WBBSE Class 10 Geography MCQ |
আজকের এই ব্লগে আমরা দশম শ্রেণীর ভূগোল (WBBSE Madhyamik
Geography MCQ Question Answer) বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক ভূগোল বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 Geography MCQ Question Answer) সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও কিছু Geography MCQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে এটি প্রথম পর্ব। পরবর্তীকালে আমরা প্রতিদিনই তোমাদের সঙ্গে মাধ্যমিক বিভিন্ন অধ্যায়ের 20- 25 টি করে MCQ & SAQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
WBBSE Class 10 Geography MCQ Set 2 || WB দশম শ্রেণীর ভূগোল MCQ Question Answer
১.১) যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হল -
(ক) অবরোহণ
(খ) আরোহণ
(গ) পর্যায়ন
(ঘ) সঞ্চয়ণ
উওর : আরোহণ
১.২) উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধুলিঝড় দেখা যায় তা হলো -
(ক) কালবৈশাখী
(খ) আঁধি
(গ) লু
(ঘ) পশ্চিমি ঝঞ্ঝা
উওর : আঁধি
(১.৩) পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায়
(ক) ৩২%
(খ) ৩৮%
(গ) ৩৪%
(ঘ) 8%
উওর : ৩৪%
১.৪) কেবল বালি দিয়ে গঠিত মরুভূমিকে তুর্কিস্তানে বলে-
(ক) আগ
(খ) সেরীর
(গ) রেগ
(ঘ) কুম
উওর : কুম
১.৫) পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ প্রায় -
(ক) ৬১%
(খ) ৭১%
(গ) ৯১%
(ঘ) ৮১%,
উওর : ৭১%
১.৬) মরা কোটাল হয় যে তিথিতে -
(ক) পূর্ণিমাতে
(খ) অষ্টমীতে
(গ) প্রতিপদে
(ঘ) চতুর্থীতে
উওর : অষ্টমীতে
১.৭) একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হল –
(ক) সবজির খোসা
(খ) ইনজেকশন সিরিঞ্জ
(গ) খাবারের প্যাকেট
(ঘ) সাবান ধোয়া জল
উওর : ইনজেকশন সিরিঞ্জ
১.৮) কোন রাজ্যে জাফরান চাষ হয়?
(ক) পশ্চিমবঙ্গে
(খ) বিহারে
(গ) জম্মু-কাশ্মীরে
(ঘ) মিজোরাম
উওর : জম্মু-কাশ্মীরে
১.৯) ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম কী?
(ক) গোয়া
(খ) সিকিম
(গ) বিহার
(ঘ) মিজোরাম
উওর : গোয়া
১.১০) ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে তা হল -
(ক) জলাশয়
(খ) কূপ ও নলকুপ
(গ) খাল
(ঘ) ফোয়ারা
উওর : কূপ ও নলকুপ
১.১১) ২০১১ সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হল -
(ক) পশ্চিমবঙ্গ
(খ) কেরল
(গ) বিহার
(ঘ) গোয়া
উওর : বিহার
(১.১২) ম্যানগ্লোভ অরণ্যের প্রধান বৃক্ষ হল -
(ক) বট
(খ) আম
(গ) সুন্দরী
(ঘ) তাল
উওর : সুন্দরী
(১.১৩) ভারতের প্রথম পেট্রোকেমিক্যাল শিল্পটি গড়ে ওঠে -
(ক) থানেতে
(খ) হলদিয়ায়
(গ) মুম্বাইতে
(ঘ) ট্রম্বেতে
উওর : ট্রম্বেতে
(১.১৪) ভারতীয় সর্বেক্ষণ বিভাগ কবে স্থাপিত হয়?
(ক) ১৮৬৭ খ্রি:
(খ) ১৯৫৭ খ্রিঃ
(গ) ১৯৭৫খ্রিঃ
(ঘ) ১৭৬৭ খ্রিঃ
উওর : ১৭৬৭ খ্রিঃ
১.১৫. পাখির পায়ের মতো আকৃতির ব-দ্বীপ গঠিত হয়েছে—
(ক) নীলনদের মোহনায়
(খ) সিন্ধুনদের মোহনায়
(গ) হোয়াংহোর মোহনায়
(ঘ) মিসিসিপি মিসৌরীর মোহনায়
উওর : মিসিসিপি মিসৌরীর মোহনায়
১.১৬. 'ভিসহন" পিরামিড চূড়া অবস্থিত
(ক) ফ্রান্সে
(খ) সুইজারল্যান্ডে
(গ) ভারতে
(ঘ) নেপালে
উওর : সুইজারল্যান্ডে
১.১৭) বায়ুমণ্ডলে CO2 গ্যাসের পরিমাণ
(ক) ০.০৩৩%
(খ) ১.০৩%
(গ) ৩.৩%
(ঘ) ০.০৩%
উওর : ০.০৩৩%
১.১৮) সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ—
(ক) ১০১৩.২৫ মিলিবার
(খ) ১০১৩ মিলিবার
(গ) ১০১৩.২০ মিলিবার
(ঘ) ১০১৩.১৩ মিলিবার
উওর : ১০১৩.২৫ মিলিবার
১.১৮) শৈবাল সাগর সৃষ্টি হয়েছে যে মহাসাগরে–
(ক) ভারত
(খ) সুমেরু
(গ) আটলান্টিক
(ঘ) কুমেরু
উওর : আটলান্টিক
(১.১৯) প্রতিযোগ অবস্থানের সময় থাকে -
(ক) অমাবস্যা
(খ) পূর্ণিমা
(গ) অষ্টমী
(ঘ) পঞ্চমী
উওর : পূর্ণিমা
১.২০) ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমারেখার নাম -
(ক) ম্যাকমোহন লাইন
(খ) সুচার লাইন
(গ) র্যাডক্লিফ লাইন
(ঘ) ডুরান্ড লাইন
উওর : ম্যাকমোহন লাইন
(১.২১) ভারতের বৃহত্তম 'কয়াল'-এর
(ক) অষ্টমুদি
(খ) চিল্কা
(গ) কোলেরু
(ঘ) ভেম্বানাদ
উওর : ভেম্বানাদ
আশাকরি যে, Madhyamik Geography Question Answer বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক ভূগোল বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 Geography MCQ Question Answer) সবচেয়ে গুরুত্বপূর্ণ 20 টি Geography MCQ Question Answer তোমাদের কাজে লাগবে।।