মিথেন হাইড্রেট কী? এর সংকেত কী? মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কেন?
উওরঃ মিথেন হাইড্রেট হলো 4CH4.23H20 সংকেত বিশিষ্ট একপ্রকার কেলাসাকার কঠিন পদার্থ, যাতে বরফ-এর খাঁচার মধ্যে মিথেন অণু আবদ্ধ থাকে। এটি প্রাকৃতিক গ্যাসের অন্যতম একটি প্রধান উৎস। একে Fire-iceও বলা হয়।
সমুদ্রের তলদেশে এবং হিমায়িত মাটি বা পাললিক শিলাস্তরে (permafrost) সাধারণভাবে মিথেন হাইড্রেট পাওয়া যায়। প্রতি 1m³ আয়তনের মিথেন হাইড্রেট থেকে প্রায় 164 m³ আয়তনের মিথেন গ্যাস উৎপন্ন করা যায়। এই বিপুল পরিমাণ মিথেন গ্যাস পাওয়া যায় বলে, মিথেন হাইড্রেটকে ভবিষ্যত শক্তির এক গুরুত্বপূর্ণ উৎস হিসেবে ভাবা হচ্ছে। মিথেন হাইড্রেট কেলাসকে উত্তপ্ত করলে বা এর চাপ কমালে এটি মিথেন গ্যাস ও জল উৎপন্ন করে। তবে, মিথেন একটি গ্রিনহাউস গ্যাস, তাই মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাস আহরণের প্রভাব স্বরুপ বিশ্বউয়ায়নের মাত্রাও বৃদ্ধি পাবার সম্ভাবনা আছে, যা মিথেন হাইড্রেট ব্যবহারের অন্যতম অসুবিধা। তবে, প্রযুক্তিগত বাধা কাটিয়ে উঠলে, এটি প্রাকৃতিক গ্যাস তথা ভবিষ্যতের শক্তির একটি প্রধান উৎস হতে চলেছে।
1- মিথেন হাইড্রেটের সংকেত হলো 4CH4.23H20।
2- মিথেন হাইড্রেটকে আগুনে বরফ বা ফায়ার আইস বলে কেন?
উওর : মিথেন হাইড্রেটের কাছে যদি কোনো জ্বলন্ত আগুনের শিখা আনা যায় বা, মিথেন হাইড্রেটের সংস্পর্শে যদি কোনো জ্বলন্ত আগুনের শিখা আসে তাহলে এটি আপনা থেকে জ্বলতে শুরু করে। এজন্যই মিথেন হাইড্রেটকে আগুনে বরফ বা ফায়ার আইস বলে।
3- মিথেন হাইড্রেট কোথায় পাওয়া যায়?
উওর : মিথেন হাইড্রেট মূলত সমুদ্রের তলদেশে পাললিক স্তরে পাওয়া যায়।।