আজকের এই ব্লগে আমরা দশম শ্রেণীর ইতিহাস (WBBSE Madhyamik
History MCQ Question Answer) বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক ইতিহাস বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 History MCQ Question Answer) সবচেয়ে গুরুত্বপূর্ণ 20 টি History MCQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে এটি প্রথম পর্ব। পরবর্তীকালে আমরা প্রতিদিনই তোমাদের সঙ্গে মাধ্যমিক বিভিন্ন অধ্যায়ের 20- 25 টি করে MCQ & SAQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
WBBSE Class 10 History MCQ Set 2 || WB Madhyamik History MCQ Question Answer
সঠিক উত্তরটি নির্বাচন করো।
১. ভারতে নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক হলেন
(ক) ড. রমেশচন্দ্র মজুমদার
(খ) ড. সুরেন্দ্রনাথ সেন
(গ) ড. রণজিৎ গুহ
(ঘ) ড. রমেশচন্দ্র দত্ত
উওর : ড. রণজিৎ গুহ
১.২ 'বাদর্শন' পত্রিকা প্রথম প্রকাশিত হয়—
(ক) ১৮৭২ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৮২ খ্রিস্টাব্দে
উওর : ১৮৭২ খ্রিস্টাব্দে
১.৩ 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন -
(ক) গিরিশচন্দ্র ঘোষ
(খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(গ) শিশির কুমার ঘোষ
(ঘ) দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়
উওর : গিরিশচন্দ্র ঘোষ
১.৪ 'ক্যালকাটা স্কুল বুক সোসাইটি' প্রতিষ্ঠিত হয় -
(ক) ১৮১৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮১৭ খ্রিস্টাব্দে
(গ) ১৮২০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮১৮ খ্রিস্টাব্দে
উওর : ১৮১৭ খ্রিস্টাব্দে
১.৫ 'নববিধান' ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন-
(ক) রাজা রামমোহন রায়
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) কেসবচন্দ্র সেন
(ঘ) আনন্দমোহন বসু
উওর : কেসবচন্দ্র সেন
১.৬- ১৮৭৮ খ্রিষ্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় -
(ক) দুটি
(খ) পাঁচটি স্তরে
(গ) তিনটি স্তরে
(গ) চারটি স্তরে
উওর : তিনটি স্তরে
১.৭- সুই মুন্ডা ছিলেন -
(ক) মুণ্ডা বিদ্রোহের নেতা
(খ) চুয়াড় বিদ্রোহের নেতা
(গ) সাঁওতাল বিদ্রোহের নেতা
(ঘ) কোল বিদ্রোহের নেতা
উওর : কোল বিদ্রোহের নেতা
১.৮. সিপাহি বিদ্রোহের সূচনা হয়েছিল
(ক) কানপুরে
(খ) ব্যারাকপুরে
(গ) অযোধ্যায়
(ঘ) বিহারে
উওর : ব্যারাকপুরে
১.৯. দেশীয় ভাষা সংবাদপত্র আইন প্রবর্তিত হয় -
(ক) ১৮৭২ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯১১ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৮৮২ খ্রিস্টাব্দে
উওর : ১৮৭৮ খ্রিস্টাব্দে
১.১০ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল -
(ক) বঙ্গভাষা প্রকাশিকা সভা
(খ) জমিদার সভা
(গ) ভারতসভা
(ঘ) জাতীয় কংগ্রেস
উওর : বঙ্গভাষা প্রকাশিকা সভা
১.১১. বাংলার গুটেনবার্গ বলা হয় -
(ক) পঞ্চানন কর্মকারকে
(খ) চার্লস উইলকিনসকে
(গ) সুরেশচন্দ্র মজুমদারকে
(ঘ) উইলিয়াম কেরিকে
উওর : চার্লস উইলকিনসকে
১.১২. জাতীয় বিজ্ঞানচর্চার জনক' বলা হয়
(ক) আচার্য জগদীশচন্দ্র বসুকে
(খ) আচার্য প্রচন্দ্র রায়কে
(গ) ড. মহেন্দ্রলাল সরকারকে
(ঘ) ড. সত্যেন্দ্রনাথ বসুকে
উওর : ড. মহেন্দ্রলাল সরকারকে
১.১৩. গান্ধিজির নেতৃত্বে পরিচালিত প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল
(ক) আমেদাবাদ সত্যাগ্রহ
(খ) লবণ সত্যাগ্রহ
(গ) রাওলাট সত্যাগ্রহ
(ঘ) চম্পারণ সত্যাগ্রহ
উওর : চম্পারণ সত্যাগ্রহ
১.১৪. কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় -
(ক) ১৯২৪ খ্রিস্টাব্দে
(খ) ১৯২৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৩৬ খ্রিস্টাব্দে
উওর : ১৯৩৪ খ্রিস্টাব্দে
১.১৫. ভারতে প্রথম 'মে দিবস' পালিত হয় -
(ক) দিল্লিতে
(খ) বোম্বাইয়ে
(গ) কলকাতায়
(ঘ) মাদ্রাজে
উওর : মাদ্রাজে
১.১৬. 'সঞ্জীবনী' পত্রিকার সম্পাদক ছিলেন—
(ক) অশ্বিনীকুমার দত্ত
(খ) কৃষ্ণকুমার মিত্র
(গ) পুলিনবিহারী দাস
(ঘ) ব্রহ্মবান্ধব উপাধ্যায়
উওর : কৃষ্ণকুমার মিত্র
১.১৭ 'সত্যশোধক' সমাজ প্রতিষ্ঠা করেন-
(ক) জ্যোতিবা ফুলে
(খ) সাবিত্রী বাঈ
(গ) শ্রীনারায়ণ গুরু
(ঘ) বীরেশ লিঙ্গাম পানতুলু
উওর : জ্যোতিবা ফুলে
১.১৮ 'ঝাসির রানি ব্রিগেড' পরিচালনার দায়িত্ব পান -
(ক) সুভাষচন্দ্র বসু
(খ) লক্ষ্মী স্বামীনাথন
(গ) রাসবিহারী বসু
(ঘ) ক্যাপটেন মোহন সিং
উওর : লক্ষ্মী স্বামীনাথন
১.১৯. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন -
(ক) চক্রবর্তী রাজাগোপালাচারী
(খ) স্যার সিরিল র্যাডক্লিফ
(গ) লর্ড মাউন্টব্যাটেন
(ঘ) হেস্টিং
উওর : লর্ড মাউন্টব্যাটেন
১.২০. "A Train to Pakistan" গ্রন্থটি রচনা করেন-
(ক) এন. সি. চৌধুরী
(খ) খুশবন্ত সিং
(গ) সাদাত হোসেন মান্টো
(ঘ) হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়
উওর : খুশবন্ত সিং
১.২১.লক্ষী ভান্ডার কে প্রতিষ্ঠা করেন?
(ক) সরলাদেবী চৌধুরী
(খ) সতীশচন্দ্র সামন্ত
(গ) উদয়শংকর
(ঘ) হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়
উওর : সরলাদেবী চৌধুরী
আশাকরি যে, Madhyamik History Question Answer বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক ইতিহাস বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 Bengali MCQ Question Answer) সবচেয়ে গুরুত্বপূর্ণ 20 টি History MCQ Question Answer তোমাদের কাজে লাগবে।।