![]() |
মাধ্যমিক বাংলা MCQ প্রশ্ন উওর 2023 |
আজকের এই ব্লগে আমরা দশম শ্রেণীর বাংলা (WBBSE Madhyamik Bengali Question Answer) বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক বাংলা বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 Bengali MCQ Question Answer) সবচেয়ে গুরুত্বপূর্ণ 25 টি MCQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে এটি প্রথম পর্ব। পরবর্তীকালে আমরা প্রতিদিনই তোমাদের সঙ্গে মাধ্যমিক বিভিন্ন অধ্যায়ের 20- 25 টি করে MCQ OR SAQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
WBBSE Madhyamik Bangla MCQ Question Answer Set 3 || মাধ্যমিক বাংলা MCQ প্রশ্ন উওর 2023
সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ দোকানদার হেসে ফেলে-হরির কাণ্ড-দোকানদার হরির যে সাজা দেখে হেসে ফেলেছিল,সেটি হল-
(ক) পাগলের সাজ
(খ) পুলিশের সাজ
(খ) রূপসি বাইজির সাজ
(ঘ) বাউলের সাজ
উওর : রূপসি বাইজির সাজ
১.২ অমৃতের মা ঝামেলা থেকে বাঁচবার জন্য কী করেছিলেন?
(ক) নতুন জামা কিনে দিয়েছিল'
(খ) জামা কেনার কথা বাবাকে বলতে বলেছিল
(গ) বাবাকে দিয়ে অমৃতকে মার খাইয়েছিল
(ঘ) ইসাবের জামাটা ধার চেয়েছিল
উওর : জামা কেনার কথা বাবাকে বলতে বলেছিল
১.৩ 'এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল'-‘সুখবরটি হল –
(ক) স্টেশন মাস্টারের অপূর্বকে স্টেশন থেকে বার করে দেওয়া দেখে
(খ) ফিরিঙ্গি ছোঁড়াদের অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দেওয়া দেখে
(গ) গিরীশ মহাপাত্রের ধরা না পড়ার খবর শুনে
(ঘ) লাথির চোটে অপূর্বের হাড়-পাঁজরা ভেঙে না যাওয়ার খবর শুনে
উওর : লাথির চোটে অপূর্বের হাড়-পাঁজরা ভেঙে না যাওয়ার খবর শুনে
১.৪ ‘বাহুরত কন্যার জীবন' 'বাহুরক' শব্দের অর্থ কী?
(ক) ফিরে আসুক
(খ) বেরিয়ে যাক
(গ) কষ্ট পাওয়া
(ঘ) আনন্দ পাওয়া
উওর : ফিরে আসুক
১.৫. রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার সময় নির্দেশ করেছেন -
(ক) প্রদোষকালে
(খ) বিপ্রহরে
(গ) অপরাহ্ণে
(ঘ) প্রভাতে
উওর : প্রভাতে
১.৬ গুপ্তগহ্বর থেকে পশুরা বেরিয়ে এসে দিনের অন্তিমকাল ঘোষণা করল -
(ক) মালিক ধ্বনিতে
(খ) শঙ্খ ধ্বনিতে
(গ) অশুভ ধ্বনিতে
(ঘ) তাণ্ডব নৃত্যে
উওর : অশুভ ধ্বনিতে
১.৭ লেখকের দেখা দারোগাবাবুর কলম গোঁজা ছিল -
(ক) প্যান্টের পকেটে
(খ) পায়ের মোজায়
(গ) মাথার টুপিতে
(ঘ) জামার পকেটে
উওর : পায়ের মোজায়
১.৮. “এটা কী কাণ্ড করলেন, হরিদা?" বক্তা হলেন –
(ক) ভবতোষ
(খ) অনাদি
(গ) পরিতোষ
(ঘ) অতীন
উওর : অনাদি
