WBBSE Class 10 Physical Science MCQ Question Answer |
আজকের এই ব্লগে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান (WBBSE Madhyamik Physical Science MCQ Question Answer) বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 Physical Science MCQ Question Answer) আরও কিছু গুরুত্বপূর্ণ 20 টি Physical Science MCQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে এটি প্রথম পর্ব। পরবর্তীকালে আমরা প্রতিদিনই তোমাদের সঙ্গে মাধ্যমিক বিভিন্ন অধ্যায়ের 20-25 টি করে MCQ & SAQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
WBBSE Class 10 Physical Science MCQ Question Answer Part 3 || মাধ্যমিক ভৌতবিজ্ঞান MCQ 2023
বহু বিকল্পভিত্তিক প্রশ্ন :
1.1- বায়োগ্যাসের মূল উপাদান হল
(a) CH4
(b) CO2
(c) H2
(d) H2S
ans : CH4
1.2. কোনো একটি দিনের উষ্ণতা 30°C হলে কেলভিন স্কেলে ওই উষ্ণতার পাঠ কত হবে?
(a) 30K
(b) 300K
(c) 303K
(d) 313K
ans : 303K
1.3. 500g চুনাপাথর উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন-ডাই-অক্সাইড পাওয়া যাবে?
(a) 100g
(b) 200g
(c) 210g
(d) 220g
ans : 220g
1.4. তাপ পরিবাহিতাঙ্কের একক-
(a) WmK-¹
(b) WmK
(c) Wm-¹K-¹
(d) Wm-1K
Ans : Wm-¹K-¹
1.5. মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয়—
(a) সমতল দর্পণ
(b) অবতল দর্পণ
(c) উত্তল দর্পণ
(d) সমতল ও উত্তল দর্পণ
উওর : অবতল দর্পণ
1.6. কাচের সমান্তরাল স্ল্যাবে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ
(a) 360°C
(b) 0°C
(c) 30°C
(d) 90°C
ans : 0°C
1.7. রোধাঙ্কের SI এককটি হল
(a) ওহম্-সেমি
(b) ওহম্-সেমি-¹
(c) ওহম্-মিটার
(d) ওহম্-মিটার-¹
ans : ওহম্-সেমি-¹
1.8. বার্লো চক্রের কার্যনীতি যে নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল-
(a) ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম
(b) ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম
(c) দক্ষিণ মুষ্টি নিয়ম
(d) অ্যাম্পিয়ারের সম্ভরণ নিয়ম
ans : ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম
1.9. তৃতীয় পর্যায়ের চ্যালকোজেন মৌলটি হল
(a) As
(b) S
(c) Ge
(d) Se
ans : S
1.11- কোন যৌগটিতে সমযোজী দ্বিবন্ধন আছে?
(a) H2O
(b) NH3
(c) CO2
(d) CH4
ans : CO2
1.12- জলীয় দ্রবণে তড়িৎ অবিশ্লেষ্য যৌগের উদাহরণ হল
(a) KCl
(b) চিনি
(c) NaCl
(d) MgCl2
ans : চিনি
1.13- অসওয়াল্ড পদ্ধতিতে 2 মোল NH, জারিত হয়ে কত মোল NO উৎপন্ন করে?
(a) 2
(b) 3
(c) 4
(d) 6
ans : 2
1.14- ডুরালমিনে কোনটি থাকে না?
(a) Al
(b) Ni
(c) Mg
(d) Cu
ans : Ni
1.15-বায়ুমণ্ডলের কোন স্তরে অধিকতম বায়ুদূষণ ঘটে?
(a) ম্যাগনেটোস্ফিয়ার
(b) ট্রপোস্ফিয়ার
(c) ওজোনোস্ফিয়ার
(d) স্ট্রাটোস্ফিয়ার
ans : ট্রপোস্ফিয়ার
1.16- STP তে 11.2L CO2-এর ভর কত?
(a) 11gm
(b) 22gm
(c) 44gm
(d) 11.2gm
ans : 22gm
1.17, 4NH3 +3NO2 = 2N2 + 6H2O বিক্রিয়াটিতে N2 ও NH3, এর মোল অনুপাত
(a) 1:2
(b) 2:1
(c) 2:3
(d) 1:3
ans : 2:1
1.18-.একটি সমবাহু প্রিজমের আপতন কোণ 30°, নির্গমন কোণ 40° হলে চ্যুতি কোণের মান হবে—
(a) 10°
(b) 30°
(a) 20°
(b) 70°
ans : 10°
1.19. শূন্য মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান-
(a) 0
(b) 1
(c) 1.5
(d) 1.33
ans : 1
1.20. একটি পরিবাহীর প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ
(a) দ্বিগুণ হবে
(b) একই থাকবে
(c) চারগুণ হবে
(d) অর্ধেক হবে
ans : চারগুণ হবে
1.21. অ্যামমিটার পরিমাপ করে—
(a) বিভব পার্থক্য
(b) আধান
(c) তড়িৎ প্রবাহমাত্রা
(d) রোধ
ans : তড়িৎ প্রবাহমাত্রা
আশাকরি যে, দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান (WBBSE Madhyamik Physical Science MCQ Question Answer) বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 Physical Science MCQ Question Answer) সবচেয়ে গুরুত্বপূর্ণ 22 টি Physical Science MCQ Question Answer তোমাদের কাজে লাগবে।।