।।