১.৯. গিরীশ মহাপাত্রের মতে যা খণ্ডানো যায় না, তা হলো -
(ক) কর্মফল
(খ) হাতের রেখা
(ঘ) ভাগ্য
(গ) লল্লাটের লিখন
উওর : লল্লাটের লিখন
১.১০.'অদল বদল' গল্পটি তরজমা করেছেন -
(ক) নবারুণ ভট্টাচার্য
(খ) অর্ঘ্যকুসুম দাশগুপ্ত
(গ) শঙ্খ ঘোষ
(ঘ) অর্ধ্যকুসুম দত্তগুপ্ত
উওর : অর্ঘ্যকুসুম দাশগুপ্ত
১.১১. "ব্রততী বাঁধিলে সাথে করি-পদ ...।" ব্রততী' কথার অর্থ
(ক) পোকা
(খ) বন
(গ) দড়ি
(ঘ) লতা
উওর : লতা
১.১২. 'সুন্দরের আগমন' যে বেশে হবে বলে কবির ধারণা-
(ক) ভয়ংকরের বেশে
(খ) মহানুভবতার বেশে
(গ) কাল ভয়ংকরের বেশে
(ঘ) গৈরিক বেশে
উওর : কাল ভয়ংকরের বেশে
১.১৩. অচৈতন্য পদ্মাবতীর চেতনা ফিরে পাওয়ার জন্য যার কাছে কৃপা প্রার্থনা করা হয়েছিল-
(ক) সমুদ্রদেবের কাছে
(খ) ইন্দ্রদেবের কাছে
(গ) ভাগ্যদেবতার কাছে
(ঘ) নিরঞ্জনের কাছে
উওর : ইন্দ্রদেবের কাছে
১.১৪. ‘সত্যজিৎ রায়ের অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল”-
(ক) চলচ্চিত্র শিল্প
(খ) রং শিল্প
(গ) লিপি শিল্প
(ঘ) হস্ত শিল্প
উওর : লিপি শিল্প
১.১৫. এক সময় লেখা শুকোনো হত যা দিয়ে -
(ক) ব্লটিং পেপার দিয়ে
(খ) বালি দিয়ে
(গ) মাটি দিয়ে
(ঘ) কাপড় দিয়ে
উওর : বালি দিয়ে
১.১৬. প্রীতির সহিত যে ভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়-
(ক) মাতৃভাষার পদ্ধতি
(খ) বিদেশি ভাষার পদ্ধতি
(গ) হিন্দি ভাষার পদ্ধতি
(ঘ) সংস্কৃতি ভাষার পদ্ধতি
উওর : মাতৃভাষার পদ্ধতি
১.১৭. ছোটোমাসি তপনের চেয়ে বড়ো
(ক) বছর সাতেক
(খ) বছর দশেকের
(গ) বছর আষ্টেকের
(ঘ) বছর পাঁচেকের
উওর : বছর আষ্টেকের
১.১৮. "বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয় – খুব হয়েছে হরি, এই বার সরে পড়ো”–সেদিন হরি সেজেছিল"
(ক) বাইজি
(খ) পাগল
(গ) কাপালিক
(ঘ) বিরাগী
উওর : পাগল
১.১৯.'হৈমবতীসুত' বলতে যাকে বোঝানো হয়েছে, তিনি হলেন -
(ক) লক্ষণ
(খ) কার্তিকেয়
(গ) মেঘনাদ
(ঘ) অর্জুন
উওর : কার্তিকেয়
১.২০. "লোকটি কাশিতে কাশিতে আসিল" লোকটির বয়স "
(ক) পঁচিশ-ছাব্বিশ
(খ) সাতাশ-আটাশ
(গ) ত্রিশ-বত্রিশ
(ঘ) বত্রিশ-তেত্রিশ
উওর : ত্রিশ-বত্রিশ
১.২১. "লোকটি কাশিতে কাশিতে আসিল" - লোকটি কে?
(ক) অপূর্ব
(খ) নিমাইবাবু
(গ) তলোয়ারকার
(ঘ) গিরীশ মহাপাত্র
উওর : গিরীশ মহাপাত্র
আশাকরি যে, Madhyamik Bengali Question Answer) বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক বাংলা বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 Bengali MCQ Question Answer) সবচেয়ে গুরুত্বপূর্ণ 25 টি MCQ Question Answer তোমাদের কাজে লাগবে।।