WBBSE Madhyamik Bangla MCQ Question Answer || WB দশম শ্রেণীর বাংলা MCQ Question Answer 2023

0

  

WBBSE Madhyamik Bangla MCQ Question Answer || WB দশম শ্রেণীর  বাংলা MCQ Question Answer 2023

আজকের এই ব্লগে আমরা দশম শ্রেণীর  বাংলা (WBBSE Madhyamik Bengali Question Answer) বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক বাংলা বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 Bengali MCQ Question Answer) সবচেয়ে গুরুত্বপূর্ণ 25 টি MCQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে এটি প্রথম পর্ব। পরবর্তীকালে আমরা প্রতিদিনই তোমাদের সঙ্গে মাধ্যমিক বিভিন্ন অধ্যায়ের 20- 25 টি করে MCQ OR SAQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো।।

WBBSE Madhyamik Bangla MCQ Question Answer || WB দশম শ্রেণীর  বাংলা MCQ Question Answer 2023

সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 


১.১ তপনের লেখা গল্পের নাম -


(ক) প্রথম দিন


(খ) স্কুলে প্রথম দিন 


(গ) বিদ্যালয়ের প্রথম দিন


(ঘ) সন্ধ্যাতারা


উওর : স্কুলে প্রথম দিন 


১.২ বিরাগীর মতে পরম সুখ হল –


(ক) ঈশ্বর সাধনা করা


(খ) সংসার ত্যাগ না করা 


(গ) সব সুখের বন্ধন থেকে মুক্ত করা


(ঘ) পরমাত্মার দর্শন লাভ


উওর : সব সুখের বন্ধন থেকে মুক্ত করা


১.৩ নদের চাঁদ নদীকে দেখেনি -


(ক) চারদিন 


(খ) পাঁচ দিন


(গ) সাতদিন


(ঘ) ছয় দিন


উওর : পাঁচ দিন


১.৪ 'সেই হোক তোমার সভ্যতার

শেষ পুণ্যবাণী- শেষ পুণ্যবাণীটি হলো -


(ক) ভালোবাসো


(খ) ঘৃণা করো 


(গ) ক্ষমা করো


(ঘ) বিদ্বেষ ত্যাগ করো


উওর : ক্ষমা করো


১.৫ বেথানিত হৈছে কেশ বেশ বেখানিত' কথাটির অর্থ 


(ক) অসংবৃত


(খ) অলংকৃত 


(গ) অসংলগ্ন


(ঘ) কোনোটিই নয়


উওর : অসংবৃত


১.৬ আমার শুধু একটা- 


(ক) তোতা 


(খ) কোকিল 


(গ) টিয়া


(ঘ) ময়না


উওর : কোকিল


১.৭ সাহিত্যিক শৈলজ্ঞানন্দের সংগ্রহে ছিল - 


(ক) ২৪টি কলম 


(খ) ২৭টি কলম


(গ) ২২টি কলম


ঘ) ২৬টি কলম


উওর : ২৪টি কলম 


১.৮ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয়েছিল -


(ক) ১৯৬৩ সালে 


(খ) ১৮৫৭ সালে


(গ) ১৯৩৬ সালে


(ঘ) ১৯৪৬ সালে


উওর : ১৯৩৬ সালে


১.৯ “লোকটি কাশিতে কাশিতে আসিল" লোকটির বয়স –


(ক) পঁচিশ-ছাব্বিশ


(খ) সাতাশ-আঠাশ।


(গ) ত্রিশ-বত্রিশ


(ঘ) বরিশ-তেরিশ


উওর : ত্রিশ-বত্রিশ


১.১০ 'অদল বদল' গল্পটি বাংলায় অনুবাদ করেছেন- 


(ক) কুসুম দত্তগুপ্ত 


(খ) নবারুন ভট্টাচার্য 


(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 


(ঘ) অর্ঘকুসুম দত্তগুপ্ত


উওর : অর্ঘকুসুম দত্তগুপ্ত


১.১১- "ছড়ানো রয়েছে কাছে ঘুরে"-যা ছড়ানো রয়েছে—


(ক) বাড়িঘর


(খ) শিশুদের শব


(গ) জিনিসপত্র 


(ঘ) মহিলাদের শব


উওর : শিশুদের শব


১.১২ "সিন্ধুতীরে” কাব্যাংশটি যে কাব্যগ্রন্ধ্রে অঙ্গতি


(ক) সতীময়না 


(খ) পদ্মাপুরাণ


(গ) পদ্মাবতী


(ঘ) অন্নদামঙ্গল


উওর : অন্নদামঙ্গল


১.১৩. যে নামটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে বলে লেখক মনে করেন, রা হলো-


(ক) শান্তিনিকেতন


(খ) ঝরনা কলম


(গ) পদ্মাবতী


(ঘ) ডমরুধর


উওর : ঝরনা কলম


১.১৪. “অনেক ধরে ধরে টাইপ-রাইটারে লিখে গেছেন মাত্র একজন।” তিনি হলেন— 


(ক) সত্যজিৎ‍ রায়


(খ) সুবোধ ঘোষ


(গ) অন্নদাশংকর রায়


(ঘ) রাজশেখর বসুর


উওর : অন্নদাশংকর রায়


১.১৫. 'Sensitized Paper'-এর অনুবাদ যা লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন?


(ক) স্পর্শকাতর কাগজ


(খ) সুবেদী কাগজ 


(গ) সুগ্রাহী কাগজ 


(ঘ) ব্যথা প্রবণ কাগজ


উওর : সুগ্রাহী কাগজ 


১.১৬. “কোনোদিন বাউল, কোনদিন....


(ক) কাবুলিওয়ালা


(খ) কেরামিন সাহেব


(গ) কাপালিক


(ঘ) পাগল


উওর : কাপালিক


১.১৭. “এখন- - থাকবে” শূন্যস্থানের শব্দটি হবে


ক) রেঙ্গুনে


(খ) বৰ্মা


(গ) গয়া


(ঘ) বিহার


উওর : রেঙ্গুনে


১.১৮. “আমি তোরটা পরব", বক্তা হল


ক) ইসাব


(খ) অমৃত


(গ) কালিয়া


(ঘ) গ্রাম-প্রধান


উওর : অমৃত


১.১৯. “আমাদের শিশুদের শব ছড়ানো রয়েছে-  

(ক) দূরে দূরে


(খ) বহু দূরে


(গ) কাছে দূরে


(ঘ) অনেক দূরে


উওর : কাছে দূরে


১.২০. ‘সমুদ্র নৃপতি সুতা' হল- 


(ক) পদ্মা


(খ) রাজকন্যা পদ্মাবতী


(গ) দেবী সরস্বতী


(ঘ) সখীগণ


উওর : পদ্মা


১.৭. 'কঙ্কাবতী'-র লেখক


(ক) শরৎচন্দ্র


(খ) রবীন্দ্রনাথ


(গ) সত্যজিৎ


(ঘ) ত্রৈলোক্যনাথ


উওর : ত্রৈলোক্যনাথ


আশাকরি যে, Madhyamik Bengali Question Answer) বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক বাংলা বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 Bengali MCQ Question Answer) সবচেয়ে গুরুত্বপূর্ণ 25 টি MCQ Question Answer  তোমাদের কাজে লাগবে।।

Tags : মাধ্যমিক বাংলা MCQ | দশম শ্রেণীর বাংলা MCQ | WBBSE Bengali MCQ | Class 10 Bengali MCQ | Madhyamik MCQ Test | MCQ Question Answer | MCQ Test | Bengali MCQ | Madhyamik MCQ Question Answer 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top