Madhyamik History MCQ Question Answer |
আজকের এই ব্লগে আমরা দশম শ্রেণীর ইতিহাস (WBBSE Madhyamik
History MCQ Question Answer) বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক ইতিহাস বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 History MCQ Question Answer) কিছু গুরুত্বপূর্ণ আরও 20 টি History MCQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে এটি প্রথম পর্ব। পরবর্তীকালে আমরা প্রতিদিনই তোমাদের সঙ্গে মাধ্যমিক বিভিন্ন অধ্যায়ের 20- 25 টি করে MCQ & SAQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
WBBSE Madhyamik History MCQ Question Answer || WB দশম শ্রেণীর ইতিহাস MCQ 2023
সঠিক উত্তরটি নির্বাচন কর :
১.১ ইতিহাস একটি বিজ্ঞান কমও নয়, বেশীও নয়'- উক্তিটি করেছিলেন-
(ক) র্যাঙ্কে
(খ) মার্ক ব্লখ
(গ) বিউরি
(ঘ) হেরোডোটাস
উওর : বিউরি
১.২- পৃথিবীর প্রাচীনতম খেলাটি হল -
(ক) মানাকালা
(খ) জুডো
(গ) কুস্তি
(ঘ) দাবা
উওর : মানাকালা
১.৩. 'সংবাদ প্রভাকর' পত্রিকার সম্পাদক ছিলেন-
(ক) ঈশ্বর গুপ্ত
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) শিশির কুমার ঘোষ
(ঘ) হরিশ্চন্দ্র মুখার্জী
উওর : ঈশ্বর গুপ্ত
১.৪.নববিধান ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন -
(ক) স্বামী বিবেকানন্দ
(খ) কেশবচন্দ্র সেন
(গ) বিজয়কৃষ্ণ গোস্বামী
(ঘ) দয়ানন্দ সরস্বতী
উওর : কেশবচন্দ্র সেন
১.৫. কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৮১৫
(খ) ১৮১৬ খ্রিঃ
(গ) ১৮১৭ খ্রিঃ
(ঘ) ১৮১৮ খ্রিঃ
উওর : ১৮১৭ খ্রিঃ
১.৬. যে উপন্যাস থেকে সন্ন্যাসী-ফকির বিদ্রোহের কথা জানা যায় সেটি হল-
(ক) আনন্দমঠ
(খ) পথের পাঁচালী
(গ) দেবী চৌধুরাণী
(ঘ) আরণ্যক
উওর : আনন্দমঠ
১.৭.বারাসাত বিদ্রোহের সময়ে বাংলার গভর্ণর ছিলেন
(ক) লর্ড ক্যানিং
(খ) লর্ড ডালহৌসি
(গ) লর্ড বেন্টিঙ্ক
(ঘ) লর্ড কর্নওয়ালিস
উওর : লর্ড বেন্টিঙ্ক
১.৮- সিপাহীর বিদ্রোহের প্রকৃত সূচনা হয়
(ক) দিল্লীতে
(খ) মিরাটে
(গ) অযোধ্যায়
(ঘ) ব্যারাকপুরে
১.৯- কাকে বাংলার 'মুকুটহীন রাজা' বলা হয়?
(ক) নবগোপাল মিত্রকে
(খ) আনন্দমোহন বসুকে
(গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে
(ঘ) অরবিন্দ ঘোষকে
উওর : সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে
১.১০. 'বন্দেমাতরম' সংগীতটি জাতীয় সংগীতের মর্যাদা পায়-
(ক) ১৯৪৭ খ্রিষ্টাব্দে
(খ) ১৯৪৮ খ্রিষ্টাব্দে
(গ) ১৯৪৯ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৯৫৫ খ্রিষ্টাব্দে
উওর : ১৯৪৭ খ্রিষ্টাব্দে
১.১১. 'দিকদর্শন' পত্রিকার সম্পাদক ছিলেন –
(ক) উইলিয়াম জোন্স
(খ) উইলিয়াম কেরি
(গ) উইলিয়াম ওয়ার্ড
(ঘ) জোসুয়া মার্শম্যান
উওর : জোসুয়া মার্শম্যান
১.১২. আধুনিক রাশিবিজ্ঞানের জনক বলা হয় -
(ক) আশুতোষ মুখোপাধ্যায়কে
(খ) সত্যেন্দ্রনাথ বসুকে
(গ) প্রফুল্লচন্দ্র রায়কে
(ঘ) প্রশান্তচন্দ্র মহলানবীশকে
উওর : প্রশান্তচন্দ্র মহলানবীশকে
১.১৩.'চম্পারন কৃষি বিল পাশ হয় -
(ক) ১৯১৭খ্রিঃ
(খ) ১৯১৮ খ্রিঃ
(গ) ১৯১৯ খ্রিঃ
(ঘ) ১৯২০ খ্রিঃ
উওর : ১৯১৮ খ্রিঃ
১.১৪। এদের মধ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দলের সঙ্গে যুক্ত ছিলেন না -
(ক) আচার্য নরেন্দ্রদেব
(খ) জয়প্রকাশ নারায়ণ
(গ) অচ্যুৎ পট্টবর্ধন
(ঘ) সর্দার বল্লভভাই প্যাটেল
উওর : সর্দার বল্লভভাই প্যাটেল
১.১৫। বামপন্থীরা ভারত ছাড়ো আন্দোলনকে বলেছিল-
(ক) স্বাধীনতার যুদ্ধ
(খ) সত্যাগ্রহ আন্দোলন
(গ) সাম্রাজ্যবাদী যুদ্ধ
(ঘ) গণবিপ্লব
উওর : সাম্রাজ্যবাদী যুদ্ধ
১.১৬। কে মিলনমন্দির' প্রতিষ্ঠা করেন?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) কৃষ্ণকুমার মিত্র
(গ) আনন্দমোহন বসু
(ঘ) সত্যেন্দ্রনাথ ঠাকুর
উওর : আনন্দমোহন বসু
১.১৭। রাষ্ট্রীয় মহিলা সংঘ ১৯২৮ খ্রীষ্টাব্দে প্রতিষ্ঠা করেন -
(ক) কমলা নেহেরু
(খ) বাসন্তী দেবী দাশ
(গ) লীলা নাগ
(ঘ) সরোজিনী নাইডু
উওর : সরোজিনী নাইডু
১.১৮। 'কসাই কাজি' বলা হত –
(ক) কিংসফোর্ডকে
(খ) রবার্ট ডগলাসকে
(গ) কার্জন উইলিকে
(ঘ) ব্যারিস্টার ব্রনসনকে
উওর : কিংসফোর্ডকে
১.১৯। 'পূর্ব-পশ্চিম' গ্রন্থটির রচয়িতার নাম
(ক) কমলকুমার মজুমদার
(খ) সমরেশ বসু
(গ) সুনীল গঙ্গোপাধ্যায়
(ঘ) রাজশেখর বসু
উওর : সুনীল গঙ্গোপাধ্যায়
১.২০। ভারতীয় সংবিধান সরকারি ভাষা সম্পর্কে আলোচনা রয়েছে -
(ক) ষষ্ঠ তপসিলে
(খ) সপ্তম তপসিলে
(গ) অষ্টম তপসিলে
(ঘ) নবম তপসিলে
উওর : অষ্টম তপসিলে
আশাকরি যে, Madhyamik History Question Answer বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক ইতিহাস বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 Bengali MCQ Question Answer) সবচেয়ে গুরুত্বপূর্ণ 20 টি History MCQ Question Answer তোমাদের কাজে লাগবে।।